ETV Bharat / state

Bhatpara Bombing : অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা ছোড়া নিয়ে চাঞ্চল্য - bomb hurled outside bjp mp arjun singh's house at bhatpara

অর্জুন সিং এর বাড়ির সামনে কৌটো বোমা ছোঁড়া নিয়ে উত্তেজনা । অল্পের জন্য রক্ষা পেলেন এক বিজেপি কর্মী । অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Bomb in front of Arjun Singh house)৷

Bomb in front of Arjun Singh house
অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা ছোড়া নিয়ে চাঞ্চল্য
author img

By

Published : May 9, 2022, 11:02 PM IST

ব‍্যারাকপুর, 9 মে : নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই ফের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা ছুঁড়ে পালাল দুষ্কৃতীরা (Bomb in front of Arjun Singh house)। সোমবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব‍্যাপক চাঞ্চল্য ছড়ায় জগদ্দলের মেঘনা মোড়ে । এখানেই বিজেপি সাংসদের বাড়ি এবং কার্যালয় । এদিন পাট শিল্প নিয়ে নিজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন অর্জুন সিং। সেখানেই বোমা ফেলার ঘটনাটি ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ কৌটো বোমাটি উদ্ধারের পর পুলিশ তা উদ্ধার করে নিষ্ক্রিয় করে । অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

জানা গিয়েছে , বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দলের বাড়ির আশপাশে আগেও বোমাবাজির ঘটনা ঘটেছে । সেই ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । সাংসদের নিরাপত্তার কথা ভেবে সিআরপিএফের সংখ্যাও বাড়ানো হয়েছে ৷ কিন্তু, তারপরও এমন ঘটনা ঘটায় সরব হয়েছেন বিজেপি সাংসদ । তাঁর অভিযোগ,এর পিছনে তৃণমূলের মদত রয়েছে ।

আরও পড়ুন: Arjun Singh on Jute Industry : 9 মে কেন্দ্র-রাজ্য বৈঠক পর্যন্ত অপেক্ষা, পাটশিল্পের হাল ফেরাতে হুঁশিয়ারি অর্জুনের

আরও জানা গিয়েছে, অর্জুন ঘনিষ্ঠ বিজেপি কর্মী কৃষ্ণা জসওয়ালকে লক্ষ্য করেই বোমাটি ছুঁড়েছিল দুষ্কৃতীরা । সেটি বিস্ফোরণ না হওয়ায় আহত হননি তিনি । পুলিশ দুষ্কৃতীদের না ধরে তাঁর গতিবিধির ওপর নজর রাখতেই বাড়ির সামনে সিসিটিভি ক‍্যামেরা লাগিয়েছে বলে অভিযোগ বিজেপি সাংসদের । বোমা ছোড়ার ঘটনায় এদিন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে নবীন সিং ও তাঁর সহযোগী অভিষেক যুক্ত বলেও দাবি করেছেন তিনি।

অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা ছোড়া নিয়ে চাঞ্চল্য

অন্যদিকে, এই ঘটনার মধ্যেই এদিন সন্ধ্যায় কাঁকিনাড়ার 10 নম্বর গলিতে বোমাবাজির ঘটনায় 5 জন জখম হয়েছেন । এদের মধ্যে একজনের আঘাত গুরুতর । তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে কল‍্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে । দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ ।

ব‍্যারাকপুর, 9 মে : নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই ফের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা ছুঁড়ে পালাল দুষ্কৃতীরা (Bomb in front of Arjun Singh house)। সোমবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব‍্যাপক চাঞ্চল্য ছড়ায় জগদ্দলের মেঘনা মোড়ে । এখানেই বিজেপি সাংসদের বাড়ি এবং কার্যালয় । এদিন পাট শিল্প নিয়ে নিজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন অর্জুন সিং। সেখানেই বোমা ফেলার ঘটনাটি ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ কৌটো বোমাটি উদ্ধারের পর পুলিশ তা উদ্ধার করে নিষ্ক্রিয় করে । অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

জানা গিয়েছে , বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দলের বাড়ির আশপাশে আগেও বোমাবাজির ঘটনা ঘটেছে । সেই ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । সাংসদের নিরাপত্তার কথা ভেবে সিআরপিএফের সংখ্যাও বাড়ানো হয়েছে ৷ কিন্তু, তারপরও এমন ঘটনা ঘটায় সরব হয়েছেন বিজেপি সাংসদ । তাঁর অভিযোগ,এর পিছনে তৃণমূলের মদত রয়েছে ।

আরও পড়ুন: Arjun Singh on Jute Industry : 9 মে কেন্দ্র-রাজ্য বৈঠক পর্যন্ত অপেক্ষা, পাটশিল্পের হাল ফেরাতে হুঁশিয়ারি অর্জুনের

আরও জানা গিয়েছে, অর্জুন ঘনিষ্ঠ বিজেপি কর্মী কৃষ্ণা জসওয়ালকে লক্ষ্য করেই বোমাটি ছুঁড়েছিল দুষ্কৃতীরা । সেটি বিস্ফোরণ না হওয়ায় আহত হননি তিনি । পুলিশ দুষ্কৃতীদের না ধরে তাঁর গতিবিধির ওপর নজর রাখতেই বাড়ির সামনে সিসিটিভি ক‍্যামেরা লাগিয়েছে বলে অভিযোগ বিজেপি সাংসদের । বোমা ছোড়ার ঘটনায় এদিন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে নবীন সিং ও তাঁর সহযোগী অভিষেক যুক্ত বলেও দাবি করেছেন তিনি।

অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা ছোড়া নিয়ে চাঞ্চল্য

অন্যদিকে, এই ঘটনার মধ্যেই এদিন সন্ধ্যায় কাঁকিনাড়ার 10 নম্বর গলিতে বোমাবাজির ঘটনায় 5 জন জখম হয়েছেন । এদের মধ্যে একজনের আঘাত গুরুতর । তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে কল‍্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে । দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.