ETV Bharat / state

বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন, মেহেন্দি হাতে নিজেও দিলেন রক্ত দিলেন কনে - বিয়ের মণ্ডপে রক্তদান কনের

Blood Donation Camp: উত্তর 24 পরগনার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েত বাসিন্দা সঞ্চয়িতা রায়। নিজের বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করে এক প্রকার নজির গড়লেন কনে ৷ মেহেন্দি রাঙা হাত থেকে দিলেন রক্ত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 10:50 PM IST

বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন কনের

বনগাঁ, 14 ডিসেম্বর: নিজের বিয়ে উপলক্ষে বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করলেন কনে । বিয়ের আগের দিন মেহেন্দির রাঙা হাতে রক্ত দান করলেন উত্তর 24 পরগনার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েত বাসিন্দা সঞ্চয়িতা রায়।সেজে উঠেছে বিয়েবাড়ি। বিয়ের বাড়ির সেই প্যান্ডেল রক্ত দানের আয়োজন করেছেন সঞ্চয়িতা। বনগাঁ মহকুমা হাসপাতালে ব্লাডব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। বিয়ে উপলক্ষে বনগাঁয় এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন বেল জানানো হয়েছে বনগাঁ ব্লাডব্য়াংকের পক্ষ থেকে ৷

কেন হঠাৎ নিজের বিয়েতে রক্তদানের আয়োজন করেছেন সঞ্চয়িতা ৷ সেই প্রসঙ্গেই তিনি বলেন, "কয়েক বছর আগে বাইক দুর্ঘটনায় দাদার মৃত্যু হয়েছিল। সেই সময় রক্ত পেতে অসুবিধা হয়েছিল । তারপর এক আত্মীয়ের অপারেশনের জন্য রক্ত জোগাড় করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয় ৷" তারপরই সঞ্চয়িতা ও তাঁর মা একসঙ্গে ঠিক করেন তাঁর বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। সেই মতো বিয়ের আগের দিন বাড়িতে রক্তদান শিবিরের অয়োজন করেছে রায় পরিবার। সঞ্চয়িতার কথায়, "বিয়ে অনুষ্ঠানে অনেক মানুষের সমগাম হয় । বিয়ে অনুষ্ঠানে যদি এই ভাবে রক্তদান শিবিরের আয়োজন করা যায় তাহলে রক্তের সংকট অনেকটা মিটানো যাবে।"

সঞ্চয়িতার এই ভাবনার প্রশংসা করছেন সকলেই ৷ তার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে বনগাঁ ব্লাডব্যাঙ্ক । বনগাঁ ব্লাড ব্যাংকের ইনচার্জ ডা: গোপাল পোদ্দার বলেন, "বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে বনগাঁয়। কিন্তু বিয়ে বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন এই প্রথম। আমরা অনেকদিন ধরেই বিয়ে বাড়িতে রক্তদান শিবির যাতে করা যায় সেই প্রচেষ্টা করছিলাম । সঞ্চয়িতার উদ্যোগে সেই প্রচেষ্টা সফল হল। এভাবে যদি সামাজিক অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করা যায় তাহলে বিভিন্ন সময় যে রক্ত সঙ্কট দেখা যায় সেই সঙ্কট মেটানো যাবে। সঞ্চয়িতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষ ।

আরও পড়ুন:

  1. সংকটের দিনে রোগীদের বাঁচাতে রক্তদাতা হাসপাতালের সুপার, চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা
  2. অন্ধকারে আলোর উৎস, মানব সেবায় রক্তদান 100 দৃষ্টিহীন যুবক-যুবতীর
  3. তৃণমূলের রক্তদান শিবির বিজেপি নেতার বাড়িতে ! দু'পক্ষকেই নিশানা বামেদের

বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন কনের

বনগাঁ, 14 ডিসেম্বর: নিজের বিয়ে উপলক্ষে বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করলেন কনে । বিয়ের আগের দিন মেহেন্দির রাঙা হাতে রক্ত দান করলেন উত্তর 24 পরগনার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েত বাসিন্দা সঞ্চয়িতা রায়।সেজে উঠেছে বিয়েবাড়ি। বিয়ের বাড়ির সেই প্যান্ডেল রক্ত দানের আয়োজন করেছেন সঞ্চয়িতা। বনগাঁ মহকুমা হাসপাতালে ব্লাডব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। বিয়ে উপলক্ষে বনগাঁয় এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন বেল জানানো হয়েছে বনগাঁ ব্লাডব্য়াংকের পক্ষ থেকে ৷

কেন হঠাৎ নিজের বিয়েতে রক্তদানের আয়োজন করেছেন সঞ্চয়িতা ৷ সেই প্রসঙ্গেই তিনি বলেন, "কয়েক বছর আগে বাইক দুর্ঘটনায় দাদার মৃত্যু হয়েছিল। সেই সময় রক্ত পেতে অসুবিধা হয়েছিল । তারপর এক আত্মীয়ের অপারেশনের জন্য রক্ত জোগাড় করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয় ৷" তারপরই সঞ্চয়িতা ও তাঁর মা একসঙ্গে ঠিক করেন তাঁর বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। সেই মতো বিয়ের আগের দিন বাড়িতে রক্তদান শিবিরের অয়োজন করেছে রায় পরিবার। সঞ্চয়িতার কথায়, "বিয়ে অনুষ্ঠানে অনেক মানুষের সমগাম হয় । বিয়ে অনুষ্ঠানে যদি এই ভাবে রক্তদান শিবিরের আয়োজন করা যায় তাহলে রক্তের সংকট অনেকটা মিটানো যাবে।"

সঞ্চয়িতার এই ভাবনার প্রশংসা করছেন সকলেই ৷ তার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে বনগাঁ ব্লাডব্যাঙ্ক । বনগাঁ ব্লাড ব্যাংকের ইনচার্জ ডা: গোপাল পোদ্দার বলেন, "বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে বনগাঁয়। কিন্তু বিয়ে বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন এই প্রথম। আমরা অনেকদিন ধরেই বিয়ে বাড়িতে রক্তদান শিবির যাতে করা যায় সেই প্রচেষ্টা করছিলাম । সঞ্চয়িতার উদ্যোগে সেই প্রচেষ্টা সফল হল। এভাবে যদি সামাজিক অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করা যায় তাহলে বিভিন্ন সময় যে রক্ত সঙ্কট দেখা যায় সেই সঙ্কট মেটানো যাবে। সঞ্চয়িতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষ ।

আরও পড়ুন:

  1. সংকটের দিনে রোগীদের বাঁচাতে রক্তদাতা হাসপাতালের সুপার, চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা
  2. অন্ধকারে আলোর উৎস, মানব সেবায় রক্তদান 100 দৃষ্টিহীন যুবক-যুবতীর
  3. তৃণমূলের রক্তদান শিবির বিজেপি নেতার বাড়িতে ! দু'পক্ষকেই নিশানা বামেদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.