ETV Bharat / state

ব্যারাকপুরে খুন বিজেপি কর্মী

পরিবার ও বিজেপির অভিযোগ, আজ সন্ধ্যায় বিজেপির 'আর নয় অন্যায়' যাত্রা চলছিল । সেই সময় আচমকা 10-12টি বাইকে তৃণমূলের দুষ্কৃতীরা আসে । লাঠিসোটা, উইকেট দিয়ে অতর্কিতে বিজেপির লোকজনের উপর তারা হামলা চালায়। তাতে গুরুতর জখম হন বিজেপি কর্মী সৈকত ভাওয়াল(24)-সহ কয়েকজন ।

BJP activist killed again in Barrackpore
ব্যারাকপুরে ফের খুন বিজেপি কর্মী
author img

By

Published : Dec 12, 2020, 8:54 PM IST

Updated : Dec 12, 2020, 10:37 PM IST

ব্যারাকপুর, 12 ডিসেম্বর : বিজেপি-র 'আর নয় অন্যায়' যাত্রায় দুষ্কৃতীদের হাতে খুন বিজেপি কর্মী । হালিশহর ছয় নম্বর ওয়ার্ডের ঘটনা ।

পরিবার ও বিজেপির অভিযোগ, আজ সন্ধ্যায় বিজেপির 'আর নয় অন্যায়' যাত্রা চলছিল । সেই সময় আচমকা 10-12টি বাইকে তৃণমূলের দুষ্কৃতীরা আসে । লাঠিসোটা, উইকেট দিয়ে অতর্কিতে বিজেপির লোকজনের উপর তাঁরা হামলা চালায়। তাতে গুরুতর জখম হন বিজেপি কর্মী সৈকত ভাওয়াল(24)-সহ কয়েকজন ।

গুরুতর জখম অবস্থায় সৈকতকে চিকিৎসার জন্য কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ ।

ব্যারাকপুরে খুন বিজেপি কর্মী

আরও পড়ুন : টিটাগড়ে BJP নেতাকে গুলি করে খুন, আজ 12 ঘণ্টার ব্যারাকপুর বনধ

বীজপুরের বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় বলেন, "খুনের বদলে খুন আমি চাই না । তবে এই অন্যায়ের বদলা হবেই । তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।"

ব্যারাকপুর, 12 ডিসেম্বর : বিজেপি-র 'আর নয় অন্যায়' যাত্রায় দুষ্কৃতীদের হাতে খুন বিজেপি কর্মী । হালিশহর ছয় নম্বর ওয়ার্ডের ঘটনা ।

পরিবার ও বিজেপির অভিযোগ, আজ সন্ধ্যায় বিজেপির 'আর নয় অন্যায়' যাত্রা চলছিল । সেই সময় আচমকা 10-12টি বাইকে তৃণমূলের দুষ্কৃতীরা আসে । লাঠিসোটা, উইকেট দিয়ে অতর্কিতে বিজেপির লোকজনের উপর তাঁরা হামলা চালায়। তাতে গুরুতর জখম হন বিজেপি কর্মী সৈকত ভাওয়াল(24)-সহ কয়েকজন ।

গুরুতর জখম অবস্থায় সৈকতকে চিকিৎসার জন্য কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ ।

ব্যারাকপুরে খুন বিজেপি কর্মী

আরও পড়ুন : টিটাগড়ে BJP নেতাকে গুলি করে খুন, আজ 12 ঘণ্টার ব্যারাকপুর বনধ

বীজপুরের বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় বলেন, "খুনের বদলে খুন আমি চাই না । তবে এই অন্যায়ের বদলা হবেই । তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।"

Last Updated : Dec 12, 2020, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.