ETV Bharat / state

CBI Raids at Halisahar: "সিবিআইকে এক ইঞ্চিও দোষ দিই না", বীজপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে গিয়ে মত মন্ত্রী পার্থর - CBI

গতকাল হঠাৎ উত্তর 24 পরগনার হালিশহরে বিধায়ক সুবোধ অধিকারীর বাড়ি-সহ একাধিক জায়গায় সিবিআই তল্লাশি অভিযান চালায় ৷ রাতে তাঁর সঙ্গে দেখা করতে যান মন্ত্রী পার্থ ভৌমিক ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিছু পায়নি, জানালেন নেতা-মন্ত্রী (CBI raid in Bijpur TMC MLA House) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 5, 2022, 7:54 AM IST

Updated : Sep 5, 2022, 8:52 AM IST

বীজপুর, 5 সেপ্টেম্বর: সন্মার্গ চিট ফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা রাজু সাহানি ৷ তিনি আবার হালিশহর পৌরসভার পৌরপ্রধান । সেই ঘটনার তদন্তে নেমে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও তাঁর ভাই কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ রবিবার হালিশহরের মোট 6 টি জায়গায় ম্যারাথন অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ৷ জানা গিয়েছে, তবে দীর্ঘ 10 ঘণ্টার পর ফাঁকা হাতেই ফিরতে হয়েছে সিবিআই কর্তাদের (CBI gives NIL Certificate after to Bijpur TMC MLA House ) ।

এই ঘটনার কিছুক্ষণ পরেই সুবোধ অধিকারীর সঙ্গে দেখা করতে আসেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক । সাংবাদিকদের তিনি বলেন, "আমাদের এভাবে ছোট করা যাবে না ৷" এক সাংবাদিক 'বিনা নোটিসে তল্লাশি চালানো'র কথা উল্লেখ করলে মন্ত্রী তাঁকে সমর্থন করে জানান, তিনি চান সাংবাদিকরাই এই কথা বলুন ৷ তবে সিবিআই আধিকারিকদের প্রতি তাঁর অভিযোগ নেই ৷ এ প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, "সিবিআই (CBI) অফিসারদের আমি এক ইঞ্চি দোষ দিই না ৷ তাঁদের উপর রাজনৈতিক চাপ আছে ৷ তাই তাঁর বাধ্য হচ্ছেন ৷"

আরও পড়ুন: হালিশহর পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে উদ্ধার দেশি বন্দুক

তল্লাশিতে সিবিআই কিছু পেয়েছে কি না, তার উত্তরে মন্ত্রী বলেন, "পেলে কী করত, আপনারা জানেন না !" বিধায়াক সুবোধ অধিকারী জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে ৷ তাই মন্ত্রী পার্থ ভৌমিক যা বলার বলে দিয়েছেন ৷ তাঁর কোনও নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেনি সিবিআই (Central Bureau of Investigation) ৷ বীজপুরের বিধায়ক বলেন, "আমার এবং আমার স্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে ৷ কোথাও কিছু না পেয়ে প্রতিটি বাড়িতে 'NIL' লিখে আমাদের কাগজ জমা দিয়ে দিয়েছে ৷"

সেচমন্ত্রী এবং বিধায়ক দু'জনেই জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের এভাবে আটকানো যাবে না । মোদি সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূল সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে বলে বিনা নোটিসে সিবিআই, ইডি, আয়কর বিভাগকে কাজে লাগাচ্ছে । তাঁদের দাবি,মানুষের রায়ই শেষ কথা বলে। 2024 সালের লোকসভা নির্বাচনে তা আরও একবার পরিষ্কার হয়ে যাবে ।

আরও পড়ুন: 11 ঘণ্টা পর হালিশহর ছাড়ল সিবিআই, বিধায়কের উত্তরে সন্তুষ্ট নন আধিকারিকরা

বীজপুর, 5 সেপ্টেম্বর: সন্মার্গ চিট ফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা রাজু সাহানি ৷ তিনি আবার হালিশহর পৌরসভার পৌরপ্রধান । সেই ঘটনার তদন্তে নেমে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও তাঁর ভাই কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ রবিবার হালিশহরের মোট 6 টি জায়গায় ম্যারাথন অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ৷ জানা গিয়েছে, তবে দীর্ঘ 10 ঘণ্টার পর ফাঁকা হাতেই ফিরতে হয়েছে সিবিআই কর্তাদের (CBI gives NIL Certificate after to Bijpur TMC MLA House ) ।

এই ঘটনার কিছুক্ষণ পরেই সুবোধ অধিকারীর সঙ্গে দেখা করতে আসেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক । সাংবাদিকদের তিনি বলেন, "আমাদের এভাবে ছোট করা যাবে না ৷" এক সাংবাদিক 'বিনা নোটিসে তল্লাশি চালানো'র কথা উল্লেখ করলে মন্ত্রী তাঁকে সমর্থন করে জানান, তিনি চান সাংবাদিকরাই এই কথা বলুন ৷ তবে সিবিআই আধিকারিকদের প্রতি তাঁর অভিযোগ নেই ৷ এ প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, "সিবিআই (CBI) অফিসারদের আমি এক ইঞ্চি দোষ দিই না ৷ তাঁদের উপর রাজনৈতিক চাপ আছে ৷ তাই তাঁর বাধ্য হচ্ছেন ৷"

আরও পড়ুন: হালিশহর পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে উদ্ধার দেশি বন্দুক

তল্লাশিতে সিবিআই কিছু পেয়েছে কি না, তার উত্তরে মন্ত্রী বলেন, "পেলে কী করত, আপনারা জানেন না !" বিধায়াক সুবোধ অধিকারী জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে ৷ তাই মন্ত্রী পার্থ ভৌমিক যা বলার বলে দিয়েছেন ৷ তাঁর কোনও নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেনি সিবিআই (Central Bureau of Investigation) ৷ বীজপুরের বিধায়ক বলেন, "আমার এবং আমার স্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে ৷ কোথাও কিছু না পেয়ে প্রতিটি বাড়িতে 'NIL' লিখে আমাদের কাগজ জমা দিয়ে দিয়েছে ৷"

সেচমন্ত্রী এবং বিধায়ক দু'জনেই জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের এভাবে আটকানো যাবে না । মোদি সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূল সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে বলে বিনা নোটিসে সিবিআই, ইডি, আয়কর বিভাগকে কাজে লাগাচ্ছে । তাঁদের দাবি,মানুষের রায়ই শেষ কথা বলে। 2024 সালের লোকসভা নির্বাচনে তা আরও একবার পরিষ্কার হয়ে যাবে ।

আরও পড়ুন: 11 ঘণ্টা পর হালিশহর ছাড়ল সিবিআই, বিধায়কের উত্তরে সন্তুষ্ট নন আধিকারিকরা

Last Updated : Sep 5, 2022, 8:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.