ETV Bharat / state

উলটো রথে BJP-র জলছত্রে তৃণমূলের হামলা, জখম 5 - BJP attacked

নাগেরবাজারে BJPর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । হামলায় জখম 5 BJP কর্মী আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতেলে ভরতি । দুজনের অবস্থা গুরুতর ।

BJP-র জলছত্র আক্রান্ত
author img

By

Published : Jul 12, 2019, 8:15 PM IST

দমদম, ১২ জুলাই : BJP কর্মীদের উপর হামলার অভিযোগ দক্ষিণ দমদমের তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । হামলায় জখম পাঁচ BJP কর্মী আর জি কর হাসপাতালে ভরতি । দমদম থানায় দায়ের হয়েছে অভিযোগ ।

উলটো রথ উপলক্ষ্যে BJP কর্মীরা নাগেরবাজার মোড়ে জলছত্রের আয়োজন করেছিলেন । আজ দুপুরে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালান । BJP-র অভিযোগ, স্থানীয় কাউন্সিলর বাপি মিত্রের নেতৃত্বেই জলছত্রে হামলা চালানো হয়েছে । ভেঙে দেওয়া হয় ছত্রে থাকা আসবাবপত্র ও বৈদ্যুতিক সামগ্রী।

BJP কর্মীরা বাধা দিতে গেলে তাঁদের বেধড়ক মারধর করেন তৃণমূল কর্মীরা । BJP-র ৫ জন কর্মী আহত হন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান BJP-র উত্তর 24 পরগনা জেলা সম্পাদক সোমনাথ চক্রবর্তী ও জেলার নেতা পীযূষ কানোরিয়া, দক্ষিণ দমদম মণ্ডল সভাপতি রাজীব চক্রবর্তী । তাঁরা আহত BJP কর্মীদের আর জি কর হাসপাতালে ভরতি করান । আহতদের মধ্যে দু'জন গুরুতর জখম ।

এদিকে দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান পাঁচুগোপাল রায়ের দাবি, এই ঘটনা রাজনৈতিক সংঘর্ষ নয় । ঘটনাস্থানে আগে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর অস্থায়ী দোকান ছিল । সেই দোকান জোর করে সরিয়ে দিয়ে BJP কর্মীরা ওখানে জলছত্র করেছিল । স্থানীয় মানুষই এর প্রতিবাদ করেছে । সম্পূর্ণ অরাজনৈতিক বিবাদকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে BJP ।"

দমদম, ১২ জুলাই : BJP কর্মীদের উপর হামলার অভিযোগ দক্ষিণ দমদমের তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । হামলায় জখম পাঁচ BJP কর্মী আর জি কর হাসপাতালে ভরতি । দমদম থানায় দায়ের হয়েছে অভিযোগ ।

উলটো রথ উপলক্ষ্যে BJP কর্মীরা নাগেরবাজার মোড়ে জলছত্রের আয়োজন করেছিলেন । আজ দুপুরে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালান । BJP-র অভিযোগ, স্থানীয় কাউন্সিলর বাপি মিত্রের নেতৃত্বেই জলছত্রে হামলা চালানো হয়েছে । ভেঙে দেওয়া হয় ছত্রে থাকা আসবাবপত্র ও বৈদ্যুতিক সামগ্রী।

BJP কর্মীরা বাধা দিতে গেলে তাঁদের বেধড়ক মারধর করেন তৃণমূল কর্মীরা । BJP-র ৫ জন কর্মী আহত হন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান BJP-র উত্তর 24 পরগনা জেলা সম্পাদক সোমনাথ চক্রবর্তী ও জেলার নেতা পীযূষ কানোরিয়া, দক্ষিণ দমদম মণ্ডল সভাপতি রাজীব চক্রবর্তী । তাঁরা আহত BJP কর্মীদের আর জি কর হাসপাতালে ভরতি করান । আহতদের মধ্যে দু'জন গুরুতর জখম ।

এদিকে দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান পাঁচুগোপাল রায়ের দাবি, এই ঘটনা রাজনৈতিক সংঘর্ষ নয় । ঘটনাস্থানে আগে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর অস্থায়ী দোকান ছিল । সেই দোকান জোর করে সরিয়ে দিয়ে BJP কর্মীরা ওখানে জলছত্র করেছিল । স্থানীয় মানুষই এর প্রতিবাদ করেছে । সম্পূর্ণ অরাজনৈতিক বিবাদকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে BJP ।"

Intro:


দমদম, ১২ জুলাই: বিজেপি কর্মীদের ওপর হামলা চালাবার অভিযোগ দক্ষিণ দমদমের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আহত পাঁচ বিজেপি কর্মী আর জি কর হাসপাতালে ভর্তি। ঘটনার প্রতিবাদে নেমেছে বিজেপি। দমদম থানায় দায়ের হয়েছে অভিযোগ।

Body:জানা গিয়েছে রথযাত্রা উপলক্ষে বিজেপির তরফ থেকে নাগেরবাজারে জলছত্রের আয়োজন করা হয়েছিল। আজ দুপুরে সেখানে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিজেপির অভিযোগ স্থানীয় কাউন্সিলর বাপি মিত্রর উপস্থিতিতে এই হামলা চালানো হয়। মঞ্চ ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় মঞ্চে থাকা আসবাবপত্র ও বৈদ্যুতিক সামগ্রী। বিজেপি কর্মীরা বাধা দিতে গেলে তাদের বেধড়ক মারধর করে তুমুল কংগ্রেসের কর্মীরা। এই ঘটনায় বিজেপির ৫ জন আহত হয়।

Conclusion:বিজেপি কর্মীরা জেলা নেতৃত্বকে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয় বিজেপি জেলা সম্পাদক সোমনাথ চক্রবর্তী ও জেলার নেতা পীযূষ কানোরিয়া, দক্ষিণ দমদম মন্ডল সভাপতি রাজীব চক্রবর্তী। তাদের উদ্যোগে আহত বিজেপি কর্মীদের আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজন গুরুতর জখম হয়েছে। এ বিষয়ে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু গোপাল রায়ের দাবী, "এটা কোন রাজনৈতিক লড়াই নয়। ঘটনাস্থলে আগে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর অস্থায়ী দোকান ছিল। সেই দোকান সরিয়ে দিয়ে বিজেপি কর্মীরা ওখানে জলছত্র করে। স্থানীয় বিবাদকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে বিজেপি"।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.