দমদম, ১২ জুলাই : BJP কর্মীদের উপর হামলার অভিযোগ দক্ষিণ দমদমের তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । হামলায় জখম পাঁচ BJP কর্মী আর জি কর হাসপাতালে ভরতি । দমদম থানায় দায়ের হয়েছে অভিযোগ ।
উলটো রথ উপলক্ষ্যে BJP কর্মীরা নাগেরবাজার মোড়ে জলছত্রের আয়োজন করেছিলেন । আজ দুপুরে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালান । BJP-র অভিযোগ, স্থানীয় কাউন্সিলর বাপি মিত্রের নেতৃত্বেই জলছত্রে হামলা চালানো হয়েছে । ভেঙে দেওয়া হয় ছত্রে থাকা আসবাবপত্র ও বৈদ্যুতিক সামগ্রী।
BJP কর্মীরা বাধা দিতে গেলে তাঁদের বেধড়ক মারধর করেন তৃণমূল কর্মীরা । BJP-র ৫ জন কর্মী আহত হন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান BJP-র উত্তর 24 পরগনা জেলা সম্পাদক সোমনাথ চক্রবর্তী ও জেলার নেতা পীযূষ কানোরিয়া, দক্ষিণ দমদম মণ্ডল সভাপতি রাজীব চক্রবর্তী । তাঁরা আহত BJP কর্মীদের আর জি কর হাসপাতালে ভরতি করান । আহতদের মধ্যে দু'জন গুরুতর জখম ।
এদিকে দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান পাঁচুগোপাল রায়ের দাবি, এই ঘটনা রাজনৈতিক সংঘর্ষ নয় । ঘটনাস্থানে আগে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর অস্থায়ী দোকান ছিল । সেই দোকান জোর করে সরিয়ে দিয়ে BJP কর্মীরা ওখানে জলছত্র করেছিল । স্থানীয় মানুষই এর প্রতিবাদ করেছে । সম্পূর্ণ অরাজনৈতিক বিবাদকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে BJP ।"