বারাসত, 2 জানুয়ারি : পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের মুচলেকা দেওয়ার নিদানে অনড় রইলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh sticks to his stand) । রবিবার বারাসতে দলের এক নির্বাচনী বৈঠকে যোগ দেন তিনি অর্জুন ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপি'র থেকে টিকিট নেব । বিজেপির টিকিটে জিতব । পরে আবার তৃণমূলে চলে যাব, এসব আর হবে না । কিছু লোকের মধ্যে এই ধরনের প্রবণতা থাকে ৷"
উদাহরণ হিসেবে তৃণমূলে যাওয়া দলের সাত বিধায়কের প্রসঙ্গও টেনে আনেন এই বিজেপি সাংসদ । বলেন, "তৃণমূলে যাওয়া সাত বিধায়কের কোনও লাজলজ্জা নেই । দল ছাড়ার আগে বিধায়ক পদ থেকে পদত্যাগ করা উচিত ছিল ওদের । বিজেপি'র টিকিটে ভোটে জিতব, পরে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উন্নয়নে সামিল হতে তৃণমূলের ঝান্ডা তুলে নেব এসব রুখতেই দলীয় প্রার্থীদের মুচলেকা দিতে হবে আগে থেকে । সেটাই বলা হয়েছে সকলকে"। অর্জুন সিংয়ের দাবি, ইতিমধ্যে চারটি পৌরনিগমের নির্বাচনে দলীয় প্রার্থীরা পার্টির কাছে এই মুচলেকা জমা দিয়েছেন ৷
আরও পড়ুন : করোনার বাড়বাড়ন্তে ‘নবান্ন মেড’ তত্ত্ব এনে রাজ্যকে নিশানা শুভেন্দুর
সম্প্রতি দেখা গিয়েছে বিভিন্ন জেলায় বিজেপি'র নেতা-বিধায়করা দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন ৷ এই বিষয়টিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপির সহ-সভাপতি এবং সাংসদ অর্জুন সিং৷ তাঁর কথায়, "বিজেপিতে কে এল, কে গেল তাতে কিছু আসে যায় না । দলে কিছু আয়ারাম,গয়ারাম থাকে । যাঁরা স্বার্থ ফুরিয়ে গেলে অন্য দলে চলে যায় । তাঁদের দিকে তাকিয়ে বিজেপি'কে মানুষ ভোট দেয়নি । পশ্চিমবঙ্গে 2 কোটি 28 লক্ষ মানুষের ভোট পেয়েছে বিজেপি । বিজেপির কোনও ভোটার কিংবা বুথস্তরের কর্মী দল ছাড়েননি । হয়তো তৃণমূলের অত্যাচারে অনেকে বসে গিয়েছেন । আমরা আগামী পৌর নির্বাচনে তৃণমূলের মোকাবিলা করতে প্রস্তুত । এক ইঞ্চিও জমি ছাড়া হবেনা শাসকদলকে ৷" রাজ্য সরকারকে কটাক্ষ করে এদিন এই দাপুটে বিজেপি নেতা বলেন, ‘‘রাজ্য কোনও উন্নয়ন হয়নি , কিন্তু তোলাবাজি শিল্পে পরিণত হয়েছে ৷’’