ব্যারাকপুর, 19 ফেব্রুয়ারি: বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ব্যারাকপুরে (bomb blast at Barrackpore in north 24 pargana)৷ রবিবার ব্যারাকপুরের 1 নম্বর পঞ্চায়েত সমিতির মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চানন পাঠাগার ঘোষপাড়া এলাকার জঞ্জাল পরিষ্কার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে (Barrackpore News) ৷ মাঠ পরিষ্কারের জন্য সমস্ত জঞ্জাল এক জায়গায় জড়ো করে আগুন লাগানো হয় । আগুন লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে । গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় । স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন । এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই । ঘটনাস্থলে উপস্থিত হয়েছে মোহনপুর থানার পুলিশ ।
এই প্রসঙ্গেই এলাকার পঞ্চায়েত উপপ্রধান নির্মল কর বলেন, " বিরোধী দল ও বিজেপির দুষ্কৃতীরা হয়তো বোমা গুলি রেখেছে । সামনে পঞ্চায়েত ভোট হয়তো অশান্তি করার জন্য এই সব মজুত করা হচ্ছে ।" বিজেপির মুখপাত্র সুপ্রিয়া ঘোষ জানান, নির্মল ঘোষ দাবি করছেন বিজেপির লোকজন এই ঘটনা ঘটিয়েছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ তাই প্রশ্ন উঠেছে পুলিশ নিষ্ক্রিয়তা নিয়ে ৷ তবে বোমাটি কোথা থেকে এল, কে বা কারা বোমাটি রেখেছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি কোথা থেকে আনা হয়েছিল বা কারা রেখেছে সে বিষয়ে এলাকায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ।
আরও পড়ুন: রাতভর বোমাবাজি ! সামশেরগঞ্জে বোমা উদ্ধার, গ্রেফতার 3
প্রসঙ্গত, পুলিশের উপরে শাসকদলের খবরদারি চলছে ৷ তাতে যথাযথভাবে তল্লাশি হয় ৷ রাজনীতি মুক্ত পুলিশ না হলে অভিযান চালানো সম্ভব নয় ৷ এ রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেই চলবে বিরোধী দলের তরফে বারবার অভিযোগ করা হয় ৷ রাজনীতিক মহলের বক্তব্য, ভোটের আগে যখনি কোনও ঘটনা ঘটে, তাতে রাজনীতির রং লেগে যায় । দোষীরা পার পেয়ে যায় ৷ বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এ রাজ্য থেকে গুলি, বন্দুক উদ্ধার বন্ধ করতে হবে । কিন্তু তাঁর কথা কথাই রয়ে গিয়েছে । আর যেখানেই যা কিছু হোক ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া, জগদ্দল, ব্যারাকপুর অঞ্চল দিনের পর দিন যে ধরনের গুলি-বোমা ঘটনা ঘটছে তাতে কোনওভাবেই পুলিশ কমিশনার বদল করেও তার সুফল পাওয়া যায়নি । তাই এই অঞ্চলের দুষ্কৃতীমূলক কাজকর্ম বৃদ্ধি পাচ্ছে ৷