ETV Bharat / state

Arjun Ram Meghwal on CAA: সিএএ লাগু হবেই, ঠাকুরবাড়ির রাস উৎসবে যোগ দিয়ে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর - শুভেন্দু অধিকারী

রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (Amended Citizenship Act) লাগু হবে (CAA will Implement in West Bengal) ৷ ঠাকুরবাড়ির রাস উৎসবে এসে আরও এক কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিশ্রুতি ৷ মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গে তিনি একথা বলেন ৷

caa-will-implement-in-west-bengal-says-minister-arjun-ram-meghwal
CAA will Implement in West Bengal Says Minister Arjun Ram Meghwal
author img

By

Published : Nov 7, 2022, 7:40 PM IST

ঠাকুরনগর, 7 নভেম্বর: ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মতুয়াদের ধর্মীয় অনুষ্ঠানে এসে সিএএ লাগু করার প্রতিশ্রুতি আরও এক কেন্দ্রীয় মন্ত্রীর ৷ কেন্দ্রীয় সাংস্কৃতিক ও সংসদীয় মন্ত্রালয়ের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal) জানালেন, পশ্চিমবঙ্গে সিএএ লাগু হবেই (CAA will implement in West Bengal) ৷ প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান মেঘওয়াল ৷ প্রসঙ্গত, গুজরাতে সম্প্রতি সিএএ লাগু করে সংখ্যালুঘদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে ৷ যা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, "এক যাত্রায় পৃথক ফল হয় না ৷ গুজরাতের পর রাজ্যেও সিএএ লাগু হবে ৷"

এ দিন অর্জুন রাম মেঘওয়াল বলেন, "কেন্দ্রীয় সরকার চায় মতুয়াদের নাগরিকত্ব দিতে ৷ সেই কারণে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হয়েছে ৷ রুলস ফ্রেম করতে কিছু টেকনিক্যালি সমস্যা আছে ৷ সেগুলোকে দূর করা হচ্ছে ৷ নাগরিকত্ব দেওয়া হবে ৷ কিন্তু কিছুটা সময় লাগছে ৷" পাশাপাশি, পশ্চিমবঙ্গে সিএএ লাগু করা নিয়ে সমস্যার বিষয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার আইন তৈরি করেছে ৷ রাজ্যের সমস্যা থাকলে, প্রয়োজনে তা সমাধান করা হবে ৷"

আরও পড়ুন: এক যাত্রায় তো পৃথক ফল হয় না, রাজ্যেও চালু হবে সিএএ: শুভেন্দু

উল্লেখ্য, গত মাসের শেষদিকে গুজরাতে সংশোধিত নাগরিকত্ব আইন (Amended Citizenship Act) প্রয়োগ করে বেশ কয়েকজন সংখ্যালঘুকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল ৷ এ নিয়ে বিরোধী দলনেতা বলেছিলেন, "সংসদের উভয় কক্ষে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হয়ে, তা আইনে পরিণত হয়েছে ৷ গুজরাতে এই আইন চালু হয়ে গিয়েছে ৷ এ বার পশ্চিমবঙ্গেও হবে ৷ এক যাত্রায় পৃথক ফল হয় না ৷ এর ফলে মতুয়া ও নমঃশূদ্ররাও সুবিধা পাবেন ৷" আর তার পরেই এ দিন ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে ফের একবার রাজ্যে সিএএ লাগু করার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

সিএএ লাগু হবে, ঠাকুরবাড়ির রাস উৎসবে বার্তা মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের

আরও পড়ুন: রাজ্য সিএএ লাগু হওয়ার সম্ভাবনা কম, শুভেন্দুর উলটো সুর দিলীপের

রাস উৎসব উপলক্ষে সর্বভারতীয় মতুয়া মহাসংঘের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠান চলছে উত্তর 24 পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ৷ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় মতুয়া মহা সংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের আমন্ত্রণে এদিন ঠাকুরবাড়িতে আসেন অর্জুন রাম মেঘওয়াল ৷

ঠাকুরনগর, 7 নভেম্বর: ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মতুয়াদের ধর্মীয় অনুষ্ঠানে এসে সিএএ লাগু করার প্রতিশ্রুতি আরও এক কেন্দ্রীয় মন্ত্রীর ৷ কেন্দ্রীয় সাংস্কৃতিক ও সংসদীয় মন্ত্রালয়ের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal) জানালেন, পশ্চিমবঙ্গে সিএএ লাগু হবেই (CAA will implement in West Bengal) ৷ প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান মেঘওয়াল ৷ প্রসঙ্গত, গুজরাতে সম্প্রতি সিএএ লাগু করে সংখ্যালুঘদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে ৷ যা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, "এক যাত্রায় পৃথক ফল হয় না ৷ গুজরাতের পর রাজ্যেও সিএএ লাগু হবে ৷"

এ দিন অর্জুন রাম মেঘওয়াল বলেন, "কেন্দ্রীয় সরকার চায় মতুয়াদের নাগরিকত্ব দিতে ৷ সেই কারণে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হয়েছে ৷ রুলস ফ্রেম করতে কিছু টেকনিক্যালি সমস্যা আছে ৷ সেগুলোকে দূর করা হচ্ছে ৷ নাগরিকত্ব দেওয়া হবে ৷ কিন্তু কিছুটা সময় লাগছে ৷" পাশাপাশি, পশ্চিমবঙ্গে সিএএ লাগু করা নিয়ে সমস্যার বিষয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার আইন তৈরি করেছে ৷ রাজ্যের সমস্যা থাকলে, প্রয়োজনে তা সমাধান করা হবে ৷"

আরও পড়ুন: এক যাত্রায় তো পৃথক ফল হয় না, রাজ্যেও চালু হবে সিএএ: শুভেন্দু

উল্লেখ্য, গত মাসের শেষদিকে গুজরাতে সংশোধিত নাগরিকত্ব আইন (Amended Citizenship Act) প্রয়োগ করে বেশ কয়েকজন সংখ্যালঘুকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল ৷ এ নিয়ে বিরোধী দলনেতা বলেছিলেন, "সংসদের উভয় কক্ষে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হয়ে, তা আইনে পরিণত হয়েছে ৷ গুজরাতে এই আইন চালু হয়ে গিয়েছে ৷ এ বার পশ্চিমবঙ্গেও হবে ৷ এক যাত্রায় পৃথক ফল হয় না ৷ এর ফলে মতুয়া ও নমঃশূদ্ররাও সুবিধা পাবেন ৷" আর তার পরেই এ দিন ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে ফের একবার রাজ্যে সিএএ লাগু করার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

সিএএ লাগু হবে, ঠাকুরবাড়ির রাস উৎসবে বার্তা মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের

আরও পড়ুন: রাজ্য সিএএ লাগু হওয়ার সম্ভাবনা কম, শুভেন্দুর উলটো সুর দিলীপের

রাস উৎসব উপলক্ষে সর্বভারতীয় মতুয়া মহাসংঘের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠান চলছে উত্তর 24 পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ৷ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় মতুয়া মহা সংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের আমন্ত্রণে এদিন ঠাকুরবাড়িতে আসেন অর্জুন রাম মেঘওয়াল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.