বনগাঁ, 9 ফেব্রুয়ারি: পুলিশ-প্রশাসনকে আক্রমণ, তৃণমূল নেতাদের পিঠে চেলাকাঠ ভাঙা, ডাঙ্কার কাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া কখনও আবার ঝাঁটার বাড়ি মারার নিদান দিলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ৷ গত সোমবার চাঁদপাড়ার দিঘায় দলীয় নেতা-কর্মীদের তৃণমূল নেতাদের জুতো খুলে পেটানোর নিদান দেন তিনি ৷ বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের এই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে বনগাঁ পুলিশ জেলার তিনটি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ৷ মঙ্গলবার ও বুধবার স্বপনের বিরুদ্ধে গাইঘাটা, বনগাঁ ও গোপালনগর থানায় অভিযোগ জমা পড়ে ৷ তবে এই কয়েকটা অভিযোগ করে তাঁকে ভয় দেখানো যাবে না বলে পালটা হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক ৷
তৃণমূলের দাবি, সম্প্রতি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা-কর্মীদের কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন বিজেপির এই বিধায়ক ৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচির ভাষাও ব্যবহার করেছেন ৷ সোমবার সন্ধ্যায় চাঁদপাড়ার ডুমা গ্রামপঞ্চায়েতের দিঘায় এক দলীয় কর্মসূচিতে বক্তৃতা দেওয়ার সময় বিজেপি নেতা গেরুয়া কর্মী-সমর্থকদের বলেন, "যদি কোনও তৃণমূলের কেউ চোখরাঙায় তাহলে তাদের জুতোপেটা করবেন ৷"
তাঁর এই বিতর্কিত বক্তব্যের জন্য আইনি পথে হাঁটল শাসকদল ৷ স্বপন মজুমদারের সাম্প্রতিককালের বক্তব্যের প্রসঙ্গ তুলে গাইঘাটা থানায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাস ৷ মঙ্গলবার রাতে তিনি গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগ, "সম্প্রতি স্বপন মজুমদার তৃণমূলের নেতাকর্মীদের কুরুচির ভাষায় আক্রমণ করেছেন ৷ যার ফলে এলাকার আইনশৃঙ্খলা বিঘ্ন হতে পারে ৷ পুলিশ প্রশাসনকে স্বপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি ৷" একই অভিযোগ তুলে বনগাঁ ও গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ৷
আরও পড়ুন: 'জ্যোতিপ্রিয় চাল চোর' কড়া কটাক্ষ বিজেপি বিধায়ক স্বপনের
অভিযোগ দায়ের হওয়ার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ান অভিযুক্ত বিধায়ক ৷ বুধবার গাইঘাটা থানার জলেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুরের একটি কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, "আমি সেই কথাটি আরেকবার বলছি ৷ গণতান্ত্রিক অধিকার, ভোট প্রক্রিয়া যদি কোনওভাবে তারা লুট করতে আসে কিংবা যদি সাধারণ মানুষের উপর তৃণমূলের দাদাগিরি দেখাতে আসে, তাহলে যত বড় নেতাই হোক, দালাল হোক, গুন্ডা হোক না কেন তাকে চেলা কাঠ-সহ জুতো দিয়ে পিটিয়ে লাল করে দেবেন ৷ আমি স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে বলছি ৷ ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে ৷ আমার নামে আরও তিনশোটি কেস হোক । আমি ভয় পাই না ৷"