গাইঘাটা, 7 জুন : তর্জন-গর্জনই সার । পুলিশের শর্ত মেনেই দুই BJP সাংসদ সৌমিত্র খাঁ ও শান্তনু ঠাকুরের ধরনা প্রত্যাহার হয়ে গেল। দলের দুই কর্মীকে পুলিশ না ছাড়লে গোটা উত্তর 24 পরগনা জুড়ে আগুন জ্বালানোর হুঁশিয়ারি দেওয়া সৌমিত্র খাঁ ধরনা মঞ্চ থেকে গোপনেই কলকাতায় ফিরে গেলেন । দিনের শেষে BJP নেতারা পুলিশের দেওয়া শর্ত মেনেই আন্দোলন প্রত্যাহার করেন । ধৃত দুই BJP কর্মীকেও 14 দিনের জন্য জেলেই রাখা হল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে গাইঘাটার বকচরা গ্রামে তৃণমূল ও BJP-র সমর্থকদের মধ্যে গোলমাল হয় । তাতে পুলিশ দু'পক্ষেরই কয়েকজনকে গ্রেপ্তার করে । রাতে কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও উত্তম পাল ও উজ্জ্বল মণ্ডল নামে BJP-র দুই কর্মীর বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করে । তারপরই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন সাংসদ সৌমিত্র খাঁ ও শান্তনু ঠাকুর । গাইঘাটা থানার সামনে ধরনায় বসে পড়েন তাঁরা । ধরনায় সামিল হন দলের বেশ কিছু নেতা-কর্মীও । রাতভর চলে সেই ধরনা কর্মসূচি ।
সকালে মেজাজ চড়িয়ে দুই BJP সাংসদই বলেন, পুলিশ যতক্ষণ দলের ধৃত দুই কর্মীকে না ছাড়বে ততক্ষণ ধরনা চলবে । সৌমিত্র একধাপ এগিয়ে বলেন, "ধৃত দু'জনকে না ছাড়লে গোটা জেলাজুড়ে আগুন জ্বলবে।" কিন্তু সেই তর্জন-গর্জনই সার । দিনের শেষে পুলিশের শর্ত মেনেই তাঁরা ধরনা প্রত্যাহার করে নেন । আরও আশ্চর্যের বিষয়, ধরনা আন্দোলন শেষ হওয়ার আগেই মঞ্চ থেকে চলে যান সৌমিত্র। দিনের শেষে BJP-র জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায় পুলিশের শর্ত মেনেই ধরনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন । তারপর সাংসদ শান্তনু ঠাকুর বলেন, "আমাদের দাবি পুলিশ মেনে নিয়েছে । দলের দুই কর্মীকে পুলিশই জামিন করানোর আশ্বাস দিয়েছে । তাই আমরা ধরনা প্রত্যাহার করে নিলাম।"
বাস্তবে পুলিশ এমন কোনও আশ্বাসই দেয়নি বলেই সূত্রের খবর । বরং মারধর ও সরকারি কাজে বাধাদানের মতো জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ ওই দুই BJP কর্মীকে বনগাঁ মহকুমা আদালতে পাঠায়। আদালত দু'জনকেই 14 দিন জেল হেপাজতের নির্দেশ দিয়েছে । গাইঘাটা থানার সামনে সৌমিত্র ও শান্তনুর ধরনা প্রসঙ্গে তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "BJP-র দুই সাংসদ দায়িত্বজ্ঞানহীনভাবে থানার সামনে ধরনা করছিলেন । তাঁরা আইন মানেননি । লকডাউন আইন অমান্য করেছেন । আমরা দু'জনেরই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ।"