বনগাঁ, 16 জানুয়ারি : লজ থেকে উদ্ধার হল এক বাংলাদেশি মহিলার মৃতদেহ ৷ উত্তর 24 পরগনার বনগাঁর ঘটনা ৷ মহিলার শওহরের খোঁজ মেলেনি ৷
মৃতার নাম আসমা বেগম (40) ৷ বাড়ি বাংলাদেশের যশোর জেলায় ৷ তাঁর শওহরের নাম আবুল কাশেম ৷ বুধবার বনগাঁর ওই লজে মহিলা তাঁর শওহর ও মাসির সঙ্গে উঠেছিলেন ৷ লজের দোতলায় দু'টি রুম ভাড়া নিয়েছিলেন তাঁরা ৷ একটিতে তিনি ও তাঁর শওহর ছিলেন ৷ অপরটিতে তাঁর মাসি মনোয়ারা বিবি ছিলেন ৷ আজ দুপুরে ঘর পরিষ্কার করতে গিয়ে লজের এক কর্মী মহিলার মৃতদেহ দেখতে পান ৷ লজের কেয়ার টেকার শিমুল হালদার জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের উপরে পড়েছিল মহিলার মৃতদেহ । সকালেই তাঁর শওহর বেরিয়ে যান ৷ তারপর তিনি আর ফিরে আসেননি ৷
পুলিশ জানিয়েছে, মৃতার মাসিকে আটক করা হয়েছে । শওহরের খোঁজ চলছে । ঘটনাস্থান থেকে বাংলাদেশি পাসপোর্ট ও কিছু নথি উদ্ধার হয়েছে ৷ তবে খুন, না আত্মহত্যা তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷