ETV Bharat / state

বনগাঁয় যুব তৃণমূল নেতার বাড়িতে বোমবাজি - বনগাঁয় যুব তৃণমূল নেতার বাড়িতে বোমবাজি

যুব তৃণমূলের কার্যকরী সভাপতির শিমুলতলা খ্রিস্টানপাড়ার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা তিনটি বোমা ছোড়ে বলে অভিযোগ ।

bombing-at-house-of-youth-tmc-leader-in-bangaon
bombing-at-house-of-youth-tmc-leader-in-bangaon
author img

By

Published : May 15, 2021, 10:36 PM IST

বনগাঁ, 15 মে: গভীর রাতে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ । গতকাল রাতে উত্তর 24 পরগনা বনগাঁ শহর যুব তৃণমূলের কার্যকরী সভাপতির শিমুলতলা খ্রিস্টানপাড়ার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর তিনটি বোমা ছোড়ে বলে অভিযোগ । ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । আতঙ্কে তৃণমূল নেতার পরিবার ।

বনগাঁ শহর যুব তৃণমূলের কার্যকরী সভাপতি শুভেন্দু মণ্ডল ৷ শনিবার মাঝরাতে হঠাৎই বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাঁর । লাইট জ্বালিয়ে দেখেন বাড়ির বাইরের এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে । দেওয়ালে বোমা মারার চিহ্ন । স্লাইডিং জানলার কাঁচ ভেঙেছে । ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে আসে বনগাঁ থানার পুলিশ । তদন্তের আশ্বাস দেয় পুলিশ ৷

বোমাবাজিতে আতঙ্কিত তৃণমূল নেতা ৷

আরও পড়ুন: ভোটের পরেও ক্যানিংয়ে চলছে বোমা তৈরির কাজ

শুভেন্দু মণ্ডল বলেন, "বোমের আওয়াজ ঘুম ভেঙে যায় । বাইরে বেরিয়ে দেখি রাস্তায় দু‘টো বাইকে চারজন । গামছা দিয়ে তাঁদের মুখ বাঁধা ছিল । আমাকে দেখেই পালিয়ে যায় ৷ "

বনগাঁ, 15 মে: গভীর রাতে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ । গতকাল রাতে উত্তর 24 পরগনা বনগাঁ শহর যুব তৃণমূলের কার্যকরী সভাপতির শিমুলতলা খ্রিস্টানপাড়ার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর তিনটি বোমা ছোড়ে বলে অভিযোগ । ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । আতঙ্কে তৃণমূল নেতার পরিবার ।

বনগাঁ শহর যুব তৃণমূলের কার্যকরী সভাপতি শুভেন্দু মণ্ডল ৷ শনিবার মাঝরাতে হঠাৎই বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাঁর । লাইট জ্বালিয়ে দেখেন বাড়ির বাইরের এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে । দেওয়ালে বোমা মারার চিহ্ন । স্লাইডিং জানলার কাঁচ ভেঙেছে । ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে আসে বনগাঁ থানার পুলিশ । তদন্তের আশ্বাস দেয় পুলিশ ৷

বোমাবাজিতে আতঙ্কিত তৃণমূল নেতা ৷

আরও পড়ুন: ভোটের পরেও ক্যানিংয়ে চলছে বোমা তৈরির কাজ

শুভেন্দু মণ্ডল বলেন, "বোমের আওয়াজ ঘুম ভেঙে যায় । বাইরে বেরিয়ে দেখি রাস্তায় দু‘টো বাইকে চারজন । গামছা দিয়ে তাঁদের মুখ বাঁধা ছিল । আমাকে দেখেই পালিয়ে যায় ৷ "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.