ETV Bharat / state

Baguiati Double Murder: 2 সপ্তাহ ধরে মর্গে পড়ে অপহৃত দুই ছাত্রের দেহ, অভিযোগ পেয়েও কেন দেহ শনাক্তকরণে দেরি ?

22 অগস্ট অপহরণের ঘটনায় থানায় ডায়েরি ৷ তারপর 14 দিন কেটে যাওয়ার পর বসিরহাটের মর্গে মিলল দুই অপহৃত ছাত্রের দেহ ৷ পরিবারের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার জেরেই এভাবে খুন হতে হল তাঁদের ছেলেদের(Baguiati Double Murder)৷ যদিও পুলিশের বক্তব্য, অপহরণের দিনই ওই দুই ছাত্রকে খুন করা হয় ৷

Etv Bharat
বাগুইআটি জোড়া ছাত্র খুন
author img

By

Published : Sep 6, 2022, 9:21 PM IST

বসিরহাট, 6 সেপ্টেম্বর: 14 দিন পর বাগুইআটি থেকে অপহৃত দুই ছাত্রের দেহ মিলল উত্তর 24 পরগনার বসিরহাট থেকে (body of two kidnapped student of baguiati found in basirhat hospital)। পুলিশ সূত্রে খবর, অভিষেক নস্কর(16) এবং অতনু দে(15) নামে ওই দুই অপহৃত ছাত্রের দেহ বসিরহাট জেলা হাসপাতালের মর্গে বেওয়ারিশ লাশ হিসেবে পড়ে ছিল । মঙ্গলবার পুলিশের কাছ থেকে খবর পেয়ে দেহ দুটি শনাক্ত করে মৃত ছাত্রদের পরিবার ৷

এই বিষয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার জোবি থমাস বলেন, "বাগুইআটির জগৎপুরের বাসিন্দা দশম শ্রেণির ওই দুই ছাত্রকে অপহরণ করা হয় 22 অগস্ট । এরপর 23 অগস্ট সন্ধ্যায় ন‍্যাজাট থানা এলাকা থেকে প্রথমে এক কিশোরের দেহ উদ্ধার হয় । এর একদিন পর অর্থাৎ 25 অগস্ট অপর এক কিশোরের দেহ উদ্ধার হয় মিনাখাঁ থানা এলাকা থেকে । একদিনের ব‍্যবধানে দেহ দুটি উদ্ধার হলেও তখন শনাক্ত করা সম্ভব হয়নি । বসিরহাট জেলা হাসপাতালের মর্গেই কার্যত 13 দিন ধরে অশনাক্ত অবস্থায় পড়ে ছিল ওই দুই কিশোরের দেহ । তাঁদের পরিচয় পেতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছিল । মঙ্গলবার ওই দুই ছাত্রের পরিবারের সদস্যরা এসে দেহ দুটি শনাক্ত করে ৷"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহরণের পরপরই ওই দুই কিশোরকে শ্বাসরোধ করে খুন করা হয়(student of baguiati found in basirhat)৷ এরপর তাদের দেহ ফেলে দেওয়া হয় বসিরহাটের দুটি ভিন্ন জায়গায় । অপহরণ এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে । যদিও, ঘটনার মূল ষড়যন্ত্রকারী সত্যেন্দ্র চৌধুরী এখনও বেপাত্তা । তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন : বাগুইআটির অপহৃত দুই ছাত্রের দেহ মিলল বসিরহাটের মর্গে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বসিরহাট, 6 সেপ্টেম্বর: 14 দিন পর বাগুইআটি থেকে অপহৃত দুই ছাত্রের দেহ মিলল উত্তর 24 পরগনার বসিরহাট থেকে (body of two kidnapped student of baguiati found in basirhat hospital)। পুলিশ সূত্রে খবর, অভিষেক নস্কর(16) এবং অতনু দে(15) নামে ওই দুই অপহৃত ছাত্রের দেহ বসিরহাট জেলা হাসপাতালের মর্গে বেওয়ারিশ লাশ হিসেবে পড়ে ছিল । মঙ্গলবার পুলিশের কাছ থেকে খবর পেয়ে দেহ দুটি শনাক্ত করে মৃত ছাত্রদের পরিবার ৷

এই বিষয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার জোবি থমাস বলেন, "বাগুইআটির জগৎপুরের বাসিন্দা দশম শ্রেণির ওই দুই ছাত্রকে অপহরণ করা হয় 22 অগস্ট । এরপর 23 অগস্ট সন্ধ্যায় ন‍্যাজাট থানা এলাকা থেকে প্রথমে এক কিশোরের দেহ উদ্ধার হয় । এর একদিন পর অর্থাৎ 25 অগস্ট অপর এক কিশোরের দেহ উদ্ধার হয় মিনাখাঁ থানা এলাকা থেকে । একদিনের ব‍্যবধানে দেহ দুটি উদ্ধার হলেও তখন শনাক্ত করা সম্ভব হয়নি । বসিরহাট জেলা হাসপাতালের মর্গেই কার্যত 13 দিন ধরে অশনাক্ত অবস্থায় পড়ে ছিল ওই দুই কিশোরের দেহ । তাঁদের পরিচয় পেতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছিল । মঙ্গলবার ওই দুই ছাত্রের পরিবারের সদস্যরা এসে দেহ দুটি শনাক্ত করে ৷"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহরণের পরপরই ওই দুই কিশোরকে শ্বাসরোধ করে খুন করা হয়(student of baguiati found in basirhat)৷ এরপর তাদের দেহ ফেলে দেওয়া হয় বসিরহাটের দুটি ভিন্ন জায়গায় । অপহরণ এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে । যদিও, ঘটনার মূল ষড়যন্ত্রকারী সত্যেন্দ্র চৌধুরী এখনও বেপাত্তা । তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন : বাগুইআটির অপহৃত দুই ছাত্রের দেহ মিলল বসিরহাটের মর্গে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.