ETV Bharat / state

তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি কর্মীর, অস্বীকার শাসকদলের - ব্রিগেড

উত্তর 24 পরগনার গাইঘাটায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ থানায় অভিযোগ দায়ের ৷ অভিযোগ অস্বীকার করে শাসকদলের পাল্টা দাবি, যে তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, আদতে মারধর করা হয়েছে তাঁকেই ৷ এবং সেটা করেছেন এলাকার বিজেপি নেতাকর্মীরাই ৷

west bengal assembly election 2021_wb_n24_02_bjp workers injured by tmc hamla_vis_byte_raju_10009
তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি কর্মীর, অস্বীকার শাসকদলের
author img

By

Published : Mar 3, 2021, 12:41 PM IST

গাইঘাটা, 3 মার্চ: বিগ্রেডের প্রস্তুতি সভা সেরে বাড়ি ফেরার পথে বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীর উপর হামলার অভিযোগ ৷ কাঠগড়ায় রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি কর্মী সুদাম মণ্ডলের দাবি, তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে ৷ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার গাইঘাটার ধরমপুরে ৷

সুদাম মণ্ডলের অভিযোগ, পরিকল্পনা করেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। যাতে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা যায় ৷ এবং এলাকার সাধারণ মানুষ ভীত, সন্ত্রস্ত হয়ে 7 মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে না যান ৷

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ পাল্টা বিজেপির বিরুদ্ধেই আক্রমণের অভিযোগ তুলেছে তারা ৷

আগামী 7 মার্চ বিগ্রেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা রয়েছে ৷ সেই সভা সফল করতে উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছে বিজেপি ৷ গত সোমবার রাতে গাইঘাটার ধরমপুরে ঘরোয়া সভা ছিল বিজেপির। সেই সভা সেরে বাড়ির দিকে ফিরছিলেন ধর্মপুর পঞ্চায়েতের বিজেপি সদস্যার স্বামী সুদাম মণ্ডল ৷ তিনি নিজেও বিজেপির একজন সক্রিয় কর্মী।

সুদামের দাবি, গোপোল এলাকায় তাঁর পথ আটকান তৃণমূলের কয়েকজন কর্মী ৷ দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, এরপরই পঞ্চায়েত সদস্যার স্বামীর উপর চড়াও হন তৃণমূল কর্মীরা ৷ মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় ওই বিজেপি কর্মীকে। খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সেখান থেকে চম্পট দেন অভিযুক্তরা ৷

সূত্রের খবর, হাত,মুখ ও চোখে গুরুতর আঘাত লেগেছে বিজেপি কর্মী সুদাম মণ্ডলের। মঙ্গলবার সকালে আক্রান্ত ওই বিজেপি কর্মীর বাড়িতে যান দলীয় নেতারা ৷ কথা বলেন তাঁর সঙ্গে ৷

এই বিষয়ে গাইঘাটা বিধানসভায় বিজেপির আহ্বায়ক রাজকুমার মিত্র বলেন, ‘‘তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে ৷ তাই ভীত, সন্ত্রস্ত হয়ে এলাকায় আতঙ্ক চাইছে ৷ ওঁরা বলছেন, খেলা হবে ৷ এটা কোন রাজনৈতিক স্লোগান ? আসলে এই ধরনের কথাবার্তা বলে ক্ষমতা দখলে রাখার চেষ্টা করছে শাসকদল ৷ এসব করে কোনও লাভ হবে না ৷ আগামী 7 মার্চ নরেন্দ্র মোদির বিগ্রেড সভার দিনই তৃণমূলের মৃত্যুঘণ্টা বাজবে ৷ এ বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ আমরা বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি ৷ যদি কোনও পদক্ষেপ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা ৷ ’’

আরও পড়ুন: নাগরাকাটায় বিজেপি নেতার গাড়িতে হামলা

যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে পাল্টা তাদের বিরুদ্ধেই হামলা ও মারধরের অভিযোগ এনেছে শাসকশিবির ৷ এই বিষয়ে গাইঘাটা পশ্চিম ব্লক তৃণমূলের সভাপতি সুভাষরঞ্জন হালদার বলেন, ‘‘গোপোল মাঠ পাড়ার একটি চায়ের দোকানে বসেছিলেন আমাদের দলীয় কর্মী জয়ন্ত মণ্ডল ৷ তখন ওই পঞ্চায়েত সদস্যার স্বামী তাঁকে উদ্দেশ্য করে উল্টোপাল্টা মন্তব্য করেন ৷ তারই প্রতিবাদ করে আক্রান্ত হন জয়ন্ত ৷ অথচ, তাঁর বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে ৷ বিজেপি নোংরা রাজনীতি করতে পথে নেমেছে ৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷’’

প্রসঙ্গত, হামলার ঘটনায় সেদিন রাতেই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন সুদাম মণ্ডল ৷ সেই অনুযায়ী তদন্তও শুরু করেছে পুলিশ ৷ তবে কাউকে গ্রেফতার করা হয়নি ৷

গাইঘাটা, 3 মার্চ: বিগ্রেডের প্রস্তুতি সভা সেরে বাড়ি ফেরার পথে বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীর উপর হামলার অভিযোগ ৷ কাঠগড়ায় রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি কর্মী সুদাম মণ্ডলের দাবি, তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে ৷ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার গাইঘাটার ধরমপুরে ৷

সুদাম মণ্ডলের অভিযোগ, পরিকল্পনা করেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। যাতে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা যায় ৷ এবং এলাকার সাধারণ মানুষ ভীত, সন্ত্রস্ত হয়ে 7 মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে না যান ৷

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ পাল্টা বিজেপির বিরুদ্ধেই আক্রমণের অভিযোগ তুলেছে তারা ৷

আগামী 7 মার্চ বিগ্রেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা রয়েছে ৷ সেই সভা সফল করতে উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছে বিজেপি ৷ গত সোমবার রাতে গাইঘাটার ধরমপুরে ঘরোয়া সভা ছিল বিজেপির। সেই সভা সেরে বাড়ির দিকে ফিরছিলেন ধর্মপুর পঞ্চায়েতের বিজেপি সদস্যার স্বামী সুদাম মণ্ডল ৷ তিনি নিজেও বিজেপির একজন সক্রিয় কর্মী।

সুদামের দাবি, গোপোল এলাকায় তাঁর পথ আটকান তৃণমূলের কয়েকজন কর্মী ৷ দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, এরপরই পঞ্চায়েত সদস্যার স্বামীর উপর চড়াও হন তৃণমূল কর্মীরা ৷ মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় ওই বিজেপি কর্মীকে। খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সেখান থেকে চম্পট দেন অভিযুক্তরা ৷

সূত্রের খবর, হাত,মুখ ও চোখে গুরুতর আঘাত লেগেছে বিজেপি কর্মী সুদাম মণ্ডলের। মঙ্গলবার সকালে আক্রান্ত ওই বিজেপি কর্মীর বাড়িতে যান দলীয় নেতারা ৷ কথা বলেন তাঁর সঙ্গে ৷

এই বিষয়ে গাইঘাটা বিধানসভায় বিজেপির আহ্বায়ক রাজকুমার মিত্র বলেন, ‘‘তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে ৷ তাই ভীত, সন্ত্রস্ত হয়ে এলাকায় আতঙ্ক চাইছে ৷ ওঁরা বলছেন, খেলা হবে ৷ এটা কোন রাজনৈতিক স্লোগান ? আসলে এই ধরনের কথাবার্তা বলে ক্ষমতা দখলে রাখার চেষ্টা করছে শাসকদল ৷ এসব করে কোনও লাভ হবে না ৷ আগামী 7 মার্চ নরেন্দ্র মোদির বিগ্রেড সভার দিনই তৃণমূলের মৃত্যুঘণ্টা বাজবে ৷ এ বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ আমরা বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি ৷ যদি কোনও পদক্ষেপ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা ৷ ’’

আরও পড়ুন: নাগরাকাটায় বিজেপি নেতার গাড়িতে হামলা

যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে পাল্টা তাদের বিরুদ্ধেই হামলা ও মারধরের অভিযোগ এনেছে শাসকশিবির ৷ এই বিষয়ে গাইঘাটা পশ্চিম ব্লক তৃণমূলের সভাপতি সুভাষরঞ্জন হালদার বলেন, ‘‘গোপোল মাঠ পাড়ার একটি চায়ের দোকানে বসেছিলেন আমাদের দলীয় কর্মী জয়ন্ত মণ্ডল ৷ তখন ওই পঞ্চায়েত সদস্যার স্বামী তাঁকে উদ্দেশ্য করে উল্টোপাল্টা মন্তব্য করেন ৷ তারই প্রতিবাদ করে আক্রান্ত হন জয়ন্ত ৷ অথচ, তাঁর বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে ৷ বিজেপি নোংরা রাজনীতি করতে পথে নেমেছে ৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷’’

প্রসঙ্গত, হামলার ঘটনায় সেদিন রাতেই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন সুদাম মণ্ডল ৷ সেই অনুযায়ী তদন্তও শুরু করেছে পুলিশ ৷ তবে কাউকে গ্রেফতার করা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.