ব্যারাকপুর, 9 জুলাই : ব্যারাকপুরে উদ্ধার শিশু ও তার মায়ের দেহ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শিশুটিকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন যুবতি ৷ মৃতদের নাম পারভিন খান (26) ও ইবানা খান (3) ৷
ব্যারাকপুর সদর বাজার গোলামহল এলাকা ৷ লকডাউন শিথিল হয়েছে ৷ তাই রাস্তাতেও লোকজনের আনাগোনা বেড়েছে ৷ এই এলাকাতেই বাড়ি খান পরিবারের ৷ চিন্টু খান ৷ পেশায় কলকাতার এক বেসরকারি সংস্থার কর্মী । বছর পাঁচেক আগে নিকাহ করেছেন ৷ বাড়িতে পরিবার বলতে বিবি আর মেয়ে ৷ ট্রেন বন্ধ ৷ তাই অফিস থেকে ফিরতে রোজই রাত হয় চিন্টু খানের ৷ আজও তেমনই রাত হয়েছে ৷ পাড়ায় ঢুকতেই বুঝতে পেরেছিলেন কিছু একটা হয়েছে ৷ শোরগোল একটা ৷ এরপর বাড়ির কাছে আসতেই দেখেন শোরগোলটা তাঁদের বাড়িতেই ৷ একটা ভিড় জটলা করে আছে ৷ যা বোঝার তখনই বুঝে গেছেন ৷ বাড়ি ফিরে আব্বা ডাকটা আর শুনতে পাননি তিনি গতকাল ৷
রাত তখন প্রায় আটটা ৷ বাড়িতে কোনও সাড়াশব্দ নেই দেখে প্রতিবেশীদের সন্দেহ হয় ৷ অনেকবার ডাকাডাকি করা হয় ৷ তাও সাড়া মেলেনি কোনও ৷ শেষ দরজা ভেঙে ফেলেন প্রতিবেশীরা ৷ আর ভিতরে ঢুকতেই গায়ে কাঁটা দেওয়া দৃশ্য ৷ ঘরের খাটের উপর পড়ে রয়েছে ইবানার নিথর শরীরটা ৷ বিছানার চাদরটা এলোমেলো হয়ে রয়েছে ৷ আর খাটের পাশেই ঘরের সিলিংয়ের থেকে ঝুলছে পারভিনের দেহ ৷ জিভটা বেরিয়ে এসেছে ৷ সঙ্গে সঙ্গে স্থানীয়রাই খবর পাঠায় ব্যারাকপুর থানায় ৷ চিন্টু খান তখনও অফিস থেকে ফেরেননি ৷
পুলিশ ঘটনাস্থানে এসে ইবানা আর তার মায়ের দেহ উদ্ধার করে । দেহ দু'টি ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ প্রাথমিকভাবে অনুমান, শিশুটিকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন পারভিন ৷