ETV Bharat / state

ভাটপাড়ায় ফের বোমাবাজি, জখম বেশ কয়েকজন

author img

By

Published : Jan 30, 2020, 11:13 PM IST

দুই শিশুর মধ্যেকার ঝামেলাকে কেন্দ্র করে কাঁকিনাড়া বাজারে ভাটপাড়া 6 নম্বর সাইডিং এলাকায় দুষ্কৃতিরা বোমা ছোঁড়ে ৷ ফলে বেশ কয়েকজন জখম হন । তাদেরকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় ।

bombing-in-bhatpara
ভাটপাড়ায় বোমাবাজি

ভাটপাড়া, 30 জানুয়ারি: ফের বোমাবাজি ভাটপাড়ায় ৷ বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন সকালে এই বোমাবাজির ঘটনায় বেশ উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ ঘটনায় বেশ কয়েকজন জখম হন ৷ যদিও কারও আঘাত গুরুতর নয়৷

জানা গিয়েছে, দুই শিশুর মধ্যেকার ঝামেলাকে কেন্দ্র করে কাঁকিনাড়া বাজারে ভাটপাড়া 6 নম্বর সাইডিং এলাকায় দুষ্কৃতীরা বোমা ছোড়ে ৷ ফলে বেশ কয়েকজন জখম হন । তাদেরকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় । ঘটনাস্থান থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা ।

ভাটপাড়ায় বোমাবাজি

এই প্রসঙ্গে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং বলেন, "এখানে বোমার খেত তৈরি করা হয়েছে । পুলিশের কোনও ভূমিকাই নেই । ভাটপাড়া শান্ত হওয়ার পর থেকেই পুলিশকে নিরপেক্ষ হওয়ার কথা বলা হচ্ছে । সব ক্রিমিনালেরা এলাকাতেই আছে । আর ভাল মানুষেরা জেলে বন্দী ৷" অন্যদিকে, ভাটপাড়া তৃণমূল অবজারভার সোমনাথ শ্যাম বলেন, "শান্ত শহরকে অর্জুন সিং অশান্ত করার চেষ্টা করছে ।"

ভাটপাড়া, 30 জানুয়ারি: ফের বোমাবাজি ভাটপাড়ায় ৷ বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন সকালে এই বোমাবাজির ঘটনায় বেশ উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ ঘটনায় বেশ কয়েকজন জখম হন ৷ যদিও কারও আঘাত গুরুতর নয়৷

জানা গিয়েছে, দুই শিশুর মধ্যেকার ঝামেলাকে কেন্দ্র করে কাঁকিনাড়া বাজারে ভাটপাড়া 6 নম্বর সাইডিং এলাকায় দুষ্কৃতীরা বোমা ছোড়ে ৷ ফলে বেশ কয়েকজন জখম হন । তাদেরকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় । ঘটনাস্থান থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা ।

ভাটপাড়ায় বোমাবাজি

এই প্রসঙ্গে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং বলেন, "এখানে বোমার খেত তৈরি করা হয়েছে । পুলিশের কোনও ভূমিকাই নেই । ভাটপাড়া শান্ত হওয়ার পর থেকেই পুলিশকে নিরপেক্ষ হওয়ার কথা বলা হচ্ছে । সব ক্রিমিনালেরা এলাকাতেই আছে । আর ভাল মানুষেরা জেলে বন্দী ৷" অন্যদিকে, ভাটপাড়া তৃণমূল অবজারভার সোমনাথ শ্যাম বলেন, "শান্ত শহরকে অর্জুন সিং অশান্ত করার চেষ্টা করছে ।"

Intro:ফের ভাটপাড়া এলাকায় বোমাবাজির ঘটনায় উত্তেজনা Body:দুই শিশুর মধ্যেকার ঝামেলাকে কেন্দ্র করে,কাঁকিনাড়া বাজারে ভাটপাড়া 6 নম্বর সাইডিং এলাকায় দুষ্কৃতিদের তরফ থেকে পর পর বেশ কয়েকটি বোমা ছোঁড়া হয়। এই বোমার আঘাতে বেশ কয়েকজন জখম হন।তাদেরকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরেই তাদের ছেড়ে দেওয়া হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা।এই ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং বলেন, এইখানে বোমার খেত তেরী হয়েছে। এতে পুলিশের কোনো ভূমিকা নেই। ভাটপাড়া শান্ত হওয়ার পর থেকেই পুলিশকে নিরপেক্ষ হওয়ার কথা বলা হচ্ছে। সব ক্রিমিন্যালেরা এলাকাতেই আছে। আর সব ভালো মানুষ জেলে।
এবং এবিষয়ে ভাটপাড়া তৃণমূল অবজারভার সোমনাথ শ্যাম বলেন, শান্ত শহর অর্জুন সিং অশান্ত করতে চেষ্টা করছে। সাম্প্রদায়িক ব্যাপারটাকে আবার আনতে চাইছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.