ETV Bharat / state

বসিরহাটে পোল্ট্রি ব্যবসায়ীকে গুলি করে খুন - পোলট্রি ব্যবসায়ী খুন

আমডাঙার পর বসিরহাট । এক পোলট্রি ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুই দুষ্কৃতী ।

ছবি
ছবি
author img

By

Published : May 16, 2020, 4:23 PM IST

বসিরহাট, 16 মে : আমডাঙার পর বসিরহাট । আজ সকালে পোল্ট্রি ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা । গতকাল রাতে উত্তর 24 পরগনার আমডাঙায় দুই ভাইকে গুলি করে খুন করা হয়েছে । রাত পোহাতেই বসিরহাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের চাঁপাপুকুর রোড কলেজপাড়ায় পোল্ট্রি ব্যবসায়ীকে গুলি করে খুন । পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম শুভঙ্কর দাস (27)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুভঙ্কর কলেজপাড়া এলাকায় পোল্ট্রি মুরগির মাংসের দোকান করেছিলেন। আজ সকাল সাড়ে 7টা নাগাদ দোকান খোলেন । দোকান খুলতেই দুই দুষ্কৃতী মোটরবাইকে করে সেখানে চড়াও হয় । প্রথমে কোনও বিষয় নিয়ে শুভঙ্করের সঙ্গে ওই দুষ্কৃতীদের বচসা শুরু হয় । তারপরই তারা আচমকা পকেট থেকে রিভলবার বের করে শুভঙ্করকে পরপর তিনটি গুলি চালায় । তবে কেন পোল্ট্রি ব্যবসায়ীকে খুন করা হল তা এখনও স্পষ্ট নয় ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরোনো শত্রুতার বদলা নিতেই শুভঙ্করকে দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে । পুলিশ জানিয়েছে, শুভঙ্করের বিরুদ্ধেও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে । সমাজ বিরোধীদের সঙ্গে শুভঙ্করের মেলামেশা ছিল । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে । এই ঘটনায় কলেজপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । আমডাঙার জোড়া খুনের পর রাত পোহাতেই বসিরহাটের খুন । ফলে জেলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে ।

বসিরহাট, 16 মে : আমডাঙার পর বসিরহাট । আজ সকালে পোল্ট্রি ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা । গতকাল রাতে উত্তর 24 পরগনার আমডাঙায় দুই ভাইকে গুলি করে খুন করা হয়েছে । রাত পোহাতেই বসিরহাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের চাঁপাপুকুর রোড কলেজপাড়ায় পোল্ট্রি ব্যবসায়ীকে গুলি করে খুন । পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম শুভঙ্কর দাস (27)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুভঙ্কর কলেজপাড়া এলাকায় পোল্ট্রি মুরগির মাংসের দোকান করেছিলেন। আজ সকাল সাড়ে 7টা নাগাদ দোকান খোলেন । দোকান খুলতেই দুই দুষ্কৃতী মোটরবাইকে করে সেখানে চড়াও হয় । প্রথমে কোনও বিষয় নিয়ে শুভঙ্করের সঙ্গে ওই দুষ্কৃতীদের বচসা শুরু হয় । তারপরই তারা আচমকা পকেট থেকে রিভলবার বের করে শুভঙ্করকে পরপর তিনটি গুলি চালায় । তবে কেন পোল্ট্রি ব্যবসায়ীকে খুন করা হল তা এখনও স্পষ্ট নয় ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরোনো শত্রুতার বদলা নিতেই শুভঙ্করকে দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে । পুলিশ জানিয়েছে, শুভঙ্করের বিরুদ্ধেও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে । সমাজ বিরোধীদের সঙ্গে শুভঙ্করের মেলামেশা ছিল । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে । এই ঘটনায় কলেজপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । আমডাঙার জোড়া খুনের পর রাত পোহাতেই বসিরহাটের খুন । ফলে জেলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.