ETV Bharat / state

border drugs smuggling : বসিরহাটে ইন্দো-বাংলাদেশ সীমান্তে ফের পাচার রুখল বিএসএফ, ধৃত 1 - বসিরহাট ইন্দো-বাংলাদেশ সীমান্ত

বসিরহাটে ইন্দো-বাংলাদেশ সীমান্তে ফের পাচার রুখল বিএসএফ ৷ ভিটামিন ট্যাবলেট পাচারের আগেই ধরা পড়েছে এক যুবক ৷ একই দিনে উদ্ধার হয়েছে গাঁজা এবং ফেন্সিডিলও ৷ তবে কাউকে গ্রেফতার গ্রেফতার করা যায়নি ৷ দু'টি ঘটনাই ঘটেছে বৃহস্পতিবার ৷

বসিরহাটে ফের পাচার রুখল বিএসএফ
বসিরহাটে ফের পাচার রুখল বিএসএফ
author img

By

Published : Jul 29, 2021, 4:05 PM IST

বসিরহাট, 29 জুলাই : ভিটামিন ট্যাবলেট-সহ আমদানি-রফতানি সংস্থার এক কর্মীকে আটক করলেন বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা‌ । বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে বৃহস্পতিবার আটক করা হয় রাকেশ সরকার নামে ওই কর্মীকে । বিএসএফ সূত্রে খবর, তার কাছ থেকে 26 প্যাকেট ভিটামিন ট্যাবলেট পাওয়া গিয়েছে, যার বাজারমূল্য প্রায় কুড়ি হাজার টাকা । বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই বিপুল পরিমাণ ওই ভিটামিন ট্যাবলেট মজুত করা হয়েছিল বলে অনুমান বিএসএফ কর্তৃপক্ষের । আটক কর্মীকে পরে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে গ্রেফতার করা হয় তাকে । এদিন এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই আবার সীমান্তের এই এলাকাতেই প্রায় পাঁচ কেজি গাঁজা এবং দুই কার্টুন ফেন্সিডিল বাজেয়াপ্ত হয়েছে ৷ তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি ৷

এদিন সকালে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত এলাকায় এক যুবককে পায়চারি করতে দেখে সন্দেহ হয় বিএসএফের টহলরত 153 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের । এগিয়ে যেতেই সে পালানোর চেষ্টা করে । তখনই ধরে আটক করা হয় তাকে । তল্লাশি চালিয়ে মেলে 26 প্যাকেট ভিটামিন ট্যাবলেট । ওই যুবককে জেরা করে বিএসএফের জওয়ানরা জানতে পারেন, সে আমদানি-রফতানি সংস্থার একজন কর্মী । পাচারের উদ্দেশ্যেই সে ওই ভিটামিন ট্যাবলেট মজুত করেছিল বলে প্রাথমিকভাবে মনে করছে বিএসএফ কর্তৃপক্ষ । বাজেয়াপ্ত হওয়া ভিটামিন ট্যাবলেট-সহ ওই যুবককে পরে তুলে দেওয়া হয় বসিরহাট থানার হাতে । যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।

যদিও ভিটামিন ট্যাবলেট মজুতের পিছনে অসৎ কোনও উদ্দেশ্য ছিল না বলে দাবি করেছে ধৃত রাকেশ সরকার । উল্টে তার জন্য সংস্থারই এক কর্মীর উপর দোষ চাপিয়েছে সে ৷ রাকেশের কথায়, "বাপি বিশ্বাস নামে সংস্থার একজন ভিটামিন ট্যাবলেটগুলো আমাকে বাড়িতে রাখতে বলেছিল । সেই মতো ট্যাবলেটগুলো বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম । তখনই বিএসএফ জওয়ানরা‌ আমাকে ধরে ৷ ট্যাবলেটগুলো কার কাছে পৌঁছে দিতে হবে, সেকথাও জানাবে বলেছিল সংস্থার ওই কর্মী । এর জন্য পাঁচশো টাকা দেবে বলেছিল ৷"

এদিকে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই একই জায়গায় প্রায় পাঁচ কেজি গাঁজা এবং দুই কার্টুন ফেন্সিডিল বাজেয়াপ্ত করে জওয়ানরা ৷ তবে কোনও পাচারকারীকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ । পরিস্থিতি বেগতিক বুঝেই পাচারকারীরা গাঁজা ও ফেন্সিডিল ফেলে পালিয়ে গিয়েছে বলে মনে করছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । বাজেয়াপ্ত হওয়া গাঁজা এবং ফেন্সিডিল তেঁতুলিয়ার শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বিএসএফ সূত্রে ৷

অন্যদিকে এই দু'টি ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচারচক্রের কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন : জলঙ্গিতে গ্রেফতার এক মহিলা-সহ 2, বাজেয়াপ্ত 25 লাখ টাকার ইয়াবা

বসিরহাট, 29 জুলাই : ভিটামিন ট্যাবলেট-সহ আমদানি-রফতানি সংস্থার এক কর্মীকে আটক করলেন বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা‌ । বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে বৃহস্পতিবার আটক করা হয় রাকেশ সরকার নামে ওই কর্মীকে । বিএসএফ সূত্রে খবর, তার কাছ থেকে 26 প্যাকেট ভিটামিন ট্যাবলেট পাওয়া গিয়েছে, যার বাজারমূল্য প্রায় কুড়ি হাজার টাকা । বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই বিপুল পরিমাণ ওই ভিটামিন ট্যাবলেট মজুত করা হয়েছিল বলে অনুমান বিএসএফ কর্তৃপক্ষের । আটক কর্মীকে পরে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে গ্রেফতার করা হয় তাকে । এদিন এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই আবার সীমান্তের এই এলাকাতেই প্রায় পাঁচ কেজি গাঁজা এবং দুই কার্টুন ফেন্সিডিল বাজেয়াপ্ত হয়েছে ৷ তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি ৷

এদিন সকালে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত এলাকায় এক যুবককে পায়চারি করতে দেখে সন্দেহ হয় বিএসএফের টহলরত 153 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের । এগিয়ে যেতেই সে পালানোর চেষ্টা করে । তখনই ধরে আটক করা হয় তাকে । তল্লাশি চালিয়ে মেলে 26 প্যাকেট ভিটামিন ট্যাবলেট । ওই যুবককে জেরা করে বিএসএফের জওয়ানরা জানতে পারেন, সে আমদানি-রফতানি সংস্থার একজন কর্মী । পাচারের উদ্দেশ্যেই সে ওই ভিটামিন ট্যাবলেট মজুত করেছিল বলে প্রাথমিকভাবে মনে করছে বিএসএফ কর্তৃপক্ষ । বাজেয়াপ্ত হওয়া ভিটামিন ট্যাবলেট-সহ ওই যুবককে পরে তুলে দেওয়া হয় বসিরহাট থানার হাতে । যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।

যদিও ভিটামিন ট্যাবলেট মজুতের পিছনে অসৎ কোনও উদ্দেশ্য ছিল না বলে দাবি করেছে ধৃত রাকেশ সরকার । উল্টে তার জন্য সংস্থারই এক কর্মীর উপর দোষ চাপিয়েছে সে ৷ রাকেশের কথায়, "বাপি বিশ্বাস নামে সংস্থার একজন ভিটামিন ট্যাবলেটগুলো আমাকে বাড়িতে রাখতে বলেছিল । সেই মতো ট্যাবলেটগুলো বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম । তখনই বিএসএফ জওয়ানরা‌ আমাকে ধরে ৷ ট্যাবলেটগুলো কার কাছে পৌঁছে দিতে হবে, সেকথাও জানাবে বলেছিল সংস্থার ওই কর্মী । এর জন্য পাঁচশো টাকা দেবে বলেছিল ৷"

এদিকে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই একই জায়গায় প্রায় পাঁচ কেজি গাঁজা এবং দুই কার্টুন ফেন্সিডিল বাজেয়াপ্ত করে জওয়ানরা ৷ তবে কোনও পাচারকারীকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ । পরিস্থিতি বেগতিক বুঝেই পাচারকারীরা গাঁজা ও ফেন্সিডিল ফেলে পালিয়ে গিয়েছে বলে মনে করছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । বাজেয়াপ্ত হওয়া গাঁজা এবং ফেন্সিডিল তেঁতুলিয়ার শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বিএসএফ সূত্রে ৷

অন্যদিকে এই দু'টি ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচারচক্রের কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন : জলঙ্গিতে গ্রেফতার এক মহিলা-সহ 2, বাজেয়াপ্ত 25 লাখ টাকার ইয়াবা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.