বনগাঁ, 13 অগাস্ট : অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টায় ধৃত যুবক ৷ ঘটনাটি মঙ্গলবার রাতে পেট্রাপোল সীমান্তের ঘটনা ৷ ধৃত যুবকের নাম অজিত বাগচি ৷ গাইঘাটার বাসিন্দা ৷ বদলেছে চোরাপথে অনুপ্রবেশের ধরণ ৷ রাতের অন্ধকারে পণ্যবাহী মালগাড়ির ভিতরে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা গেছে ৷ অবশেষে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে ৷
রেল পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একটি মালগাড়ি পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ৷ পেট্রাপোল স্টেশনে দাঁড়ানোর পর BSF-র 179 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা রুটিন তল্লাশি শুরু করে ৷ সেই সময় দেখা যায়, এক যুবক একটি কামরার মধ্যে ঢুকে বসে আছে ৷ তাকে সঙ্গে সঙ্গে আটক করা হয় ৷
জিজ্ঞাসাবাদের জন্য তাকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ রেল পুলিশ জানিয়েছে, ধৃত যুবক বছর তিনেক আগে চোরা পথে বাংলাদেশে গিয়েছিল ৷ সেখান থেকে ভারতে ফিরছিল ৷ বুধবার তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় ৷ বিচারক তাকে 14 দিন জেল হেপাজতে রাখার নির্দেশে দিয়েছে ৷
সম্প্রতি ভারত বাংলাদেশে চোরাকারবার ও চোরা পারাপার বেড়ে চলেছে ৷ তা রুখতে BSF কঠোর নজরদারি শুরু করেছে ৷ চোরা পাচারকারীরা তাদের কাজের ধরন বদলেছে ৷ জলের নীচ দিয়ে পণ্য পাচার করছে ৷ সোমবার গভীর রাতে বনগাঁর হরিদাসপুর এলাকায় ইছামতী নদী পথে জলের নীচ দিয়ে প্রায় সাড়ে 21 লাখ টাকার পণ্য পাচারের চেষ্টা করে পাচারকারীরা ৷ তা সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারিতে উদ্ধার হয় ৷ অন্যদিকে কাঁটাতারে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি বেড়ে যাওয়ায় পাচারকারী ও পারাপারকারীরা এখন রেল পথকে বেছে নিয়েছে ৷