ETV Bharat / state

BJP নেতাকে খুনের প্রতিবাদে আমডাঙায় বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ - আমডাঙা মন্ডল 1-এর BJP সভাপতি চন্দন মুখোপাধ্যায়

বেলা 12টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ-অবরোধ । আন্দোলনের জেরে আমডাঙায় 34 নম্বর জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত হয় ।

BJP নেতা খুনের প্রতিবাদে আমডাঙার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ
BJP নেতা খুনের প্রতিবাদে আমডাঙার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ
author img

By

Published : Oct 5, 2020, 3:18 PM IST

আমডাঙা, 5 অক্টোবর : দলীয় নেতা মণীশ শুক্লাকে খুনের প্রতিবাদে আমডাঙায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন BJP কর্মীরা । আজ দুপুরে আমডাঙার রাজবেড়িয়া মোড়ে বেঞ্চ পেতে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাঁরা । নেতৃত্বে ছিলেন আমডাঙা মণ্ডল 1-এর সভাপতি চন্দন মুখোপাধ্যায় । বেলা 12টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ-অবরোধ । আন্দোলনের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় । পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে ৷

গতরাত ন'টা নাগাদ টিটাগড় থানার সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদস্য ও আইনজীবী মনীশ শুক্লা । তিনি BJP সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন । ঘটনার প্রতিবাদে আজ BJP-র তরফে 12 ঘণ্টা ব্যারাকপুর বনধের ডাক দেওয়া হয় । খুনের প্রতিবাদে ও বনধের সমর্থনে সকাল থেকেই রাস্তায় নামেন BJP নেতা ও কর্মীরা । ব্যারাকপুরের বিভিন্ন প্রান্তে শুরু হয় অবরোধ ও বিক্ষোভ । কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান দলীয় কর্মী-সমর্থকরা আবার কোথাও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । আমডাঙাতেও 34 নম্বর জাতীয় সড়কে বেঞ্চ পেতে অবরোধে সামিল হন BJP কর্মী-সমর্থকরা ।

BJP নেতাকে খুনের প্রতিবাদে আমডাঙায় জাতীয় সড়ক অবরোধ

এই বিষয়ে BJP-র আমডাঙা মণ্ডল 1-এর সভাপতি চন্দন মুখোপাধ্যায় বলেন, "মণীশ শুক্লাকে যেভাবে টিটাগড় থানার সামনে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । নির্লজ্জ পুলিশ-প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি । খুনের ঘটনার প্রতিবাদে আমডাঙাতোও 12 ঘণ্টার বনধ পালিত হচ্ছে । বনধ সফল করতে রাস্তায় নেমে অবরোধ বিক্ষোভে সামিল হয়েছি আমরা । দ্রুত খুনের ঘটনার কিনারা না হলে আগামীদিনে বড়সড় আন্দোলনে নামব ৷"

আমডাঙা, 5 অক্টোবর : দলীয় নেতা মণীশ শুক্লাকে খুনের প্রতিবাদে আমডাঙায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন BJP কর্মীরা । আজ দুপুরে আমডাঙার রাজবেড়িয়া মোড়ে বেঞ্চ পেতে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাঁরা । নেতৃত্বে ছিলেন আমডাঙা মণ্ডল 1-এর সভাপতি চন্দন মুখোপাধ্যায় । বেলা 12টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ-অবরোধ । আন্দোলনের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় । পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে ৷

গতরাত ন'টা নাগাদ টিটাগড় থানার সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদস্য ও আইনজীবী মনীশ শুক্লা । তিনি BJP সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন । ঘটনার প্রতিবাদে আজ BJP-র তরফে 12 ঘণ্টা ব্যারাকপুর বনধের ডাক দেওয়া হয় । খুনের প্রতিবাদে ও বনধের সমর্থনে সকাল থেকেই রাস্তায় নামেন BJP নেতা ও কর্মীরা । ব্যারাকপুরের বিভিন্ন প্রান্তে শুরু হয় অবরোধ ও বিক্ষোভ । কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান দলীয় কর্মী-সমর্থকরা আবার কোথাও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । আমডাঙাতেও 34 নম্বর জাতীয় সড়কে বেঞ্চ পেতে অবরোধে সামিল হন BJP কর্মী-সমর্থকরা ।

BJP নেতাকে খুনের প্রতিবাদে আমডাঙায় জাতীয় সড়ক অবরোধ

এই বিষয়ে BJP-র আমডাঙা মণ্ডল 1-এর সভাপতি চন্দন মুখোপাধ্যায় বলেন, "মণীশ শুক্লাকে যেভাবে টিটাগড় থানার সামনে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । নির্লজ্জ পুলিশ-প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি । খুনের ঘটনার প্রতিবাদে আমডাঙাতোও 12 ঘণ্টার বনধ পালিত হচ্ছে । বনধ সফল করতে রাস্তায় নেমে অবরোধ বিক্ষোভে সামিল হয়েছি আমরা । দ্রুত খুনের ঘটনার কিনারা না হলে আগামীদিনে বড়সড় আন্দোলনে নামব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.