ETV Bharat / state

BJP MP Shantanu Thakur : এবার বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর - বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর

এবার ‘বিদ্রোহী’ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ৷ ছাড়লেন বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ (Central Minister Shantanu Thakur left BJp WhatsApp group)

BJP MP Shantanu Thakur
বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর
author img

By

Published : Jan 3, 2022, 10:59 PM IST

বনগাঁ, 3 জানুয়ারি : ফের বিদ্রোহের সুর বিজেপি'র অন্দরে ৷ মতুয়া সম্প্রদায়ের 5 বিজেপি বিধায়ক বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর এবার বিজেপির সমস্ত অফিসিয়াল গ্রুপ ছাড়লেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Central Minister Shantanu Thakur left BJp WhatsApp group) । গ্রুপ ছাড়ার কথা স্বীকার করেছেন শান্তনু ।

এ বিষয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "মনে হয়েছে বিজেপিতে আমরা নিষ্প্রয়োজন, তাই সমস্ত গ্রুপ ছেড়ে দিয়েছি ।" তবে তিনি কি কারণে গ্রুপ ছাড়লেন সে বিষয়ে কিছুই খোলাসা করে বলেননি তিনি ৷ বলেছেন প্রয়োজনে সাংবাদিক বৈঠক করে এবিষয়ে বিস্তারিত জানাবেন ৷

বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর

আরও পড়ুন : জেলা কমিটি ঘোষণা হতেই বিজেপির পাঁচ মতুয়া বিধায়কের বিদ্রোহ

দিন কয়েক আগেই ঘোষিত হয়েছে বিজেপির নয়া রাজ্য কমিটি ৷ তার পর থেকেই হিড়িক পড়েছে বিজেপি নেতা-বিধায়কদের দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার ৷ বাঁকুড়ার 4 বিধায়কও দলীয় গ্রুপ ছেড়েছেন সম্প্রতি ৷

বনগাঁ, 3 জানুয়ারি : ফের বিদ্রোহের সুর বিজেপি'র অন্দরে ৷ মতুয়া সম্প্রদায়ের 5 বিজেপি বিধায়ক বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর এবার বিজেপির সমস্ত অফিসিয়াল গ্রুপ ছাড়লেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Central Minister Shantanu Thakur left BJp WhatsApp group) । গ্রুপ ছাড়ার কথা স্বীকার করেছেন শান্তনু ।

এ বিষয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "মনে হয়েছে বিজেপিতে আমরা নিষ্প্রয়োজন, তাই সমস্ত গ্রুপ ছেড়ে দিয়েছি ।" তবে তিনি কি কারণে গ্রুপ ছাড়লেন সে বিষয়ে কিছুই খোলাসা করে বলেননি তিনি ৷ বলেছেন প্রয়োজনে সাংবাদিক বৈঠক করে এবিষয়ে বিস্তারিত জানাবেন ৷

বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর

আরও পড়ুন : জেলা কমিটি ঘোষণা হতেই বিজেপির পাঁচ মতুয়া বিধায়কের বিদ্রোহ

দিন কয়েক আগেই ঘোষিত হয়েছে বিজেপির নয়া রাজ্য কমিটি ৷ তার পর থেকেই হিড়িক পড়েছে বিজেপি নেতা-বিধায়কদের দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার ৷ বাঁকুড়ার 4 বিধায়কও দলীয় গ্রুপ ছেড়েছেন সম্প্রতি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.