ETV Bharat / state

বনগাঁয় লজ থেকে উদ্ধার বাংলাদেশি মহিলার দেহ, ফেরার শওহর - body of a bangladeshi woman recovered

বনগাঁর একটি লজ থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ ৷ মহিলার বাড়ি বাংলাদেশের যশোর জেলায় ৷ আজ সকাল থেকেই পলাতক মহিলার শওহর ৷ ঘটনাস্থান থেকে বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ ৷

body of a bangladeshi woman recovered from Bangaon
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 16, 2020, 9:44 PM IST

Updated : Jan 16, 2020, 9:51 PM IST

বনগাঁ, 16 জানুয়ারি : লজ থেকে উদ্ধার হল এক বাংলাদেশি মহিলার মৃতদেহ ৷ উত্তর 24 পরগনার বনগাঁর ঘটনা ৷ মহিলার শওহরের খোঁজ মেলেনি ৷

মৃতার নাম আসমা বেগম (40) ৷ বাড়ি বাংলাদেশের যশোর জেলায় ৷ তাঁর শওহরের নাম আবুল কাশেম ৷ বুধবার বনগাঁর ওই লজে মহিলা তাঁর শওহর ও মাসির সঙ্গে উঠেছিলেন ৷ লজের দোতলায় দু'টি রুম ভাড়া নিয়েছিলেন তাঁরা ৷ একটিতে তিনি ও তাঁর শওহর ছিলেন ৷ অপরটিতে তাঁর মাসি মনোয়ারা বিবি ছিলেন ৷ আজ দুপুরে ঘর পরিষ্কার করতে গিয়ে লজের এক কর্মী মহিলার মৃতদেহ দেখতে পান ৷ লজের কেয়ার টেকার শিমুল হালদার জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের উপরে পড়েছিল মহিলার মৃতদেহ । সকালেই তাঁর শওহর বেরিয়ে যান ৷ তারপর তিনি আর ফিরে আসেননি ৷

পুলিশ জানিয়েছে, মৃতার মাসিকে আটক করা হয়েছে । শওহরের খোঁজ চলছে । ঘটনাস্থান থেকে বাংলাদেশি পাসপোর্ট ও কিছু নথি উদ্ধার হয়েছে ৷ তবে খুন, না আত্মহত্যা তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷

বনগাঁ, 16 জানুয়ারি : লজ থেকে উদ্ধার হল এক বাংলাদেশি মহিলার মৃতদেহ ৷ উত্তর 24 পরগনার বনগাঁর ঘটনা ৷ মহিলার শওহরের খোঁজ মেলেনি ৷

মৃতার নাম আসমা বেগম (40) ৷ বাড়ি বাংলাদেশের যশোর জেলায় ৷ তাঁর শওহরের নাম আবুল কাশেম ৷ বুধবার বনগাঁর ওই লজে মহিলা তাঁর শওহর ও মাসির সঙ্গে উঠেছিলেন ৷ লজের দোতলায় দু'টি রুম ভাড়া নিয়েছিলেন তাঁরা ৷ একটিতে তিনি ও তাঁর শওহর ছিলেন ৷ অপরটিতে তাঁর মাসি মনোয়ারা বিবি ছিলেন ৷ আজ দুপুরে ঘর পরিষ্কার করতে গিয়ে লজের এক কর্মী মহিলার মৃতদেহ দেখতে পান ৷ লজের কেয়ার টেকার শিমুল হালদার জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের উপরে পড়েছিল মহিলার মৃতদেহ । সকালেই তাঁর শওহর বেরিয়ে যান ৷ তারপর তিনি আর ফিরে আসেননি ৷

পুলিশ জানিয়েছে, মৃতার মাসিকে আটক করা হয়েছে । শওহরের খোঁজ চলছে । ঘটনাস্থান থেকে বাংলাদেশি পাসপোর্ট ও কিছু নথি উদ্ধার হয়েছে ৷ তবে খুন, না আত্মহত্যা তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷

Intro:লজ থেকে উদ্ধার বাংলাদেশি মহিলার দেহ, পলাতক স্বামী

বনগাঁঃ লজ থেকে উদ্ধার হল এক বাংলাদেশি মহিলার দেহ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আসমা বেগম। বাড়ি বাংলাদেশে যশোর জেলায় কোতুয়ালি থানা এলাকায়। বনগাঁ বাটার মোড় এলাকার একটি লজ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ঘটনার পর থেকে স্বামী মহম্মদ আবুল কাশেম পলাতক।

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বুধবার দুপুরে দুই মহিলা ও মহম্মদ আবুল কাশেম বনগাঁর ওই লজের দ্বিলতে এক ও ছয় নম্বর রুম ভাড়া নিয়েছিলেন। এক নম্বর রুমে স্বামী ও স্ত্রী থাকেন। অন্যটিতে ছিলেন মৃতার মাসি মনোয়ারা বিবি। এদিন দুপুরে রুম পরিষ্কার করতে গিয়ে এক কর্মচারী এই মহিলার মৃত দেহ দেখতে পান। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে রুমটিতে তালা মেরে দেয়। ঘটনার পর থেকে স্বামী মহম্মদ আবুল কাশেম পলাতক। আবাসিকের কেয়ারটেকার শিমূল হালদার বলেন, 'আজ দুপুরে আমাদের এক কর্মচারী রুম পরিষ্কার করতে গিয়ে মৃত দেহটি দেখতে পান। তাঁর গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের উপরে পড়েছিল। আজ সকালে ওই মহিলার স্বামী রুম থেকে চলে যান। তারপর আর তিনি রুমে আসেননি।' পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মৃত আসমা বেগমের মাসি মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। স্বামীর খোঁজ চলছে। তবে খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দে পুলিশ।’ ঘটনাস্থল থেকে বাংলাদেশি পাসপোর্ট ও বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Body:লজ থেকে উদ্ধার বাংলাদেশি মহিলার দেহ, পলাতক স্বামী

বনগাঁঃ লজ থেকে উদ্ধার হল এক বাংলাদেশি মহিলার দেহ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আসমা বেগম। বাড়ি বাংলাদেশে যশোর জেলায় কোতুয়ালি থানা এলাকায়। বনগাঁ বাটার মোড় এলাকার একটি লজ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ঘটনার পর থেকে স্বামী মহম্মদ আবুল কাশেম পলাতক।

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বুধবার দুপুরে দুই মহিলা ও মহম্মদ আবুল কাশেম বনগাঁর ওই লজের দ্বিলতে এক ও ছয় নম্বর রুম ভাড়া নিয়েছিলেন। এক নম্বর রুমে স্বামী ও স্ত্রী থাকেন। অন্যটিতে ছিলেন মৃতার মাসি মনোয়ারা বিবি। এদিন দুপুরে রুম পরিষ্কার করতে গিয়ে এক কর্মচারী এই মহিলার মৃত দেহ দেখতে পান। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে রুমটিতে তালা মেরে দেয়। ঘটনার পর থেকে স্বামী মহম্মদ আবুল কাশেম পলাতক। আবাসিকের কেয়ারটেকার শিমূল হালদার বলেন, 'আজ দুপুরে আমাদের এক কর্মচারী রুম পরিষ্কার করতে গিয়ে মৃত দেহটি দেখতে পান। তাঁর গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের উপরে পড়েছিল। আজ সকালে ওই মহিলার স্বামী রুম থেকে চলে যান। তারপর আর তিনি রুমে আসেননি।' পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মৃত আসমা বেগমের মাসি মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। স্বামীর খোঁজ চলছে। তবে খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দে পুলিশ।’ ঘটনাস্থল থেকে বাংলাদেশি পাসপোর্ট ও বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Conclusion:লজ থেকে উদ্ধার বাংলাদেশি মহিলার দেহ, পলাতক স্বামী

বনগাঁঃ লজ থেকে উদ্ধার হল এক বাংলাদেশি মহিলার দেহ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আসমা বেগম। বাড়ি বাংলাদেশে যশোর জেলায় কোতুয়ালি থানা এলাকায়। বনগাঁ বাটার মোড় এলাকার একটি লজ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ঘটনার পর থেকে স্বামী মহম্মদ আবুল কাশেম পলাতক।

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বুধবার দুপুরে দুই মহিলা ও মহম্মদ আবুল কাশেম বনগাঁর ওই লজের দ্বিলতে এক ও ছয় নম্বর রুম ভাড়া নিয়েছিলেন। এক নম্বর রুমে স্বামী ও স্ত্রী থাকেন। অন্যটিতে ছিলেন মৃতার মাসি মনোয়ারা বিবি। এদিন দুপুরে রুম পরিষ্কার করতে গিয়ে এক কর্মচারী এই মহিলার মৃত দেহ দেখতে পান। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে রুমটিতে তালা মেরে দেয়। ঘটনার পর থেকে স্বামী মহম্মদ আবুল কাশেম পলাতক। আবাসিকের কেয়ারটেকার শিমূল হালদার বলেন, 'আজ দুপুরে আমাদের এক কর্মচারী রুম পরিষ্কার করতে গিয়ে মৃত দেহটি দেখতে পান। তাঁর গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের উপরে পড়েছিল। আজ সকালে ওই মহিলার স্বামী রুম থেকে চলে যান। তারপর আর তিনি রুমে আসেননি।' পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মৃত আসমা বেগমের মাসি মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। স্বামীর খোঁজ চলছে। তবে খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দে পুলিশ।’ ঘটনাস্থল থেকে বাংলাদেশি পাসপোর্ট ও বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Last Updated : Jan 16, 2020, 9:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.