ETV Bharat / state

বনগাঁয় ভোট পরবর্তী সংঘর্ষ, জখম ৩ - prasenjit biswas

BJP-TMC সংঘর্ষে উত্তপ্ত বনগাঁ । জখম দুই দলের তিন কর্মী ।

BJP-TMC
author img

By

Published : May 27, 2019, 6:03 AM IST

Updated : May 27, 2019, 7:51 AM IST

বনগাঁ, 27 : বনগাঁয় ভোট পরবর্তী সংঘর্ষ অব্যাহত। গতকাল বনগাঁর চাদায় BJP-TMC সংঘর্ষে জখম হয়েছেন তিন জন। আহতরা বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল বিকেলে বনগাঁর চাঁদা বেদিয়াপোঁতা এলাকায় BJP কর্মীরা বিজয় মিছিল করেন। সেই মিছিল থেকে ফেরার সময় তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। জখম হন BJP-র দুই সমর্থক । তাঁদের বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়।

ভিডিয়োয় দেখুন

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, BJP কর্মীরা ওই এলাকার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে আক্রমণ করে। প্রতিবাদ করতে গিয়ে প্রসেনজিৎ বিশ্বাস নামে এক TMC সমর্থক আক্রান্ত হন। তাঁকে বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়েছে।

বনগাঁ, 27 : বনগাঁয় ভোট পরবর্তী সংঘর্ষ অব্যাহত। গতকাল বনগাঁর চাদায় BJP-TMC সংঘর্ষে জখম হয়েছেন তিন জন। আহতরা বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল বিকেলে বনগাঁর চাঁদা বেদিয়াপোঁতা এলাকায় BJP কর্মীরা বিজয় মিছিল করেন। সেই মিছিল থেকে ফেরার সময় তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। জখম হন BJP-র দুই সমর্থক । তাঁদের বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়।

ভিডিয়োয় দেখুন

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, BJP কর্মীরা ওই এলাকার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে আক্রমণ করে। প্রতিবাদ করতে গিয়ে প্রসেনজিৎ বিশ্বাস নামে এক TMC সমর্থক আক্রান্ত হন। তাঁকে বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়েছে।

Intro:[27/05, 2:37 AM] Anjan(Howrah Rural): ৬ নম্বর জাতীয় সড়কের পাশে অস্থায়ী দোকানের গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত কমপক্ষে ৪০ টি দোকান। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় বিশাল আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে 'ছ'নম্বর জাতীয় সড়কের পাশে সাঁকরাইল থানার নাবঘরা রানিহাটি মাছ বাজারে। ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত তিনজন আহত কে হাওড়া জেনারেল হসপিটাল এ পাঠানো হয়েছে। নাবঘরা মাছ বাজারের পাশে ইলেকট্রিক পারহাউজ থাকায় ইলেকট্রিক বন্ধ রাখা হয়েছে।
[27/05, 2:50 AM] Anjan(Howrah Rural): ঘটনায় ৬নং জাতীয় সড়কের কোলাঘাট মুখী লেনে যান চলাচল ব্যাহত হয়।Body:HConclusion:
Last Updated : May 27, 2019, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.