ETV Bharat / state

Blast in Duttapukur: বিস্ফোরণের পর থেকেই খোঁজ নেই পাঁচ বছরের শিশুর , চিন্তায় পরিবার - child missing after Blast in Duttapukur

দত্তপুকুরের মোচপোলে এক বেআইনি বাজি কারখানায় রবিবার বিস্ফোরণের পর থেকেই খোঁজ মিলছে না পাঁচ বছরের এক বালকের ৷ তার সন্ধান চালাচ্ছে পরিবার ৷

Blast in Duttapukur
বিস্ফোরণস্থলের ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 3:42 PM IST

Updated : Aug 27, 2023, 10:59 PM IST

নিখোঁজ শিশুর পিসির বক্তব্য

দত্তপুকুর, 27 অগস্ট: দত্তপুকুরের মোচপোলে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ সবকিছু ওলটপালট করে দিয়েছে । রবিবারের এই বিস্ফোরণে কমপক্ষে 7 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে ৷ বিস্ফোরণস্থল জুড়ে এখন শুধুই হাহাকার এবং আর্তনাদ । ধ্বংসস্তূপ সরিয়ে চলছে হতাহতদের খোঁজে চলছে সন্ধানকাজ । তারই মধ্যে সাড়ে পাঁচ বছরের এক বালকের সন্ধান পাচ্ছেন না এলাকার একটি পরিবারের লোকেরা । জানা গিয়েছে, রবিবার সকালে ঘটনার পর থেকেই নিখোঁজ ওই বাচ্চাটি ৷

এদিন ঘটনাস্থলে এসে ওই শিশুর সন্ধান পাওয়ার চেষ্টা করেন তার পিসি মিনায়ারা বিবি । যদিও পাঁচ বছরের ওই শিশুটির কোনও খোঁজ পাননি মিনায়ারা । খোঁজ না পেয়ে একসময় কান্নায় ভেঙে পড়েন তিনি । জানা গিয়েছে, যে বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার একেবারে লাগোয়া বাড়িটিই ইমাম হোসেনের । সম্পর্কে মিনায়ারার ভাই হন তিনি । বিস্ফোরণে তাঁর বাড়িটিও ব‍্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । তার জেরে শিশুটির কোনও প্রাণহানি হয়েছে কিনা অথবা পরিবারের কারোর আহত হওয়ার ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয় কারও কাছে ।

তবে শুধু ইমাম হোসেনের বাড়িই নয়, আশপাশের আরও তিন-চারটে বাড়িরও ক্ষতি হয়েছে বিস্ফোরণের তীব্রতায় । পাকা বাড়ির দেওয়াল ফেটে ভেঙে চৌচির হয়ে গিয়েছে । এতটাই ছিল বিস্ফোরণের তীব্রতা । স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের জেরে হতাহতরা এদিক-ওদিক ছিটকে পড়েন । কারও দেহ ছিটকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে পড়ে । এরকম পরিস্থিতিতে ভয়াবহ বিস্ফোরণের এই ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বেআইনি বাজি কারখানা নিয়ে প্রশাসনের কাছে দরবার করেছিলেন এলাকাবাসী ৷ কিন্তু তারপরও কোনও শিক্ষা নেওয়া হয়নি বলে অভিযোগ । যার ফলস্বরূপ এই ঘটনা বলেই মনে করছেন স্থানীয় লোকজন ।

আরও পড়ুন: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, এদিক ওদিক ছিটকে দেহাংশ! মৃতের সংখ্যা ঘিরে সংশয়

এই বিস্ফোরণে 7 জনের মৃত্যুর খবর মিললেও মৃত্যুর খবর সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । এসবের মধ্যেই ওই শিশুর পরিবারকে যে বিষয়টি সবচেয়ে ভাবাচ্ছে তা হল পাঁচ বছরের ওই বাচ্চার সন্ধান না মেলা । এই বিষয়ে শিশুর পিসি মিনায়ারা বিবি বলেন ,"বিস্ফোরণের পর থেকেই কোনও খোঁজ পাচ্ছি না ভাইপোর । এখানে এসেও ওর সন্ধান পাওয়া যায়নি । আমরা খুব চিন্তায় রয়েছি । কোনও বিপদ হলনা তো ভাইপার । এখন হাসপাতালে গিয়ে দেখব ওখানে ভাইপো-কে নিয়ে যাওয়া হয়েছে কি না ।"

নিখোঁজ শিশুর পিসির বক্তব্য

দত্তপুকুর, 27 অগস্ট: দত্তপুকুরের মোচপোলে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ সবকিছু ওলটপালট করে দিয়েছে । রবিবারের এই বিস্ফোরণে কমপক্ষে 7 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে ৷ বিস্ফোরণস্থল জুড়ে এখন শুধুই হাহাকার এবং আর্তনাদ । ধ্বংসস্তূপ সরিয়ে চলছে হতাহতদের খোঁজে চলছে সন্ধানকাজ । তারই মধ্যে সাড়ে পাঁচ বছরের এক বালকের সন্ধান পাচ্ছেন না এলাকার একটি পরিবারের লোকেরা । জানা গিয়েছে, রবিবার সকালে ঘটনার পর থেকেই নিখোঁজ ওই বাচ্চাটি ৷

এদিন ঘটনাস্থলে এসে ওই শিশুর সন্ধান পাওয়ার চেষ্টা করেন তার পিসি মিনায়ারা বিবি । যদিও পাঁচ বছরের ওই শিশুটির কোনও খোঁজ পাননি মিনায়ারা । খোঁজ না পেয়ে একসময় কান্নায় ভেঙে পড়েন তিনি । জানা গিয়েছে, যে বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার একেবারে লাগোয়া বাড়িটিই ইমাম হোসেনের । সম্পর্কে মিনায়ারার ভাই হন তিনি । বিস্ফোরণে তাঁর বাড়িটিও ব‍্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । তার জেরে শিশুটির কোনও প্রাণহানি হয়েছে কিনা অথবা পরিবারের কারোর আহত হওয়ার ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয় কারও কাছে ।

তবে শুধু ইমাম হোসেনের বাড়িই নয়, আশপাশের আরও তিন-চারটে বাড়িরও ক্ষতি হয়েছে বিস্ফোরণের তীব্রতায় । পাকা বাড়ির দেওয়াল ফেটে ভেঙে চৌচির হয়ে গিয়েছে । এতটাই ছিল বিস্ফোরণের তীব্রতা । স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের জেরে হতাহতরা এদিক-ওদিক ছিটকে পড়েন । কারও দেহ ছিটকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে পড়ে । এরকম পরিস্থিতিতে ভয়াবহ বিস্ফোরণের এই ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বেআইনি বাজি কারখানা নিয়ে প্রশাসনের কাছে দরবার করেছিলেন এলাকাবাসী ৷ কিন্তু তারপরও কোনও শিক্ষা নেওয়া হয়নি বলে অভিযোগ । যার ফলস্বরূপ এই ঘটনা বলেই মনে করছেন স্থানীয় লোকজন ।

আরও পড়ুন: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, এদিক ওদিক ছিটকে দেহাংশ! মৃতের সংখ্যা ঘিরে সংশয়

এই বিস্ফোরণে 7 জনের মৃত্যুর খবর মিললেও মৃত্যুর খবর সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । এসবের মধ্যেই ওই শিশুর পরিবারকে যে বিষয়টি সবচেয়ে ভাবাচ্ছে তা হল পাঁচ বছরের ওই বাচ্চার সন্ধান না মেলা । এই বিষয়ে শিশুর পিসি মিনায়ারা বিবি বলেন ,"বিস্ফোরণের পর থেকেই কোনও খোঁজ পাচ্ছি না ভাইপোর । এখানে এসেও ওর সন্ধান পাওয়া যায়নি । আমরা খুব চিন্তায় রয়েছি । কোনও বিপদ হলনা তো ভাইপার । এখন হাসপাতালে গিয়ে দেখব ওখানে ভাইপো-কে নিয়ে যাওয়া হয়েছে কি না ।"

Last Updated : Aug 27, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.