কামারহাটি, 27 জুন : কামারহাটিতে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল 50টিরও বেশি বোমা ৷ কামারহাটি 37 নম্বর আনোয়ার বাগান মসজিদের কাছে তৃণমূল কাউন্সিলরের ছোট ছেলে চন্দন আনসারির ভাড়া দেওয়া ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বোমাগুলি ৷ শনিবার রাত সাড়ে ন'টা নাগাদ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বেলঘরিয়া থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় ৷
নূর মহম্মদ নামে এক ব্যক্তির বহুতলের একটি ফ্ল্যাট ভাড়া নেন স্থানীয় কাউন্সিলর কালাম উদ্দিন আনসারির ছোট ছেলে চন্দন আনসারি ৷ সেই ফ্ল্যাট আবার তিনি ভাড়া দেন সাফিক আলম নামে এক ব্যক্তিকে ৷ সেই ফ্ল্যাটে দেড় বছর ধরে ভাড়া থাকেন সাফিক ৷ পেশায় মেকানিক সাফিক মেয়ের বিয়ের জন্য বিহারে গিয়েছিলেন ৷ তিনমাস পর গতকাল ঘরে ফিরে দেখেন গ্যাস সিলিন্ডারের পাশে কৌটোয় অনেক বোমা রয়েছে ৷ তড়িঘড়ি তিনি বাড়িওয়ালার ছেলে সাহিদ নূরকে জানান ৷ এরপর সাহিদ কামারহাটি পুলিশ ফাঁড়িতে ফোন করতেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বেলঘরিয়া থানার পুলিশ এসে ঘর থেকে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় ৷
এই ঘটনায় সাহিদ নূর বলেন, "গ্যাস সিলিন্ডারের পাশে বোমাগুলি রাখা ছিল ৷ বোমাগুলি কোনওরকমে ফেটে গেলে খুব বড় বিপদ হতে পারত ৷ এমনকি পুরো বাড়িতে আগুন ধরে যেত ৷ পুলিশকে খবর দিয়েছি, এবার পুলিশ এসে তদন্ত করে দোষীকে শাস্তি দিক এটাই চাই ৷"
আরও পড়ুন : Covid Vaccination : বাড়িতে গিয়ে টিকা, খুশি মধ্যমগ্রামের প্রবীণরা
স্থানীয় বাসিন্দা নিজামুদ্দিনের কথায়, "এত বছর ধরে এই এলাকা শান্ত বলেই পরিচিত ছিল ৷ কোনওদিন এই ধরনের ঘটনা ঘটেনি ৷ কীভাবে এসব হল বুঝতে পারছি না ৷ এই ঘটনায় আমরা সবাই ভীষণ আতঙ্কিত ৷"