ETV Bharat / state

ব্যারাকপুরে BJP কার্যালয়ে বোমাবাজি

ব্যারাকপুরে BJP-র দলীয় কার্যালয়ে বোমা মারার অভিযোগ। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

BJP পার্টি অফিস
author img

By

Published : Apr 14, 2019, 11:47 PM IST

Updated : Apr 14, 2019, 11:58 PM IST

ব্যারাকপুর, 14 এপ্রিল : BJP কার্যালয়ে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ব্যারাকপুরের লকগেট এলাকার। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। কিন্তু বোমা মারার জেরে নবনির্মিত কার্যালয়টি ভেঙে যায়। ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং। তাঁর বিপরীতে তৃণমূলের দীনেশ ত্রিবেদি। গতকাল ব্যারাকপুরের কয়রাপুর এলাকায় অর্জুনের সমর্থনে লাগানো ফ্লেক্স, ব্যানার খোলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। BJP-র এক কর্মীকে মারধরও করা হয়। তৃণমূল অভিযোগ অস্বীকার করে। ফের আজ লকগেট এলাকায় এই ঘটনা। এবারও অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

শুনুন অর্জুন সিং ও অন্যদের বক্তব্য

এবিষয়ে, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর জানান, এই ঘটনাটি BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ঘটেছে। এর সাথে তৃণমূলের কোনও যোগ নেই। কিন্তু গতকাল এবং আজ বোমাবাজির মতো পর পর দু'টো ঘটনায় ভোটের মুখে নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

ব্যারাকপুর, 14 এপ্রিল : BJP কার্যালয়ে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ব্যারাকপুরের লকগেট এলাকার। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। কিন্তু বোমা মারার জেরে নবনির্মিত কার্যালয়টি ভেঙে যায়। ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং। তাঁর বিপরীতে তৃণমূলের দীনেশ ত্রিবেদি। গতকাল ব্যারাকপুরের কয়রাপুর এলাকায় অর্জুনের সমর্থনে লাগানো ফ্লেক্স, ব্যানার খোলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। BJP-র এক কর্মীকে মারধরও করা হয়। তৃণমূল অভিযোগ অস্বীকার করে। ফের আজ লকগেট এলাকায় এই ঘটনা। এবারও অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

শুনুন অর্জুন সিং ও অন্যদের বক্তব্য

এবিষয়ে, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর জানান, এই ঘটনাটি BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ঘটেছে। এর সাথে তৃণমূলের কোনও যোগ নেই। কিন্তু গতকাল এবং আজ বোমাবাজির মতো পর পর দু'টো ঘটনায় ভোটের মুখে নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

Wb_Darj_14Apr_19_Bjp_Sabha_Sanjib_7205425 ------------- ভয় ভাঙছে, টিএমসি তথা দিদিকে মাফ করবে না পাহাড়ের মানুষ কার্সিয়াঙ,১৪ এপ্রিল : পাহাড়ের জনতা টিএমসি ও দিদিকে মাফ করবে না । দিদির এখন বুঝে যাওয়া উচিত যে তাঁর এখন ঘরে বসে থাকার সময় এসে গেছে । । কেননা, রবিবার কার্সিয়াঙয়ে বৃষ্টি উপেক্ষা করে পুলিশ-প্রশাসন তথা দিদির ভয় ভেঙ্গে মানুষ বিজেপির সভায় এসেছে । এদিন এভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে তোপ দাগেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। কার্সিয়াঙয়ের যে মন্টিভিট গ্রাউণ্ডে ১২ এপ্রিল নির্বাচনী সভা করেছিলেন মুখ্যমন্ত্রী, রবিবার সেখানেই সভা করে বিজেপি । বিজেপি ছাড়াও জিএনএলএফ, মোর্চার বিমলপন্থি ও সিপিআরএম সহ আরও কয়েকটি সংগঠনের কর্মী-সমর্থকরা এদিন সভায় ভিড় করেন। ভিড় দেখে উচ্ছ্বসিত রাজু বিস্তা । বলেন, পাহাড়ের বিভিন্ন ধর্মের সিংহভাগ মানুষ বিজেপির সঙ্গে রয়েছে। এদিন সেটার প্রমাণ মিলল। বিমল গুরুঙয়ের নাম উল্লেখ না করে তিনি বলেন, ভোটে জিতলে পাহাড়ের কাউকে আর ঘরছাড়া হয়ে জঙ্গলে থাকতে হবে না । দুঃখে থাকতে হবে না । এদিনের সভায় বিজেপি নেতা মুকুল রায়ও উপস্থিত ছিলেন ।
Last Updated : Apr 14, 2019, 11:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.