ETV Bharat / state

Barasat BJP Meeting: লোকসভা ভোটের আগে রাজ্যে বিজেপির সংগঠন বৃদ্ধিতে জোর সুনীল বনশলের - সুনীল বনশল

2024 লোকসভা ভোটের আগে রাজ্যে নিজেদের সংগঠন বাড়াতে ও দলকে শক্তিশালী করতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব ৷ বারাসতে সাংগঠনিক বৈঠকে সেই বার্তাই দিলেন রাজ্য বিজেপি'র বিশেষ পর্যবেক্ষক সুনীল বনশল (Sunil Bansal)

ETV Bharat
বারসতে সাংগঠনিক বৈঠকে সুনীল বনশল
author img

By

Published : Jan 5, 2023, 11:07 PM IST

বারাসত, 5 জানুয়ারি: আগামী বছরই লোকসভার নির্বাচন । আদতে এই ভোটকেই পাখির চোখ করে এগোতে চাইছে বঙ্গ বিজেপি ৷ তার আগে অবশ্য রয়েছে আর কয়েক মাস পরেই রাজ্যে হতে চলা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ তবে মূলত লোকসভা নির্বাচনে বাজিমাত করতে সংগঠন বিস্তারে কার্যত ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির (BJP strategic meeting at Barasat)।

এই লক্ষ্যে একদিকে যেমন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা জেলাভিত্তিক সংগঠন বৃদ্ধিতে জোর দিয়েছেন । তেমনই পশ্চিমবঙ্গে নিযুক্ত বিজেপি'র কেন্দ্রীয় নেতারাও প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে চলেছেন সংগঠন শক্তিশালী করার কাজে । সেই জন্য প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলায় ছুটে গিয়ে দলীয় নেতৃত্ব-কর্মীদের সঙ্গে আলোচনা এবং বৈঠকও করছেন তাঁরা । বৃহস্পতিবার এই বিষয়টিই দলের বারাসত সাংগঠনিক জেলার বিশেষ বৈঠকে যোগ দিয়ে স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপি'র বিশেষ পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নেতা সুনীল বনশল (Sunil Bansal) । এই বৈঠকে দলীয় নেতা-কর্মীদের বুথ ভিত্তিক সংগঠনে বিশেষভাবে জোর দিতে তিনি বলেছেন বলে খবর জেলা বিজেপি সূত্রে (Barasat BJP Meeting)।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় যাবে কেন্দ্রীয় দল, হুঁশিয়ারি শুভেন্দুর

এদিন উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে বিশেষ সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছিল জেলা বিজেপির তরফে । সেই বৈঠকেই হাজির হয়েছিলেন রাজ্যে বিজেপির বিশেষ পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নেতা সুনীল বনশল । তিনি ছাড়াও বৈঠকে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো,দলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র, নদিয়া জোনের ইনচার্জ অমিতাভ রায়-সহ দলের বিভিন্ন মণ্ডল সভাপতি এবং পদাধিকারীরা । রুদ্ধদ্বার সেই বৈঠকে মূলত লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর বিজেপি সূত্রে । বিশেষ করে বারাসত লোকসভা কেন্দ্রকে টার্গেট করে এখন থেকেই দলীয় নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন সুনীল বনশল । এছাড়াও বৈঠকে বুথ ভিত্তিক সংগঠনে জোর দিয়েছেন তিনি ।

গত লোকসভার নির্বাচনে এই রাজ্য থেকে 18টি আসন দখল করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল পদ্ম শিবির । এবার সেই আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্য গেরুয়া শিবিরের । ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপির নেতৃত্বকে আসন সংখ্যা বেঁধে-ও দিয়েছে বলে খবর দলীয় সূত্রে । সেই মতো বাজিমাত করতে লোকসভা আসন ধরে ধরে এগোতে চাইছে রাজ্য বিজেপি । তবে,এই সাফল্য বিজেপির তখনই মিলবে যখন জেলা এবং বুথ ভিত্তিক সংগঠনে বিস্তার ঘটানো যাবে! আর তা বিলক্ষণ বুঝতে পারছেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা । তাই,দেরি না করে লোকসভা ভোটের আগেই ত্রুটি-বিচ্যুতি দূর করে সাংগঠনিক দুর্বলতা কাটাতে মরিয়া গেরুয়া শিবির । সেই কারণে জেলাভিত্তিক সংগঠন শক্তিশালী করতে মাঠে নেমে পড়েছে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব ।

তবে এদিন বৈঠকের বিষয়ে কোনও কিছুই বলতে রাজি হননি রাজ্য বিজেপির বিশেষ পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নেতা সুনীল বনশল । তবে,এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন,"উনি আমাদের কিছু নির্দেশিকা দিয়ে গিয়েছেন । সেই নির্দেশিকা মেনে আগামীদিনে আমরা সংগঠন বিস্তার করতে তৎপর হব । লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করতে বদ্ধপরিকর ৷"

বারাসত, 5 জানুয়ারি: আগামী বছরই লোকসভার নির্বাচন । আদতে এই ভোটকেই পাখির চোখ করে এগোতে চাইছে বঙ্গ বিজেপি ৷ তার আগে অবশ্য রয়েছে আর কয়েক মাস পরেই রাজ্যে হতে চলা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ তবে মূলত লোকসভা নির্বাচনে বাজিমাত করতে সংগঠন বিস্তারে কার্যত ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির (BJP strategic meeting at Barasat)।

এই লক্ষ্যে একদিকে যেমন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা জেলাভিত্তিক সংগঠন বৃদ্ধিতে জোর দিয়েছেন । তেমনই পশ্চিমবঙ্গে নিযুক্ত বিজেপি'র কেন্দ্রীয় নেতারাও প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে চলেছেন সংগঠন শক্তিশালী করার কাজে । সেই জন্য প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলায় ছুটে গিয়ে দলীয় নেতৃত্ব-কর্মীদের সঙ্গে আলোচনা এবং বৈঠকও করছেন তাঁরা । বৃহস্পতিবার এই বিষয়টিই দলের বারাসত সাংগঠনিক জেলার বিশেষ বৈঠকে যোগ দিয়ে স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপি'র বিশেষ পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নেতা সুনীল বনশল (Sunil Bansal) । এই বৈঠকে দলীয় নেতা-কর্মীদের বুথ ভিত্তিক সংগঠনে বিশেষভাবে জোর দিতে তিনি বলেছেন বলে খবর জেলা বিজেপি সূত্রে (Barasat BJP Meeting)।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় যাবে কেন্দ্রীয় দল, হুঁশিয়ারি শুভেন্দুর

এদিন উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে বিশেষ সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছিল জেলা বিজেপির তরফে । সেই বৈঠকেই হাজির হয়েছিলেন রাজ্যে বিজেপির বিশেষ পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নেতা সুনীল বনশল । তিনি ছাড়াও বৈঠকে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো,দলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র, নদিয়া জোনের ইনচার্জ অমিতাভ রায়-সহ দলের বিভিন্ন মণ্ডল সভাপতি এবং পদাধিকারীরা । রুদ্ধদ্বার সেই বৈঠকে মূলত লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর বিজেপি সূত্রে । বিশেষ করে বারাসত লোকসভা কেন্দ্রকে টার্গেট করে এখন থেকেই দলীয় নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন সুনীল বনশল । এছাড়াও বৈঠকে বুথ ভিত্তিক সংগঠনে জোর দিয়েছেন তিনি ।

গত লোকসভার নির্বাচনে এই রাজ্য থেকে 18টি আসন দখল করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল পদ্ম শিবির । এবার সেই আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্য গেরুয়া শিবিরের । ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপির নেতৃত্বকে আসন সংখ্যা বেঁধে-ও দিয়েছে বলে খবর দলীয় সূত্রে । সেই মতো বাজিমাত করতে লোকসভা আসন ধরে ধরে এগোতে চাইছে রাজ্য বিজেপি । তবে,এই সাফল্য বিজেপির তখনই মিলবে যখন জেলা এবং বুথ ভিত্তিক সংগঠনে বিস্তার ঘটানো যাবে! আর তা বিলক্ষণ বুঝতে পারছেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা । তাই,দেরি না করে লোকসভা ভোটের আগেই ত্রুটি-বিচ্যুতি দূর করে সাংগঠনিক দুর্বলতা কাটাতে মরিয়া গেরুয়া শিবির । সেই কারণে জেলাভিত্তিক সংগঠন শক্তিশালী করতে মাঠে নেমে পড়েছে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব ।

তবে এদিন বৈঠকের বিষয়ে কোনও কিছুই বলতে রাজি হননি রাজ্য বিজেপির বিশেষ পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নেতা সুনীল বনশল । তবে,এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন,"উনি আমাদের কিছু নির্দেশিকা দিয়ে গিয়েছেন । সেই নির্দেশিকা মেনে আগামীদিনে আমরা সংগঠন বিস্তার করতে তৎপর হব । লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করতে বদ্ধপরিকর ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.