ETV Bharat / state

সন্দেশখালিতে BJP কর্মীদের স্মরণসভায় লকেট - উত্তর 24 পরগনার খবর

আমরা রাজ্যের শাসন ক্ষমতায় এলে ওই দুষ্কৃতীদের সাজা দেবই । আশ্বাস সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ।

Lockdet Chatterjee
লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Jun 8, 2020, 8:00 PM IST

সন্দেশখালি, 8 জুন : 2019 সালের 8 জুন উত্তর 24 পরগনার সন্দেশখালির ভাঙিপাড়ায় রাজনৈতিক সংঘর্ষে খুন হয়েছিলেন BJP-র দুই কর্মী। নিখোঁজ ছিলেন আরও এক BJP কর্মী । খুন হন এক তৃণমূল কর্মীও । আজ সেই ঘটনার একবছর ঘুরল । আজ সন্দেশখালিতে সংঘর্ষে নিহত BJP কর্মীদের স্মরণসভায় উপস্থিত ছিলেন BJP নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও । নিহত ও নিখোঁজ BJP কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেন সাংসদ ।

সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে বলতেই তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন নিহত দুই BJP কর্মীর পরিবারের লোকেরা । তাঁরা দোষীদের শাস্তির দাবি তোলেন । দলের পক্ষ থেকে আগেই নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে । লকেট আজ তাঁদের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন ।

স্মরণসভার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ বলেন, "ওরা বুঝতে পেরেছে 2021-এ আমাদের দল ক্ষমতায় এলে দুষ্কৃতীদের সাজা হবেই । তাই আরও সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাচ্ছে । আমি সন্দেশখালির মানুষকে বলেছি, আপনারা ওই দুষ্কৃতীদের নামের তালিকা তৈরি করুন । আমরা রাজ্যের শাসন ক্ষমতায় এলে ওই দুষ্কৃতীদের সাজা দেবই । আর ওই দুষ্কৃতীদের সঙ্গে প্রশাসনের যারা জড়িত আছে, তাদের সেদিন জবাব দিতে হবে । "

ঘটনার বছর ঘুরলেও কেন দোষীরা এখনও শাস্তি পেল না ? সে প্রশ্নের জবাবে লকেট বলেন, "আমরা জানতাম রাজ্য পুলিশ দোষীদের ধরবে না । তাই, আমরা CBI তদন্ত চেয়েছিলাম। কিন্তু রাজ্য সরকার তা হতে দেয়নি । ওরা যতই চেষ্টা করুক দুষ্কৃতীদের আড়াল করে রাখতে, পারবে না । আমরা শাসন ক্ষমতায় এলে দোষীদের সাজা হবেই।"

সন্দেশখালি, 8 জুন : 2019 সালের 8 জুন উত্তর 24 পরগনার সন্দেশখালির ভাঙিপাড়ায় রাজনৈতিক সংঘর্ষে খুন হয়েছিলেন BJP-র দুই কর্মী। নিখোঁজ ছিলেন আরও এক BJP কর্মী । খুন হন এক তৃণমূল কর্মীও । আজ সেই ঘটনার একবছর ঘুরল । আজ সন্দেশখালিতে সংঘর্ষে নিহত BJP কর্মীদের স্মরণসভায় উপস্থিত ছিলেন BJP নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও । নিহত ও নিখোঁজ BJP কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেন সাংসদ ।

সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে বলতেই তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন নিহত দুই BJP কর্মীর পরিবারের লোকেরা । তাঁরা দোষীদের শাস্তির দাবি তোলেন । দলের পক্ষ থেকে আগেই নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে । লকেট আজ তাঁদের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন ।

স্মরণসভার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ বলেন, "ওরা বুঝতে পেরেছে 2021-এ আমাদের দল ক্ষমতায় এলে দুষ্কৃতীদের সাজা হবেই । তাই আরও সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাচ্ছে । আমি সন্দেশখালির মানুষকে বলেছি, আপনারা ওই দুষ্কৃতীদের নামের তালিকা তৈরি করুন । আমরা রাজ্যের শাসন ক্ষমতায় এলে ওই দুষ্কৃতীদের সাজা দেবই । আর ওই দুষ্কৃতীদের সঙ্গে প্রশাসনের যারা জড়িত আছে, তাদের সেদিন জবাব দিতে হবে । "

ঘটনার বছর ঘুরলেও কেন দোষীরা এখনও শাস্তি পেল না ? সে প্রশ্নের জবাবে লকেট বলেন, "আমরা জানতাম রাজ্য পুলিশ দোষীদের ধরবে না । তাই, আমরা CBI তদন্ত চেয়েছিলাম। কিন্তু রাজ্য সরকার তা হতে দেয়নি । ওরা যতই চেষ্টা করুক দুষ্কৃতীদের আড়াল করে রাখতে, পারবে না । আমরা শাসন ক্ষমতায় এলে দোষীদের সাজা হবেই।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.