বারাসত, 14 অগাস্ট : নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়ি পিলারে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়ল গর্তে । দেগঙ্গায় দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক । গুরুতর আহত আরও দুই । তাঁদের প্রথমে ভর্তি করা হয় বারাসত জেলা হাসপাতালে । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ইউসুফ আলি (30) ও আরিফুল ইসলাম মণ্ডল (35) ।
মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বসিরহাট থেকে একটা চার চাকার ছোট গাড়ি বারাসতের দিকে আসছিল । গাড়িতে চালক-সহ চারজন যাত্রী ছিল । টাকি রোড ধরে দ্রুত গতিতেই আসছিল গাড়িটি । তখন বৃষ্টি হচ্ছিল । দ্রুত গতি ও বৃষ্টির ফলে দেগঙ্গার বিশ্বনাথপুর বটতলার কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডান দিকে থাকে একটা পিলারে গিয়ে ধাক্কা মারে । এরপর, রাস্তার ধারে একটা গর্তে উল্টে যায় । স্থানীয়রাই গাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় চার জনকে উদ্ধার করে । গুরুতর অবস্থায় চার জনকেই দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকেরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন । বাকী দু'জনকে নিয়ে আসা হয় বারাসত হাসপাতালে । পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে চার চাকার গাড়িটি আসার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে ।