ETV Bharat / state

আমফান-ত্রাণে দুর্নীতির অভিযোগে গাইঘাটা ও দেগঙ্গায় বিক্ষোভ BJP-র

author img

By

Published : Jul 4, 2020, 8:13 AM IST

আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগে গতকাল গাইঘাটার সুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ দেখায় BJP ৷ অন্যদিকে একই অভিযোগে দেগঙ্গাতেও বিক্ষোভ দেখায় BJP ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

BJP show agitation
বিক্ষোভ BJP-র

গাইঘাটা, 4 জুলাই : আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ তুলে গাইঘাট ও দেগঙ্গায় বিক্ষোভ দেখাল BJP ৷ গতকাল গাইঘাটার সুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ দেখানো হয় ৷ বিক্ষোভে নেতৃত্ব দেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ৷ অন্যদিকে, একই অভিযোগে দেগঙ্গাতেও বিক্ষোভ দেখায় BJP ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

আমফানের ত্রাণে স্বজনপোষণ করছে তৃণমূল ৷ এই অভিযোগে অনেকদিন ধরেই বিভিন্ন জায়গায় সরব হয়েছে BJP ৷ গতকালও একই অভিযোগে গাইঘাটার সুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ দেখায় তারা ৷ সেখানে বিক্ষোভে নেতৃত্ব দেন শান্তনু ঠাকুর ৷ পরে গ্রাম পঞ্চায়েত অফিসে স্মারকলিপিও জমা দেওয়া হয় ৷

একই অভিযোগে দেগঙ্গার চৌরাশি পঞ্চায়েতেও বিক্ষোভ দেখানো হয় BJP-র তরফে ৷ কিন্তু অভিযোগ, সেইসময় BJP-র কর্মী-সমর্থককে বাধা দেয় তৃণমূল ৷ যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, গতকাল চৌরাশি পঞ্চায়েতে দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল এসেছিলেন ৷ তাই তৃণমূল কর্মীরা জমায়েত করে স্লোগান দিয়েছেন ৷ অন্যদিকে গতকাল CPI(M)-এর তরফেও আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ তুলে হাবড়া পৌরসভায় স্মারকলিপি জমা দেওয়া হয়েছে ৷

গাইঘাটা, 4 জুলাই : আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ তুলে গাইঘাট ও দেগঙ্গায় বিক্ষোভ দেখাল BJP ৷ গতকাল গাইঘাটার সুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ দেখানো হয় ৷ বিক্ষোভে নেতৃত্ব দেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ৷ অন্যদিকে, একই অভিযোগে দেগঙ্গাতেও বিক্ষোভ দেখায় BJP ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

আমফানের ত্রাণে স্বজনপোষণ করছে তৃণমূল ৷ এই অভিযোগে অনেকদিন ধরেই বিভিন্ন জায়গায় সরব হয়েছে BJP ৷ গতকালও একই অভিযোগে গাইঘাটার সুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ দেখায় তারা ৷ সেখানে বিক্ষোভে নেতৃত্ব দেন শান্তনু ঠাকুর ৷ পরে গ্রাম পঞ্চায়েত অফিসে স্মারকলিপিও জমা দেওয়া হয় ৷

একই অভিযোগে দেগঙ্গার চৌরাশি পঞ্চায়েতেও বিক্ষোভ দেখানো হয় BJP-র তরফে ৷ কিন্তু অভিযোগ, সেইসময় BJP-র কর্মী-সমর্থককে বাধা দেয় তৃণমূল ৷ যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, গতকাল চৌরাশি পঞ্চায়েতে দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল এসেছিলেন ৷ তাই তৃণমূল কর্মীরা জমায়েত করে স্লোগান দিয়েছেন ৷ অন্যদিকে গতকাল CPI(M)-এর তরফেও আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ তুলে হাবড়া পৌরসভায় স্মারকলিপি জমা দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.