হাবড়া, (উত্তর 24 পরগনা), 22 এপ্রিল : পরিত্যক্ত একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি উত্তর 24 পরগনা হাবড়া কইপুকুরের জমিদার এলাকার । আজ সকালে এলাকাবাসী পুকুরে ওই ব্যক্তির দেহ ভেসে থাকতে দেখে । স্থানীয়রা হাবড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে । তৎপরতার সঙ্গে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহটি উদ্ধার করে পুলিশ ।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, সকালে পুকুরে দেহটিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেন তাঁরা । তবে এলাকার লোকেরা ওই ব্যক্তিকে চেনেন না ।
উদ্ধারের পর পুলিশ দেহটিকে হাবড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে আসে । স্থানীয়দের অনুমান বাইরে কোথাও থেকে খুন করে এখানে এনে ফেলে রাখা হয়েছিল । তদন্ত শুরু করেছে হাবড়া থানা ।