ETV Bharat / state

রাতভর গাইঘাটা থানার সামনে অবস্থানে 2 BJP সাংসদ - গাইঘাটা থানায় বিক্ষোভ

রাতভর গাইঘাটা থানার সামনে অবস্থানে দুই BJP সাংসদ ৷ দলীয় কর্মীদের মিথ্যা অভিযোগে আটকে রাখা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা ৷

থানার সামনে অবস্থানে দুই সাংসদ
author img

By

Published : Jun 7, 2020, 5:43 AM IST

Updated : Jun 7, 2020, 6:23 AM IST

গাইঘাটা, 7 জুন : দলীয় কর্মীদের মিথ্যে অভিযোগে আটক করে রেখেছে পুলিশ ৷ এই অভিযোগে গাইঘাটা থানার সামনে অবস্থানে বসলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ । রাত সাড়ে 12টা থেকে থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ।

শনিবার সন্ধ্যায় বকচরা এলাকায় একটি ঝামেলা হয় । সেখানে পঞ্চায়েত সদস্য অপর্ণা মণ্ডল যান । পুলিশ তাঁকে সহ তিনজনকে গ্রেপ্তার করে । এরপরই খবর পেয়ে শান্তনু ঠাকুর ও সৌমিত্র খাঁ সেখানে আসেন ৷ তাঁরা থানায় এলে অপর্ণা মণ্ডলকে ছেড়ে দিলেও বাকি দু'জনকে আটকে রাখা হয় । এরপরই বাকি দু'জনকে ছাড়ার দাবিতে প্রায় 50 জন কর্মী-সমর্থক নিয়ে গাইঘাটা থানার সামনে অবস্থানে বসেন দুই সাংসদ । যতক্ষণ ওই দু'জনকে ছাড়া হচ্ছে ততক্ষণ তাঁরা থানার সামনে থেকে উঠবেন না বলে জানিয়ে দেন ।

গাইঘাটা থানার সামনে অবস্থানে দুই BJP সাংসদ

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গাইঘাটা বকচরায় তৃণমূল কর্মীদের সঙ্গে স্থানীয় BJP কর্মীদের গন্ডগোল হয় । পরে গাইঘাটা বকচরা ফুলসারা গ্রাম পঞ্চায়েতের BJP সদস্য অপর্ণা মণ্ডল, স্বামী উজ্জ্বল মণ্ডল ও চালক সুজয় দাস গাইঘাটা থানায় গিয়ে পুলিশকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন । এরপরই তাঁদের আটক করা হয়।

গাইঘাটা, 7 জুন : দলীয় কর্মীদের মিথ্যে অভিযোগে আটক করে রেখেছে পুলিশ ৷ এই অভিযোগে গাইঘাটা থানার সামনে অবস্থানে বসলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ । রাত সাড়ে 12টা থেকে থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ।

শনিবার সন্ধ্যায় বকচরা এলাকায় একটি ঝামেলা হয় । সেখানে পঞ্চায়েত সদস্য অপর্ণা মণ্ডল যান । পুলিশ তাঁকে সহ তিনজনকে গ্রেপ্তার করে । এরপরই খবর পেয়ে শান্তনু ঠাকুর ও সৌমিত্র খাঁ সেখানে আসেন ৷ তাঁরা থানায় এলে অপর্ণা মণ্ডলকে ছেড়ে দিলেও বাকি দু'জনকে আটকে রাখা হয় । এরপরই বাকি দু'জনকে ছাড়ার দাবিতে প্রায় 50 জন কর্মী-সমর্থক নিয়ে গাইঘাটা থানার সামনে অবস্থানে বসেন দুই সাংসদ । যতক্ষণ ওই দু'জনকে ছাড়া হচ্ছে ততক্ষণ তাঁরা থানার সামনে থেকে উঠবেন না বলে জানিয়ে দেন ।

গাইঘাটা থানার সামনে অবস্থানে দুই BJP সাংসদ

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গাইঘাটা বকচরায় তৃণমূল কর্মীদের সঙ্গে স্থানীয় BJP কর্মীদের গন্ডগোল হয় । পরে গাইঘাটা বকচরা ফুলসারা গ্রাম পঞ্চায়েতের BJP সদস্য অপর্ণা মণ্ডল, স্বামী উজ্জ্বল মণ্ডল ও চালক সুজয় দাস গাইঘাটা থানায় গিয়ে পুলিশকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন । এরপরই তাঁদের আটক করা হয়।

Last Updated : Jun 7, 2020, 6:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.