ETV Bharat / state

কাঁকিনাড়ায় জুটমিল শ্রমিকের বাড়িতে বোমাবাজি - labour

কাঁকিনাড়ায় জুটমিল শ্রমিকের বাড়িতে পড়ল বোমা । বাড়ির ভিতর ছিলেন তাঁর স্ত্রী ও এক মাসের শিশু সন্তান । অল্পের জন্য রক্ষা পান তাঁরা ।

প্রিয়াঙ্কা ও তাঁর সন্তান
author img

By

Published : Jul 11, 2019, 7:59 PM IST

Updated : Jul 11, 2019, 9:01 PM IST

ব্যারাকপুর, 11 জুলাই : জুটমিল শ্রমিকের বাড়িতে বোমা মেরে পালাল কয়েকজন দুষ্কৃতী । ঘটনাটি কাঁকিনাড়ার 5 নম্বর সাইডিং এলাকার । আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ বাদল সিং নামে ওই জুটমিল শ্রমিকের বাড়িতে বোমা মারা হয় । সেই সময় বাড়ির ভিতর ছিলেন বাদলের স্ত্রী ও এক মাসের শিশু সন্তান । অল্পের জন্য রক্ষা পান তাঁরা । তবে বাড়ির ভিতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

বাদলের স্ত্রী প্রিয়াঙ্কা সিং বলেন, "আমরা ঘরে বসেছিলাম । বাইরে থেকে বোমা মারা হয়েছে । আমার ঘরে এক মাসের ছোটো সন্তান আছে । যদি আরও বেশি বোমা মারা হত তাহলে কী হত ?"

দেখুন ভিডিয়ো

তবে কে বা কারা কী উদ্দেশ্যে এই কাজ করেছে তা জানা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ ও কমব্যাট ফোর্স । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ব্যারাকপুর, 11 জুলাই : জুটমিল শ্রমিকের বাড়িতে বোমা মেরে পালাল কয়েকজন দুষ্কৃতী । ঘটনাটি কাঁকিনাড়ার 5 নম্বর সাইডিং এলাকার । আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ বাদল সিং নামে ওই জুটমিল শ্রমিকের বাড়িতে বোমা মারা হয় । সেই সময় বাড়ির ভিতর ছিলেন বাদলের স্ত্রী ও এক মাসের শিশু সন্তান । অল্পের জন্য রক্ষা পান তাঁরা । তবে বাড়ির ভিতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

বাদলের স্ত্রী প্রিয়াঙ্কা সিং বলেন, "আমরা ঘরে বসেছিলাম । বাইরে থেকে বোমা মারা হয়েছে । আমার ঘরে এক মাসের ছোটো সন্তান আছে । যদি আরও বেশি বোমা মারা হত তাহলে কী হত ?"

দেখুন ভিডিয়ো

তবে কে বা কারা কী উদ্দেশ্যে এই কাজ করেছে তা জানা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ ও কমব্যাট ফোর্স । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

sample description
Last Updated : Jul 11, 2019, 9:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.