ETV Bharat / state

Blood Donation Camp: অশোকনগরে দৃষ্টিহীনদের রক্তদান শিবির - রক্তদান শিবির

অশোকনগরে রক্তদান শিবিরের আয়োজন করলেন দৃষ্টিহীনরা ৷ দৃষ্টিহীনদের নিয়ে তৈরি একটি ওয়েলফেয়ার সোসাইটি এই শিবিরের আয়োজন করেন ৷ মোট 70 জন এই শিবিরে রক্তদান করেন ৷

Blood Donation Camp by a Welfare Society which is run by Blind People in Ashoknagar North 24 Pargana
অশোকনগরে দৃষ্টিহীনদের দ্বারা আয়োজিত রক্তদান শিবির
author img

By

Published : Sep 9, 2021, 8:16 PM IST

অশোকনগর, 9 সেপ্টেম্বর : তাঁরা সমাজ থেকে অনেক কিছুই নিয়েছেন ৷ কিন্তু, এবার তাঁদের পালা সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া ৷ সেই চিন্তা থেকে মানুষের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করলেন দৃষ্টিহীনরা ৷ প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বৃহস্পতিবার উত্তর 24 পরগনার অশোকনগর থানার গুমা রেনেসাঁস ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা 70 জন দৃষ্টিহীন ব্যক্তি ওই শিবিরে রক্তদান করেন ৷

উদ্যোক্তাদের তরফে দাবি করা হয়েছে, রাজ্যের মধ্যে এটিই প্রথম দৃষ্টিহীনদের দ্বারা আয়োজিত রক্তদান শিবির ৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ-সহ স্থানীয় রাজনীাতিকরা ৷ বিশেষ ক্ষমতা সম্পন্ন এই মানুষরা আজ নিজ নিজ কর্মক্ষেত্রে উজ্জ্বল প্রতিভার পরিচয় দিচ্ছেন ৷ তাঁদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘আমার কাছে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে ৷ আমার মনে হয় এই দিনটি আজকের প্রজন্মের দেখা উচিত ৷ সমাজের প্রকৃত আইডল মানুষ এরাই ৷ যাঁরা দৃষ্টিহীন হয়েও রক্ত দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ৷’’

আরও পড়ুন : Bhadu Song : শিল্পীর অভাবে অস্তিত্ব সংকটে প্রাচীন লোকসংস্কৃতি ভাদু গান

প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তারক চন্দ্র জানান, ‘‘আমি দৃষ্টিহীন হয়েও, দৃষ্টিহীন মানুষদের সমাজে অগ্রধিকার দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি নিয়েছি ৷ বিভিন্ন সময়ে বস্ত্রদান, অন্নদান থেকে শুরু করে একাধিক কর্মযজ্ঞ করেছে আমাদের সোসাইটি ৷ কিন্তু, এই প্রথম রাজ্যের মধ্যে রক্তদান অনুষ্ঠান করলাম আমরা ৷ বিগত করোনাকালে সমাজ থেকে আমরা অনেক কিছুই পেয়েছি ৷ কিন্তু, আমাদের ইচ্ছা সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার ৷ সেই লক্ষ্যেই আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন ৷ রক্তদান শিবির আয়োজন করতে পেরে এবং তা সফল করতে পেরে আমরা খুবই আনন্দিত ৷ এই কাজের মধ্যে দিয়ে আমরা সমাজের কাছে বার্তা দিতে চাই ৷ কেউ যেন দৃষ্টিহীনদের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষ না ভাবেন ৷’’

আরও পড়ুন : Assam Boat Tragedy : ব্রহ্মপুত্রে নৌকা দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু, নিখোঁজ দুই

অশোকনগর, 9 সেপ্টেম্বর : তাঁরা সমাজ থেকে অনেক কিছুই নিয়েছেন ৷ কিন্তু, এবার তাঁদের পালা সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া ৷ সেই চিন্তা থেকে মানুষের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করলেন দৃষ্টিহীনরা ৷ প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বৃহস্পতিবার উত্তর 24 পরগনার অশোকনগর থানার গুমা রেনেসাঁস ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা 70 জন দৃষ্টিহীন ব্যক্তি ওই শিবিরে রক্তদান করেন ৷

উদ্যোক্তাদের তরফে দাবি করা হয়েছে, রাজ্যের মধ্যে এটিই প্রথম দৃষ্টিহীনদের দ্বারা আয়োজিত রক্তদান শিবির ৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ-সহ স্থানীয় রাজনীাতিকরা ৷ বিশেষ ক্ষমতা সম্পন্ন এই মানুষরা আজ নিজ নিজ কর্মক্ষেত্রে উজ্জ্বল প্রতিভার পরিচয় দিচ্ছেন ৷ তাঁদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘আমার কাছে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে ৷ আমার মনে হয় এই দিনটি আজকের প্রজন্মের দেখা উচিত ৷ সমাজের প্রকৃত আইডল মানুষ এরাই ৷ যাঁরা দৃষ্টিহীন হয়েও রক্ত দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ৷’’

আরও পড়ুন : Bhadu Song : শিল্পীর অভাবে অস্তিত্ব সংকটে প্রাচীন লোকসংস্কৃতি ভাদু গান

প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তারক চন্দ্র জানান, ‘‘আমি দৃষ্টিহীন হয়েও, দৃষ্টিহীন মানুষদের সমাজে অগ্রধিকার দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি নিয়েছি ৷ বিভিন্ন সময়ে বস্ত্রদান, অন্নদান থেকে শুরু করে একাধিক কর্মযজ্ঞ করেছে আমাদের সোসাইটি ৷ কিন্তু, এই প্রথম রাজ্যের মধ্যে রক্তদান অনুষ্ঠান করলাম আমরা ৷ বিগত করোনাকালে সমাজ থেকে আমরা অনেক কিছুই পেয়েছি ৷ কিন্তু, আমাদের ইচ্ছা সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার ৷ সেই লক্ষ্যেই আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন ৷ রক্তদান শিবির আয়োজন করতে পেরে এবং তা সফল করতে পেরে আমরা খুবই আনন্দিত ৷ এই কাজের মধ্যে দিয়ে আমরা সমাজের কাছে বার্তা দিতে চাই ৷ কেউ যেন দৃষ্টিহীনদের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষ না ভাবেন ৷’’

আরও পড়ুন : Assam Boat Tragedy : ব্রহ্মপুত্রে নৌকা দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু, নিখোঁজ দুই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.