ভাটপাড়া, 8 জুলাই : ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ ৷ বুধবার গভীর রাতে ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগর এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ রাজু লহরি নামে এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য় করে একদল দুষ্কৃতী বোমা ছোড়ে বলে অভিযোগ ৷ বোমাবাজির ঘটনায় ওই বিজেপি কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে রাজু লহরির পরিবারের সদস্যরা ৷ ওই সময় বাড়িতে ছিলেন না রাজু লহরি ৷
বিজেপি কর্মী রাজু লহরি দিনের পর দিন বাড়ির বাইরে থাকেন ৷ গতকাল তাঁর বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী এবং মেয়ে ছিলেন ৷ অভিযোগ গভীর রাতে তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে একদল দুষ্কৃতী ৷ রাজু লহরির মেয়ে আনন্দী লহরির ঘর লক্ষ্য করে প্রথমে বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷ ঘটনায় তাঁর ঘরের জানালার কাচ ভেঙে যায় ৷ সেই সময় আনন্দী লহরি এবং তাঁর মা সুনীতা লহরি প্রাণ বাঁচাতে ভিতরে অন্য একটি ঘরে ঢুকে যান ৷
শুধু তাই নয়, সুনীতা লহরির অভিযোগ, সকালে তিনি দরজা খুলে দেখেন তাঁর বাড়ির সামনে বোমা পড়ে রয়েছে ৷ তিনি তৎক্ষণাৎ প্রতিবেশীদের ডাকেন ৷ তাঁরা পুলিশে খবর দিলে ভাটপাড়া থানার আধিকারিকরা ঘটনাস্থলে যায় ৷ পুলিশ বোমাটি উদ্ধার করেছে ৷ কিন্তু, সুনীতা লহরির অভিযোগ তাঁর শাশুড়ি মা রোজ ভোরবেলায় উঠে ফুল তুলতে যান ৷ গভীর রাতে বোমাবাজির ঘটনায় আতঙ্কে আর আজ ভোরে বাড়ি থেকে বের হননি ৷ তা না হলে তিনি বাড়ি থেকে বেরিয়ে দরজার সামনে পড়ে থাকা বোমার উপরেই পা দিতেন ৷ এতে তাঁর প্রাণহানি হতে পারত ৷
আরও পড়ুন :ভাটপাড়ায় সারারাত বোমাবাজি, দোকান-বাড়ি ভাঙচুরে আহত 4
গোটা ঘটনায় পুলিশের তরফে কিছু জানানো হয়নি ৷ পুলিশ সূত্রে খবর, কারা এ কাজ করেছে তা নিয়ে আধিকারিকরাই ধন্দের মধ্যে রয়েছেন ৷ তবে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ যদিও, স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ এর পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত ৷ তাই পুলিশ এ নিয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ অন্যদিকে, ঘটনার পর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছে গোটা লহরি পরিবার ৷