ETV Bharat / state

রাম নবমীতে অস্ত্র হাতে শোভাযাত্রা BJP-র - barrackpore

রাম নবমী উপলক্ষে গতকাল BJP কর্মীরা অস্ত্র নিয়ে শোভাযাত্রা করে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিংয়ের নেতৃত্বে এই শোভাযাত্রা হয়।

author img

By

Published : Apr 15, 2019, 3:10 PM IST

Updated : Apr 15, 2019, 3:35 PM IST

ব্যারাকপুর, 15 এপ্রিল : রামনবমীতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিংয়ের নেতৃত্বে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা করে BJP। ভাটপাড়া বিধানসভা এলাকায় শোভাযাত্রা বের হয়। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় অস্ত্র নিয়ে এই শোভাযাত্রা হয়।

দেখুন ভিডিয়ো

শোভাযাত্রায় ছিলেন কয়েক হাজারেরও বেশি মানুষ। অনেকের হাতেই তরোয়াল, ভোজালি, রামদা ও ত্রিশূল ছিল।

এই শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

ব্যারাকপুর, 15 এপ্রিল : রামনবমীতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিংয়ের নেতৃত্বে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা করে BJP। ভাটপাড়া বিধানসভা এলাকায় শোভাযাত্রা বের হয়। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় অস্ত্র নিয়ে এই শোভাযাত্রা হয়।

দেখুন ভিডিয়ো

শোভাযাত্রায় ছিলেন কয়েক হাজারেরও বেশি মানুষ। অনেকের হাতেই তরোয়াল, ভোজালি, রামদা ও ত্রিশূল ছিল।

এই শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

Amritsar (Punjab), Apr 14 (ANI): The Golden Temple in Amritsar was magnificently lit up as the country celebrated Baisakhi festival on Sunday. Fireworks were also seen across the sky giving a beautiful and mesmerizing view. Devotees also thronged the temple to offer prayers on the special occasion.

Last Updated : Apr 15, 2019, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.