ETV Bharat / state

"কাগজ দেখাব না", বিয়ের আসরে NRC-র বিরুদ্ধে প্রতিবাদ নবদম্পতির

author img

By

Published : Feb 9, 2020, 9:41 PM IST

বর-কনে দু'জনের হাতেই রয়েছে নো NRC, নো CAA লেখা প্ল্যাকার্ড ৷ মেনুতে লেখা, 'কাগজ আমরা দেখাব না ৷'

basirhat
তৃণমূল কাউন্সিলর ইলিয়াস সর্দার

বসিরহাট, 9 ফেব্রুয়ারি : বিয়ের আসরেই CAA ও NRC-র বিরুদ্ধে প্রতিবাদ ৷ নো NRC, নো CAA প্ল্যাকার্ড হাতে নবদম্পতি ৷ বিয়েবাড়ির মেনুকার্ডে লেখা, 'কাগজ আমরা দেখাব না' ৷

বসিরহাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলিয়াস সর্দারের সঙ্গে গতকাল বিয়ে হয় মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূলের সদস্য হোসনে আরা বুলবুলের ৷ আর এই বিয়ের আসরকেই CAA ও NRC বিরোধী প্রতিবাদের অভিনব মঞ্চের রূপ দিলেন নবদম্পতি ৷

বিয়ের মূল মঞ্চে বড় বড় অক্ষরে লেখা রয়েছে নো NRC, নো CAA, নো NPR । এমনকী মেনুকার্ডেও রয়েছে CAA বিরোধী বার্তা । এই নিয়ে কৌতূহলেরও শেষ নেই আমন্ত্রিত অতিথিদের ৷ কেউ কানে কানে ফিসফিস, কেউ আবার চোখে চোখ রেখে ইশারায়, সবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই প্রতিবাদ ৷

CAA বিরোধী প্রতিবাদে নবদম্পতি

কিন্তু কেন এই পরিকল্পনা ? কী বলছেন নবদম্পতি ?

নবদম্পতি বলছেন, "আজ থেকে আমাদের একসঙ্গে জীবনের পথ চলা শুরু । আজ থেকে আমাদের নতুন শপথ । আজ থেকে NRC ও CAA-র বিরোধিতায় আমরা মানুষকে সচেতন করার আন্দোলনও চালিয়ে যাব ।" কয়েক মাস পরেই বসিরহাট পৌরসভার ভোট । তাহলে কি বিয়ের আসর থেকে ভোটের প্রচারের কৌশলটা সেরে নিলেন কাউন্সিলর ? এই নিয়ে ইতিমধ্যে জল্পনাও শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশে ৷

বসিরহাট, 9 ফেব্রুয়ারি : বিয়ের আসরেই CAA ও NRC-র বিরুদ্ধে প্রতিবাদ ৷ নো NRC, নো CAA প্ল্যাকার্ড হাতে নবদম্পতি ৷ বিয়েবাড়ির মেনুকার্ডে লেখা, 'কাগজ আমরা দেখাব না' ৷

বসিরহাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলিয়াস সর্দারের সঙ্গে গতকাল বিয়ে হয় মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূলের সদস্য হোসনে আরা বুলবুলের ৷ আর এই বিয়ের আসরকেই CAA ও NRC বিরোধী প্রতিবাদের অভিনব মঞ্চের রূপ দিলেন নবদম্পতি ৷

বিয়ের মূল মঞ্চে বড় বড় অক্ষরে লেখা রয়েছে নো NRC, নো CAA, নো NPR । এমনকী মেনুকার্ডেও রয়েছে CAA বিরোধী বার্তা । এই নিয়ে কৌতূহলেরও শেষ নেই আমন্ত্রিত অতিথিদের ৷ কেউ কানে কানে ফিসফিস, কেউ আবার চোখে চোখ রেখে ইশারায়, সবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই প্রতিবাদ ৷

CAA বিরোধী প্রতিবাদে নবদম্পতি

কিন্তু কেন এই পরিকল্পনা ? কী বলছেন নবদম্পতি ?

নবদম্পতি বলছেন, "আজ থেকে আমাদের একসঙ্গে জীবনের পথ চলা শুরু । আজ থেকে আমাদের নতুন শপথ । আজ থেকে NRC ও CAA-র বিরোধিতায় আমরা মানুষকে সচেতন করার আন্দোলনও চালিয়ে যাব ।" কয়েক মাস পরেই বসিরহাট পৌরসভার ভোট । তাহলে কি বিয়ের আসর থেকে ভোটের প্রচারের কৌশলটা সেরে নিলেন কাউন্সিলর ? এই নিয়ে ইতিমধ্যে জল্পনাও শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশে ৷

Intro:বিয়ের মঞ্চ থেকে এনআরসি বিরোধী বার্তা নবদম্পতির

বসিরহাটঃ এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ বিয়ের মঞ্চেই। হাতে নো এনআরসি, নো সিএএ নো এনপিআর প্ল্যাকার্ড। নবদম্পতির অভিনব প্রতিবাদের ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে।

বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলিয়াস সর্দার ও মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূলের সদস্য হোসনে আরা বুলবুলের চার হাত শনিবার জুড়ে গেল। আর বিয়ের মঞ্চেই নবদম্পতি এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বেনজির প্রতিবাদে সামিল হলেন। সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে গোটা দেশ তোলপাড়। ঠিক সেই সময় ইলিয়াস ও হোসনে আরা তাঁদের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত আত্মীয়-স্বজনকে সচেতন করতে অভিনব পরিকল্পনা করেন। বিয়ের মূল মঞ্চের পিছনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে নো এনআরসি, নো সিএএ ও নো এনপিআর। এমনকী মেনুকার্ডেও এনআরসি বিরোধী বার্তা।
কেন এমন পরিকল্পনা? বিয়েবাড়িতে আগত আত্মীয়-স্বজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মনে কৌতূহল। নবদম্পতিকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। কানে কানে ফিসফিস, কেউ আবার চোখে চোখ রেখে ইশারায় কথা বলা। সব মিলিয়ে এই বিয়ে বাড়ি হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু।

বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াস সরদার জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতিও বটে। তাঁর সাথে শনিবার বিয়ে হল বহরমপুর জেলা আদালতের সরকারি আইনজীবী হোসনে আরা বুলবুলের। তিনি আবার জেলা পরিষদেরও সদস্য। নবদম্পতি জানালেন, আজ থেকে আমাদের একসাথে জীবনের পথ চলা শুরু হল। আজ থেকে আমাদের নতুন শপথ। আজ থেকে এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় আমরা মানুষকে সচেতন করার আন্দোলনও চালিয়ে যাব। সবমিলিয়ে আজকের এই বিয়ের অনুষ্ঠান হয়ে উঠল প্রতিবাদের মঞ্চ। নবদম্পতির অভিনব এই প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন বসিরহাটের আমআদমিও। কয়েক মাস পরে বসিরহাট পৌরসভার ভোট। তাহলে কি বিয়ের আসর থেকে প্রচারের কৌশলটা সেরে নিলেন কাউন্সিলর ইলিয়াস? গুঞ্জন রাজনৈতিক মহলে। Body:বিয়ের মঞ্চ থেকে এনআরসি বিরোধী বার্তা নবদম্পতির

বসিরহাটঃ এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ বিয়ের মঞ্চেই। হাতে নো এনআরসি, নো সিএএ নো এনপিআর প্ল্যাকার্ড। নবদম্পতির অভিনব প্রতিবাদের ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে।

বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলিয়াস সর্দার ও মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূলের সদস্য হোসনে আরা বুলবুলের চার হাত শনিবার জুড়ে গেল। আর বিয়ের মঞ্চেই নবদম্পতি এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বেনজির প্রতিবাদে সামিল হলেন। সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে গোটা দেশ তোলপাড়। ঠিক সেই সময় ইলিয়াস ও হোসনে আরা তাঁদের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত আত্মীয়-স্বজনকে সচেতন করতে অভিনব পরিকল্পনা করেন। বিয়ের মূল মঞ্চের পিছনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে নো এনআরসি, নো সিএএ ও নো এনপিআর। এমনকী মেনুকার্ডেও এনআরসি বিরোধী বার্তা।
কেন এমন পরিকল্পনা? বিয়েবাড়িতে আগত আত্মীয়-স্বজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মনে কৌতূহল। নবদম্পতিকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। কানে কানে ফিসফিস, কেউ আবার চোখে চোখ রেখে ইশারায় কথা বলা। সব মিলিয়ে এই বিয়ে বাড়ি হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু।

বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াস সরদার জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতিও বটে। তাঁর সাথে শনিবার বিয়ে হল বহরমপুর জেলা আদালতের সরকারি আইনজীবী হোসনে আরা বুলবুলের। তিনি আবার জেলা পরিষদেরও সদস্য। নবদম্পতি জানালেন, আজ থেকে আমাদের একসাথে জীবনের পথ চলা শুরু হল। আজ থেকে আমাদের নতুন শপথ। আজ থেকে এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় আমরা মানুষকে সচেতন করার আন্দোলনও চালিয়ে যাব। সবমিলিয়ে আজকের এই বিয়ের অনুষ্ঠান হয়ে উঠল প্রতিবাদের মঞ্চ। নবদম্পতির অভিনব এই প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন বসিরহাটের আমআদমিও। কয়েক মাস পরে বসিরহাট পৌরসভার ভোট। তাহলে কি বিয়ের আসর থেকে প্রচারের কৌশলটা সেরে নিলেন কাউন্সিলর ইলিয়াস? গুঞ্জন রাজনৈতিক মহলে। Conclusion:বিয়ের মঞ্চ থেকে এনআরসি বিরোধী বার্তা নবদম্পতির

বসিরহাটঃ এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ বিয়ের মঞ্চেই। হাতে নো এনআরসি, নো সিএএ নো এনপিআর প্ল্যাকার্ড। নবদম্পতির অভিনব প্রতিবাদের ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে।

বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলিয়াস সর্দার ও মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূলের সদস্য হোসনে আরা বুলবুলের চার হাত শনিবার জুড়ে গেল। আর বিয়ের মঞ্চেই নবদম্পতি এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বেনজির প্রতিবাদে সামিল হলেন। সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে গোটা দেশ তোলপাড়। ঠিক সেই সময় ইলিয়াস ও হোসনে আরা তাঁদের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত আত্মীয়-স্বজনকে সচেতন করতে অভিনব পরিকল্পনা করেন। বিয়ের মূল মঞ্চের পিছনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে নো এনআরসি, নো সিএএ ও নো এনপিআর। এমনকী মেনুকার্ডেও এনআরসি বিরোধী বার্তা।
কেন এমন পরিকল্পনা? বিয়েবাড়িতে আগত আত্মীয়-স্বজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মনে কৌতূহল। নবদম্পতিকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। কানে কানে ফিসফিস, কেউ আবার চোখে চোখ রেখে ইশারায় কথা বলা। সব মিলিয়ে এই বিয়ে বাড়ি হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু।

বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াস সরদার জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতিও বটে। তাঁর সাথে শনিবার বিয়ে হল বহরমপুর জেলা আদালতের সরকারি আইনজীবী হোসনে আরা বুলবুলের। তিনি আবার জেলা পরিষদেরও সদস্য। নবদম্পতি জানালেন, আজ থেকে আমাদের একসাথে জীবনের পথ চলা শুরু হল। আজ থেকে আমাদের নতুন শপথ। আজ থেকে এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় আমরা মানুষকে সচেতন করার আন্দোলনও চালিয়ে যাব। সবমিলিয়ে আজকের এই বিয়ের অনুষ্ঠান হয়ে উঠল প্রতিবাদের মঞ্চ। নবদম্পতির অভিনব এই প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন বসিরহাটের আমআদমিও। কয়েক মাস পরে বসিরহাট পৌরসভার ভোট। তাহলে কি বিয়ের আসর থেকে প্রচারের কৌশলটা সেরে নিলেন কাউন্সিলর ইলিয়াস? গুঞ্জন রাজনৈতিক মহলে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.