ETV Bharat / state

Bomb Recovered: শাসনের পর দত্তপুকুর, তাজা বোমা উদ্ধারে আতঙ্কে স্থানীয়রা

পঞ্চায়েত ভোটের আগে দত্তপুকুরের একটি স্কুলের বাইরে থেকে উদ্ধার তাজা বোমা । চরম আতঙ্কে স্থানীয়রা । রাজনৈতিক তরজায় সরগরম দত্তপুকুর ।

Bomb Recovered
বোমা উদ্ধার
author img

By

Published : Jun 26, 2023, 11:04 PM IST

শাসনের পর দত্তপুকুর তাজা বোমা উদ্ধার

দত্তপুকুর, 26 জুন: শাসনের পর দত্তপুকুর ! ভোটের মুখে ফের স্কুলের দুয়ারের কাছ থেকে মিলল তাজা বোমা । ঘটনার জেরে সোমবার চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার দত্তপুকুরে । আতঙ্কিত বাসিন্দারা সুষ্ঠু ভোটের দাবিতে বাবপুর অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন । নইলে 2018'র পঞ্চায়েত ভোটের মতো এবারও ভোটে সন্ত্রাস হতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা । বোমা পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ । পরে, তাজা বোমাগুলি উদ্ধার করে একটি জলের বালতিতে ভরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে । ঘটনার পরই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে আইএসএফ-তৃণমূলের মধ্যে । যা ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে ।

উত্তর 24 পরগনার শাসন হোক কিংবা দত্তপুকুরের বাবপুর অঞ্চল । বোমাগুলি উদ্ধারের ঘটনা নতুন কিছু নয় এখানে ! আগেও বিভিন্ন সময়ে এই সমস্ত অঞ্চল থেকে বোমা-বারুদ এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হওয়ার ঘটনা সামনে এসেছে । অভিযোগ, ভোট আসলেই বোমা-গুলির ঝনঝনানি বাড়তে শুরু বাবপুর অঞ্চলে । 2018 সালের পঞ্চায়েত নির্বাচনেও তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন এখানকার বাসিন্দারা । সন্ত্রাসের সেই দগদগে ক্ষত এখনও মুছে যায়নি এলাকাবাসীর মন থেকে ।

আরও পড়ুন: দেগঙ্গা আইএসএফ-তৃণমূল সংঘর্ষে চলল গুলি, আক্রান্ত দু'পক্ষের কর্মীরাই

স্থানীয়দের দাবি, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ আসে ঠিকই । কিন্তু, তারপর যেই কে সেই ! অথ‍্যাৎ তখন ফের দুষ্কৃতী দৌরাত্ম্যে ত্রস্ত হয়ে ওঠে পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের বাবপুর অঞ্চল । এ নিয়ে রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে দোষ চাপাতে ব‍্যস্ত হয়ে পড়ে । কিন্তু,বাস্তবে ভুগতে হয় সেই সাধারণ মানুষকেই । এটাই যেন ভবিতব্য হয়ে উঠেছে বাবপুর অঞ্চলের বাসিন্দাদের । তারই মধ্যে আবারও বোমা উদ্ধার হল সেখান থেকে । তাও আবার পঞ্চায়েত ভোটের ঠিক মুখে । এবার একেবারে প্রাইমারি স্কুলের 50 মিটারের মধ্যে একটি দোকানের সামনে চারটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায় । সাতসকালে দোকানের সামনে বোমা পড়ে থাকার ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে । পরে, খবর পেয়ে পুলিশ এসে তাজা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় নিষ্ক্রিয় করার জন্য ।

এই বিষয়ে নিশিকেষ মাকাল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,"2018'র পঞ্চায়েত নির্বাচনে যেভাবে এখানে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছিল । তারই পুনরাবৃত্তি হওয়ার সম্ভবনা রয়েছে এবারও । কারণ,ভোটের আগেই এলাকার লোকজনকে ভয় দেখাতে বোমা রাখা হচ্ছে । তাই, আমরা চাই,কেন্দ্রীয় বাহিনী বেশি করে মোতায়েন করা হোক এলাকায় । যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে ৷"

আরও পড়ুন: নলকূপের পাশে মজুত বোমায় বিস্ফোরণ, উদ্ধার 22টি বোমা

এদিকে, এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজায় জড়িয়েছে আইএসএফ এবং শাসকদল । আইএসএফ নেতৃত্ব যেখানে ঘটনার জন্য তৃণমূলকে দুষে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে । সেখানে আবার শাসক শিবিরের নেতারা এলাকায় সন্ত্রাসের জন্য আইএসএফকে দায়ী করে তাঁদের নেতৃত্বকে তুলোধনা করেছে । অন‍্যদিকে, কে বা কারা কী উদ্দেশ্যে সেখানে বোমাগুলি রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি কোনও দুষ্কৃতী দলের কাজ হয়ে থাকতে পারে । তাই, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।

শাসনের পর দত্তপুকুর তাজা বোমা উদ্ধার

দত্তপুকুর, 26 জুন: শাসনের পর দত্তপুকুর ! ভোটের মুখে ফের স্কুলের দুয়ারের কাছ থেকে মিলল তাজা বোমা । ঘটনার জেরে সোমবার চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার দত্তপুকুরে । আতঙ্কিত বাসিন্দারা সুষ্ঠু ভোটের দাবিতে বাবপুর অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন । নইলে 2018'র পঞ্চায়েত ভোটের মতো এবারও ভোটে সন্ত্রাস হতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা । বোমা পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ । পরে, তাজা বোমাগুলি উদ্ধার করে একটি জলের বালতিতে ভরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে । ঘটনার পরই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে আইএসএফ-তৃণমূলের মধ্যে । যা ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে ।

উত্তর 24 পরগনার শাসন হোক কিংবা দত্তপুকুরের বাবপুর অঞ্চল । বোমাগুলি উদ্ধারের ঘটনা নতুন কিছু নয় এখানে ! আগেও বিভিন্ন সময়ে এই সমস্ত অঞ্চল থেকে বোমা-বারুদ এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হওয়ার ঘটনা সামনে এসেছে । অভিযোগ, ভোট আসলেই বোমা-গুলির ঝনঝনানি বাড়তে শুরু বাবপুর অঞ্চলে । 2018 সালের পঞ্চায়েত নির্বাচনেও তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন এখানকার বাসিন্দারা । সন্ত্রাসের সেই দগদগে ক্ষত এখনও মুছে যায়নি এলাকাবাসীর মন থেকে ।

আরও পড়ুন: দেগঙ্গা আইএসএফ-তৃণমূল সংঘর্ষে চলল গুলি, আক্রান্ত দু'পক্ষের কর্মীরাই

স্থানীয়দের দাবি, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ আসে ঠিকই । কিন্তু, তারপর যেই কে সেই ! অথ‍্যাৎ তখন ফের দুষ্কৃতী দৌরাত্ম্যে ত্রস্ত হয়ে ওঠে পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের বাবপুর অঞ্চল । এ নিয়ে রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে দোষ চাপাতে ব‍্যস্ত হয়ে পড়ে । কিন্তু,বাস্তবে ভুগতে হয় সেই সাধারণ মানুষকেই । এটাই যেন ভবিতব্য হয়ে উঠেছে বাবপুর অঞ্চলের বাসিন্দাদের । তারই মধ্যে আবারও বোমা উদ্ধার হল সেখান থেকে । তাও আবার পঞ্চায়েত ভোটের ঠিক মুখে । এবার একেবারে প্রাইমারি স্কুলের 50 মিটারের মধ্যে একটি দোকানের সামনে চারটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায় । সাতসকালে দোকানের সামনে বোমা পড়ে থাকার ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে । পরে, খবর পেয়ে পুলিশ এসে তাজা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় নিষ্ক্রিয় করার জন্য ।

এই বিষয়ে নিশিকেষ মাকাল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,"2018'র পঞ্চায়েত নির্বাচনে যেভাবে এখানে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছিল । তারই পুনরাবৃত্তি হওয়ার সম্ভবনা রয়েছে এবারও । কারণ,ভোটের আগেই এলাকার লোকজনকে ভয় দেখাতে বোমা রাখা হচ্ছে । তাই, আমরা চাই,কেন্দ্রীয় বাহিনী বেশি করে মোতায়েন করা হোক এলাকায় । যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে ৷"

আরও পড়ুন: নলকূপের পাশে মজুত বোমায় বিস্ফোরণ, উদ্ধার 22টি বোমা

এদিকে, এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজায় জড়িয়েছে আইএসএফ এবং শাসকদল । আইএসএফ নেতৃত্ব যেখানে ঘটনার জন্য তৃণমূলকে দুষে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে । সেখানে আবার শাসক শিবিরের নেতারা এলাকায় সন্ত্রাসের জন্য আইএসএফকে দায়ী করে তাঁদের নেতৃত্বকে তুলোধনা করেছে । অন‍্যদিকে, কে বা কারা কী উদ্দেশ্যে সেখানে বোমাগুলি রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি কোনও দুষ্কৃতী দলের কাজ হয়ে থাকতে পারে । তাই, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.