ETV Bharat / state

ফের উত্তপ্ত ভাটপাড়া, মুক্তাপুরে বোমাবাজি - মুক্তাপুরে বোমাবাজি

বোমা-গুলি-বারুদ উদ্ধারের পর বেআইনি অস্ত্রকারখানার হদিশ ৷ গভীররাতে বোমাবাজি ৷ সব মিলিয়ে আতঙ্কিত ভাটপাড়াবাসী ৷

ভাটপাড়ার মুক্তাপুরে বোমাবাজি
ভাটপাড়ার মুক্তাপুরে বোমাবাজি
author img

By

Published : Apr 12, 2021, 10:28 AM IST

ভাটপাড়া, 12 এপ্রিল : চলতি মাসের 22 তারিখ জগদ্দল বিধানসভা কেন্দ্রে নির্বাচন ৷ তার আগেই জগদ্দলের অন্তর্গত ভাটপাড়ার নাম বার বার খবরের শিরোনামে উঠে আসছে ৷ কোথাও বোমাবাজি, তো কোথাও বেআইনি অস্ত্রকারখানার হদিশ মিলেছে ৷ ভোটের আগে উত্তপ্ত ভাটপাড়া ৷ গতরাতে ভাটপাড়ার মুক্তাপুরে বোমাবাজির ঘটনা ঘটে ৷ আতঙ্কিত এলাকাবাসী ৷

ঘটনা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে যথেষ্ট মতবিরোধ চলছে ৷ বিজেপির অভিযোগ, সামনে জগদ্দলে নির্বাচন, আর ভাটপাড়ার মতো গুরুত্বপূর্ণ এলাকায় অশান্তি করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল ৷ অন্যদিকে বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির তৃণমূলের ৷ গভীর রাতে বোমাবাজির ঘটনায় এলাকার মানুষজন ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : ভাটপাড়ায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ

স্থানীয় বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, পুলিশি ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ৷ তাদের অভিযোগ, সন্ত্রাসমূলক কাজের কথা এর আগে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে ৷ কিন্তু কোনও সুরাহা মেলেনি ৷

গতকালই ভাটপাড়ার একটি ক্লাব থেকে উদ্ধার হয়েছিল বোমা-গুলি, বোমা তৈরির সরঞ্জাম ৷ 24 ঘণ্টা কাটতে না কাটতে ফের হদিশ বেআইনি অস্ত্র কারখানার ৷ উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র, গুলির খোল ও গুলি বানানোর সরঞ্জাম ৷ তারউপর গতরাতে বোমাবাজি, সব মিলিয়ে ভোটের দিন যত এগিয়ে আসছে উত্তপ্ত হয়ে উঠছে ভাটপাড়া ৷ গোটা ভাটপাড়াটাই যেন বোমা-গুলি-বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে ৷

ভাটপাড়া, 12 এপ্রিল : চলতি মাসের 22 তারিখ জগদ্দল বিধানসভা কেন্দ্রে নির্বাচন ৷ তার আগেই জগদ্দলের অন্তর্গত ভাটপাড়ার নাম বার বার খবরের শিরোনামে উঠে আসছে ৷ কোথাও বোমাবাজি, তো কোথাও বেআইনি অস্ত্রকারখানার হদিশ মিলেছে ৷ ভোটের আগে উত্তপ্ত ভাটপাড়া ৷ গতরাতে ভাটপাড়ার মুক্তাপুরে বোমাবাজির ঘটনা ঘটে ৷ আতঙ্কিত এলাকাবাসী ৷

ঘটনা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে যথেষ্ট মতবিরোধ চলছে ৷ বিজেপির অভিযোগ, সামনে জগদ্দলে নির্বাচন, আর ভাটপাড়ার মতো গুরুত্বপূর্ণ এলাকায় অশান্তি করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল ৷ অন্যদিকে বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির তৃণমূলের ৷ গভীর রাতে বোমাবাজির ঘটনায় এলাকার মানুষজন ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : ভাটপাড়ায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ

স্থানীয় বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, পুলিশি ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ৷ তাদের অভিযোগ, সন্ত্রাসমূলক কাজের কথা এর আগে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে ৷ কিন্তু কোনও সুরাহা মেলেনি ৷

গতকালই ভাটপাড়ার একটি ক্লাব থেকে উদ্ধার হয়েছিল বোমা-গুলি, বোমা তৈরির সরঞ্জাম ৷ 24 ঘণ্টা কাটতে না কাটতে ফের হদিশ বেআইনি অস্ত্র কারখানার ৷ উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র, গুলির খোল ও গুলি বানানোর সরঞ্জাম ৷ তারউপর গতরাতে বোমাবাজি, সব মিলিয়ে ভোটের দিন যত এগিয়ে আসছে উত্তপ্ত হয়ে উঠছে ভাটপাড়া ৷ গোটা ভাটপাড়াটাই যেন বোমা-গুলি-বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.