দেগঙ্গা, 30 মার্চ : 2 দিন পার । দেগঙ্গায় উদ্ধার হওয়া বিবস্ত্র মহিলার দেহের পরিচয় এখনও মেলেনি (Unidentified Body of an Woman found in Deganga)। ফলে তদন্ত করতে গিয়ে একপ্রকার হোঁচট খেতে হচ্ছে পুলিশকে। তদন্তকারীদের অনুমান, অজ্ঞাত পরিচয় ওই মহিলা বাইরের কেউ হতে পারেন। ফলে পরিচয় পেতে সমস্যা তৈরি হচ্ছে। ইতিমধ্যে মহিলার বিষয়ে তথ্য পেতে জেলার আশপাশের থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে দেগঙ্গা থানার পুলিশের তরফে। এমনকি, পাশ্ববর্তী জেলার থানা গুলিতেও মহিলার কোনও মিসিং ডায়রি হয়েছে কিনা, সেবিষয়ে খোঁজ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, কোথাও থেকে এখনও পর্যন্ত সেভাবে কোনও তথ্য পুলিশের হাতে আসেনি বলেই খবর সূত্রের ।
প্রসঙ্গত, 28 মার্চ দেগঙ্গার বেড়াচাঁপা 1 নম্বর পঞ্চায়েতের নন্দীপাড়ায় পটলের ক্ষেত থেকে বছর 35 এর এক মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার করেছিল পুলিশ। দেহের পাশ থেকেই মিলেছিল মদের বোতল, গ্লাস ও জলের বোতল। পাওয়া গিয়েছিল রক্তমাখা জামাকাপড় এবং বেশ কয়েকটি গুটখার প্যাকেটও। মৃতদেহের পাশে এই সমস্ত নেশার জিনিস পড়ে থাকতে দেখে স্থানীয়দের ধারণা,অজ্ঞাত পরিচয় ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে, মহিলাকে ধর্ষণ করা হয়েছে কিনা সেবিষয়ে পুলিশ নিশ্চিত হতে না পারলেও তাঁকে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে সে বিষয়ে একপ্রকার নিশ্চিত তদন্তকারীরা। কারণ, মহিলার গলায় ফাঁসের চিহ্ন ছিল তা স্পষ্ট। ধর্ষণের বিষয়টি পরিষ্কার হতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে তদন্তকারী অফিসারেরা।
আরও পড়ুন : Body Recovered in Deganga : দেগঙ্গায় মহিলার বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
জানা গিয়েছে, খুনের এলাকাটি রাস্তা থেকে অনেকটা দূরে ভিতরের দিকে হওয়ায় তথ্য পেতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। যার ফলে দু'দিন পরও তদন্তকারীরা না জানতে পেরেছে মহিলার পরিচয়। আর না হয়েছে খুনিদের চিহ্নিত করা। গুরুত্বপূর্ণ এই তথ্য হাতে না আসার কারণে খুনের মোটিভ সম্পর্কেও অন্ধকারে তদন্তকারীরা।
দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, "মহিলার পরিচয় জানতে সবরকমভাবে চেষ্টা চালানো হচ্ছে। আশা করা যায়, শীঘ্রই মহিলার পরিচয় জানা সম্ভব হবে। তদন্ত থেমে নেই। তদন্ত তার মতো করেই চলছে ৷"