ETV Bharat / state

"নাথিং সিরিয়াস, চার ঘণ্টা বসেছিলাম"; CBI দপ্তর থেকে বেরিয়ে বললেন পার্থ - Partha after interrogation at CBI

জাগো বাংলার সঙ্গে সারদার লেনদেন প্রসঙ্গে আজ CBI দপ্তরে তলব করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে । চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তিনি জানালেন, সংগঠন নিয়ে কিছু জানতেই তাঁকে ডাকা হয়েছিল ।

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Aug 16, 2019, 10:52 PM IST

Updated : Aug 16, 2019, 11:02 PM IST

বিধাননগর, 16 অগাস্ট : জাগো বাংলার সঙ্গে সারদার লেনদেন কী কারণে জানতে পার্থ চট্টোপাধ্যায়কে তলব CBI-এর । সেই ডাকে সাড়া দিয়ে আজ দুপুর দু'টো নাগাদ CBI দপ্তরে হাজিরা দেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তাঁকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI । সন্ধে 6 টা নাগাদ ছাড়া হয় ।

কেন ডাকা হয়েছিল ? প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংগঠনের ব্যাপারে কিছু জানতে ডাকা হয়েছিল । নাথিং সিরিয়াস ।" কোনও বড় ব্যাপার না হলে চার ঘণ্টা লাগল কেন জিজ্ঞাসাবাদে? শিক্ষামন্ত্রীর জবাব "বসেছিলাম" ।

যদিও CBI সূত্রে খবর, জাগো বাংলা নিয়ে মূলত জিজ্ঞাসাবাদ করা হয়েছে পার্থবাবুকে । কিছুদিন আগে পত্রিকাটির প্রকাশক ডেরেক ও'ব্রায়েনকে জিজ্ঞাসাবাদ করার পরই তাঁর নাম উঠে আসে । আজ হাজিরা দেওয়ার আগে সংবাদমাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় জানান, তাঁর এবিষয়ে কিছু জানা নেই ।

দেখুন কী বললেন পার্থ চট্টোপাধ্যায়

অন্যদিকে, আজ পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে রোজ়ভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করে সেন্ট্রাল বিওরো অফ ইনভেস্টিগেশন । তিনি দু'সপ্তাহ সময় চেয়েছিলেন । প্রতিনিধি পাঠিয়ে CBI-কে আগেই জানিয়েছিলেন আসতে পারছেন না । কিন্তু শেষ পর্যন্ত তলবে সাড়া দিয়ে আজ হাজিরা দেন । ঘণ্টা দু'য়েক জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । দপ্তর থেকে বের হন বিকেল 5টা 30 নাগাদ । যদিও কী জিজ্ঞাসা করা হয়েছে সেবিষয়ে মুখ খোলেননি ।

বিধাননগর, 16 অগাস্ট : জাগো বাংলার সঙ্গে সারদার লেনদেন কী কারণে জানতে পার্থ চট্টোপাধ্যায়কে তলব CBI-এর । সেই ডাকে সাড়া দিয়ে আজ দুপুর দু'টো নাগাদ CBI দপ্তরে হাজিরা দেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তাঁকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI । সন্ধে 6 টা নাগাদ ছাড়া হয় ।

কেন ডাকা হয়েছিল ? প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংগঠনের ব্যাপারে কিছু জানতে ডাকা হয়েছিল । নাথিং সিরিয়াস ।" কোনও বড় ব্যাপার না হলে চার ঘণ্টা লাগল কেন জিজ্ঞাসাবাদে? শিক্ষামন্ত্রীর জবাব "বসেছিলাম" ।

যদিও CBI সূত্রে খবর, জাগো বাংলা নিয়ে মূলত জিজ্ঞাসাবাদ করা হয়েছে পার্থবাবুকে । কিছুদিন আগে পত্রিকাটির প্রকাশক ডেরেক ও'ব্রায়েনকে জিজ্ঞাসাবাদ করার পরই তাঁর নাম উঠে আসে । আজ হাজিরা দেওয়ার আগে সংবাদমাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় জানান, তাঁর এবিষয়ে কিছু জানা নেই ।

দেখুন কী বললেন পার্থ চট্টোপাধ্যায়

অন্যদিকে, আজ পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে রোজ়ভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করে সেন্ট্রাল বিওরো অফ ইনভেস্টিগেশন । তিনি দু'সপ্তাহ সময় চেয়েছিলেন । প্রতিনিধি পাঠিয়ে CBI-কে আগেই জানিয়েছিলেন আসতে পারছেন না । কিন্তু শেষ পর্যন্ত তলবে সাড়া দিয়ে আজ হাজিরা দেন । ঘণ্টা দু'য়েক জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । দপ্তর থেকে বের হন বিকেল 5টা 30 নাগাদ । যদিও কী জিজ্ঞাসা করা হয়েছে সেবিষয়ে মুখ খোলেননি ।

Intro:

বিধাননগর, ১৬ আগস্ট: জাগো বাংলার সঙ্গে সারদার লেনদেন কি কারণে জানতে পার্থ চট্টোপাধ্যায় কে তলব করল সিবিআই। সেই ডাকে সাড়া দিয়ে শুক্রবার দুপুর দুটো নাগাদ সিবিআই দপ্তরে এলেন এলেন তৃণমূলের মহাসচিব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সন্ধ্যা ৬টা নাগাদ ছাড়া হয় তাকে। কেন ডাকা হয়েছিল প্রশ্নের জবাবে অবশ্য তিনি বলেন, "দলের বিষয়ে ডাকা হয়েছিল। নাথিং সিরিয়াস"। কোন বড় ব্যাপার না হলে চার ঘণ্টা লাগল কেন জিজ্ঞাসাবাদে? শিক্ষামন্ত্রীর জবাব 'বসে ছিলাম'।


Body:সারদা কাণ্ডে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে তলব করেছিল সিবিআই। শুক্রবার দুপুর দুটোর পরে তাকে সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। জাগো বাংলা নিয়েই মূলত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জাগো বাংলার প্রকাশক ডেরেক ও'ব্রায়েনকে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর নাম উঠে আসে জাগো বাংলার সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়ের। তিনিপ হাজিরা দেওয়ার আগেও এদিন দুপুরে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন "তার এবিষয়ে কিছু জানা নেই"।

Conclusion:এদিন শিক্ষামন্ত্রীর পাশাপাশি রাজীব কুমারকে রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই মামলায় তিনি দু সপ্তাহের সময় চেয়ে ছিলেন তিনি। প্রতিনিধি পাঠিয়ে সিবিআইকে আগেই জানিয়েছিলেন আসতে পারছেন না তিনি। কিন্তু শেষ অব্দি সিবিআই আধিকারিকদের তলবে সাড়া দিয়ে হাজিরা দেন রাজীব বাবু। ঘন্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। বিকেল ৫:৩০ নাগাদ বের হন তিনি। যদিও কেন তলব এবিষয়ে কোন কথা বলতে চাননি তিনি।

রোজভ্যালি কান্ডে তাকে পরপর নোটিশ দিয়েছে সিবিআই। হাজিরা এড়াতে চেষ্টাও করেছেন তিনি। এদিন দুপুর দুটো নাগাদ তিনি সিবিআই দপ্তরে আসেন রাজীব। কিন্তু সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। যদিও পত্র মারফত তিনি জানিয়েছিলেন রোজভ্যালি কাণ্ডে বিশেষ কিছু জানা নেই তার।
Last Updated : Aug 16, 2019, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.