বনগাঁ, 3 মে : BJP-কে নিষিদ্ধ করার দাবি জানালেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । তাঁর কথায়, "BJP সন্ত্রাসে মদত দেয় । তাই তাদের ব্যানড করে দেওয়া উচিত ।" গতকাল মমতা ঠাকুরের সমর্থনে বনগাঁর জ্ঞান বিকাশিনী সংঘ মাঠে জনসভা করেন ফিরহাদ । সেখানেই তিনি একথা বলেন ।
ফিরহাদ বলেন, "BJP হিন্দুত্ববাদী দল নয় । ওরা হিন্দুদের কথা ভাবেই না । হিন্দুস্থানকে ভাগ করতে চায় ।" বুধবার হাফিজ সইদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ । এপ্রসঙ্গে ফিরহাদ বলেন, "আমরা আনন্দিত হাফিজ় সইদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হয়েছে । কিন্তু, আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করায় মোদি তোমার কী হবে ? তোমার দলও তো সন্ত্রাসে মদত দেয় । মালেগাঁও বিস্ফোরণে জড়িত সাধ্বী প্রজ্ঞাকে দলে এনেছে । সন্ত্রাসবাদী দল তো তোমারও । BJP-কে ব্যানড করে দেওয়া উচিত ।"
জনসভা থেকে নরেন্দ্র মোদিকে ঢপবাজ বলেও কটাক্ষ করেন ফিরহাদ । বলেন, "জয় শ্রী রাম বলে তোমরা রামের নাম বদনাম কোরো না । আজ নির্বাচন এসেছে বলে জয় শ্রী রাম-এর কথা মনে পড়ে গেল ? রাম কে ? রাম পুরুষোত্তম । নিজের স্ত্রীর সম্মান রক্ষার্থে লঙ্কায় গিয়ে রাবণ-বধ করেছিলেন । আর যিনি নিজেকে সবথেকে বড় রামভক্ত বলেন, তাঁর নিজের সীতাকে ত্যাগ করে দিয়েছেন । আপনার রামভক্তি ? রামের কাছে শেখেননি স্ত্রীর সম্মান কোথায় ? সেই সীতা আজও কাঁদছে । ওঁর নাম আমি বলি না। নরেন কে ? নরেন তো আমাদের স্বামী বিবেকানন্দ । আমি ওঁকে বলি ঢপবাজ মোদি ।"
এদিকে, মোদির নাম না করে ধনজ্ঞয় চক্রবর্তীর সাথেও তুলনা করেন ফিরহাদ । বলেন, "যখনই চৌকিদার শুনি মনে হয় ধনঞ্জয় চক্রবর্তীর মতো চৌকিদার নয় তো ? হেতাল পারেখকে ধর্ষণ করে খুন করেছিল চৌকিদার । তার ফাঁসি হয়েছিল । সেরকম চৌকিদার নয় তো ? আমারও বুকটা দুরদুর করে । মেয়ে আছে তো । যখন সবাই বলে চৌকিদার (জনতার আওয়াজ চোর হে)... তখন মনটা শান্ত হয় । মানুষ বুঝে গেছে এই চৌকিদার চলবে না ।"