ব্যারাকপুর, 8 জুলাই : এবার অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি ৷ তাঁর বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি গলিতে দুষ্কৃতীদের মধ্যে বোমাবাজি হয় । ঘটনার সময় বাড়িতেই ছিলেন সাংসদ ৷
অর্জুন সিংয়ের জগদ্দলের বাড়ি মজদুর ভবনের উলটো দিকে জগদ্দল BL 18 নম্বর গলিতে দুষ্কৃতীদের মধ্যে ঝামেলা বাধে ৷ বোমাবাজিও হয় । সাংসদের কথায়, 8-9 টি বোমা পড়েছে ৷ সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন ৷ মিনিট 20 পর পুলিশ আসে ৷ তাঁর প্রাণহানির চেষ্টা চলছে বলে অভিযোগ । তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷
তিনি বলেন, "আমরা সরকারের বিরুদ্ধে লড়াই করছি ৷ যে কোনও উপায়ে আমাদের প্রাণহানির চেষ্টা চলছে ৷ এটা একটা চক্রান্ত মনে হচ্ছে আমার ৷ একদিন আমি যখন নামব আমার উপর হামলা হবে ৷ MP, MLA-দেরও নিরাপত্তা নেই !"
প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, "পুলিশের প্রতি মানুষের ভরসা নেই ৷ গুন্ডারা ভয় পায় না পুলিশকে ৷ ভয় পাবে কী করে ! পুলিশের সামনেই তো বোমা-গুলি চালাচ্ছে !"