ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে গাড়ি, মৃত 2 - road accident in barasat

নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়ি পিলারে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়ল গর্তে । দেগঙ্গায় দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক । মৃতদের নাম ইউসুফ আলি (30) ও আরিফুল ইসলাম মণ্ডল (35) ।

দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি
author img

By

Published : Aug 14, 2019, 4:32 AM IST

বারাসত, 14 অগাস্ট : নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়ি পিলারে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়ল গর্তে । দেগঙ্গায় দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক । গুরুতর আহত আরও দুই । তাঁদের প্রথমে ভর্তি করা হয় বারাসত জেলা হাসপাতালে । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ইউসুফ আলি (30) ও আরিফুল ইসলাম মণ্ডল (35) ।

মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বসিরহাট থেকে একটা চার চাকার ছোট গাড়ি বারাসতের দিকে আসছিল । গাড়িতে চালক-সহ চারজন যাত্রী ছিল । টাকি রোড ধরে দ্রুত গতিতেই আসছিল গাড়িটি । তখন বৃষ্টি হচ্ছিল । দ্রুত গতি ও বৃষ্টির ফলে দেগঙ্গার বিশ্বনাথপুর বটতলার কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডান দিকে থাকে একটা পিলারে গিয়ে ধাক্কা মারে । এরপর, রাস্তার ধারে একটা গর্তে উল্টে যায় । স্থানীয়রাই গাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় চার জনকে উদ্ধার করে । গুরুতর অবস্থায় চার জনকেই দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকেরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন । বাকী দু'জনকে নিয়ে আসা হয় বারাসত হাসপাতালে । পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে চার চাকার গাড়িটি আসার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে ।

বারাসত, 14 অগাস্ট : নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়ি পিলারে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়ল গর্তে । দেগঙ্গায় দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক । গুরুতর আহত আরও দুই । তাঁদের প্রথমে ভর্তি করা হয় বারাসত জেলা হাসপাতালে । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ইউসুফ আলি (30) ও আরিফুল ইসলাম মণ্ডল (35) ।

মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বসিরহাট থেকে একটা চার চাকার ছোট গাড়ি বারাসতের দিকে আসছিল । গাড়িতে চালক-সহ চারজন যাত্রী ছিল । টাকি রোড ধরে দ্রুত গতিতেই আসছিল গাড়িটি । তখন বৃষ্টি হচ্ছিল । দ্রুত গতি ও বৃষ্টির ফলে দেগঙ্গার বিশ্বনাথপুর বটতলার কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডান দিকে থাকে একটা পিলারে গিয়ে ধাক্কা মারে । এরপর, রাস্তার ধারে একটা গর্তে উল্টে যায় । স্থানীয়রাই গাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় চার জনকে উদ্ধার করে । গুরুতর অবস্থায় চার জনকেই দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকেরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন । বাকী দু'জনকে নিয়ে আসা হয় বারাসত হাসপাতালে । পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে চার চাকার গাড়িটি আসার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে ।

Intro:নিয়ন্ত্রন হারিয়ে চার চাকার গাড়ি পিলারে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়ল গর্তে।দেগঙ্গায় দুর্ঘটনায় প্রান হারালেন দুই যুবক। গুরুতর আহত আরও দুই যুবক। তাঁদের প্রথমে ভর্তি করা হয় বারাসত জেলা হাসপাতালে।পরে, পরিবারের লোক সেখান থেকে আহতদের স্থানান্তরিত করে নিয়ে যায় অন‍্য হাসপাতালে।Body:রাজু বিশ্বাস,বারাসত:-দ্রুত গতির চার চাকার গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল দু-জনের।গুরুতর জখম আরও দু-জন। পুলিশ জানিয়েছে,মৃতদের নাম ইউসুফ আলী (৩০)ও আরিফুল ইসলাম মন্ডল (৩৫)।আজ বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার বিশ্বনাথপুর বটতলা এলাকায়। দুর্ঘটনার পরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চার জনকে নিয়ে আসেন দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।সেখানেই দু-জনকে মৃত বলে ঘোষনা করা হয়। বাকী দু-জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় বারাসত হাসপাতালে।হাসপাতালের সুপার সুব্রত মন্ডল বলেন,"জখম দুই
যুবককে ভেন্টিলেশনে রাখা হয়েছে।তাদের চোট গুরুতর।আজ সন্ধ্যার পর জখম দুই যুবকের পরিবারের লোকজন তাদের স্থানান্তর করে নিয়ে গেছেন হাসপাতাল থেকে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ বিকেল চারটে নাগাদ বসিরহাট থেকে একটা চার চাকার ছোট গাড়ি বারাসতের দিকে আসছিল।গাড়িতে চালক সহ চারজন যাত্রী ছিল।টাকি রোড ধরে দ্রুত গতিতেই আসছিল গাড়িটি।সেই সময় বৃষ্টি হচ্ছিল। দ্রুত গতি ও বৃষ্টির ফলে দেগঙ্গার বিশ্বনাথপুর বটতলার কাছে হঠাতই চালক নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে রাস্তার ডান দিকে থাকে একটা সিমেন্টের পিলারে গিয়ে ধাক্কা মারে।এরপর,রাস্তার ধারে একটা গর্তে পাল্টি খেয়ে পড়ে যায়।বিকট শব্দ পেয়ে স্থানীয়রাই এসে গাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় চার জনকে উদ্ধার করে।গুরুতর অবস্থায় চার জনকেই স্থানীয়রা নিয়ে আসেন দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।সেখানেই চিকিৎসকেরা দু-জনকে মৃত বলে ঘোষনা করেন। বাকী দু-জনকে নিয়ে আসা হয় বারাসত হাসপাতালে। পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে চার চাকার গাড়িটি আসার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা গ্রস্ত গাড়িটি আটক করে দেগঙ্গা থানায় নিয়ে আসা হয়েছে।আহত দু-জনের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।Conclusion:পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে গাড়িটি যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা গ্রস্ত গাড়িটি আটক করে দেগঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.