ETV Bharat / state

মণীশ-খুনে CBI তদন্তের দাবিতে BJP-র হল্লাবোল মিছিল - BJP নেতা মুকুল রায়

মিছিলে নেতৃত্বে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা মুকুল রায় । রয়েছেন সাংসদ অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক সব্যসাচী দত্ত । মিছিল থেকে মণীশ খুনে CBI তদন্তের দাবি তোলা হয়েছে ।

BJP rally demanding CBI probe into Manish shukla murder case
BJP-র হল্লাবোল মিছিল
author img

By

Published : Oct 16, 2020, 5:56 PM IST

ব্যারাকপুর, 16 অক্টোবর : দলীয় নেতা মণীশ শুক্লা খুনের প্রতিবাদে হল্লাবোল মিছিল করল BJP । আজ টিটাগড় থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত মিছিল করছেন BJP কর্মী-সমর্থকরা ।

মিছিলে নেতৃত্বে দেন দলের কেন্দ্রীয় নেতা মুকুল রায় । রয়েছেন সাংসদ অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক সব্যসাচী দত্ত-রা । মিছিল থেকে মণীশ-খুনে CBI তদন্তের দাবি তোলা হয়েছে ।

BJP-র হল্লাবোল মিছিল

মণীশ শুক্লা খুনে মঙ্গলবার BJP-র বিরুদ্ধেই অভিযোগ তুলে ফিরহাদ হাকিমের নেতৃত্বে শান্তিমিছিল করেছিল তৃণমূল । আজ তারই পালটা হল্লাবোল মিছিল করছে BJP ।

ব্যারাকপুর, 16 অক্টোবর : দলীয় নেতা মণীশ শুক্লা খুনের প্রতিবাদে হল্লাবোল মিছিল করল BJP । আজ টিটাগড় থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত মিছিল করছেন BJP কর্মী-সমর্থকরা ।

মিছিলে নেতৃত্বে দেন দলের কেন্দ্রীয় নেতা মুকুল রায় । রয়েছেন সাংসদ অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক সব্যসাচী দত্ত-রা । মিছিল থেকে মণীশ-খুনে CBI তদন্তের দাবি তোলা হয়েছে ।

BJP-র হল্লাবোল মিছিল

মণীশ শুক্লা খুনে মঙ্গলবার BJP-র বিরুদ্ধেই অভিযোগ তুলে ফিরহাদ হাকিমের নেতৃত্বে শান্তিমিছিল করেছিল তৃণমূল । আজ তারই পালটা হল্লাবোল মিছিল করছে BJP ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.