ETV Bharat / state

Tapas-Kakoli Clash: নিয়োগ সুপারিশ বিতর্কে কাকলি ঘোষ দস্তিদার, খতিয়ে দেখতে সিবিআই-কে আর্জি বিজেপি নেতার - তাপস মিত্র

তৃণমূল নেতার ছেলেকে নিয়োগ সুপারিশ বিতর্কে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে তৃণমূল সাংসদের ভূমিকা খতিয়ে দেখতে সিবিআইয়ের কাছে আরজি বিজেপির জেলা সভাপতি তাপস মিত্রর (Tapas Mitra) ৷ আইনি নোটিশ সাংসদ কাকলী ঘোষ দস্তিদারকে ৷

BJP leader Tapas Mitra
নিয়োগ সুপারিশ বিতর্কে কাকলি ঘোষ দস্তিদার
author img

By

Published : Dec 31, 2022, 10:39 PM IST

দুই নেতা-নেত্রীর আইনি লড়াই শেষ পর্যন্ত কোনও দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে সকলে

বারাসত, 31 ডিসেম্বর: তৃণমূল নেতার ছেলের নিয়োগ 'সুপারিশ'-বিতর্কে এবার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ভূমিকা খতিয়ে দেখতে সিবিআইয়ের কাছে আর্জি জানালেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র (BJP Leader Tapas Mitra Send Legal Notice to Kakoli Ghosh Dastidar) । তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার-কে পালটা আইনি জবাব দিয়ে বুঝিয়ে দিলেন তাঁর বিরুদ্ধে আইনি পথেই লড়াই জারি রাখতে চান তিনি । আইনি এবং রাজনৈতিক লড়াইয়ের মাধ‍্যমেই এই বিষয়ের মোকাবিলা করতে চান বিজেপি নেতা তাপস মিত্র । ফলে, নিয়োগ 'সুপারিশ'-বিতর্কে শাসক-গেরুয়া শিবিরের এই দুই নেতা-নেত্রীর আইনি লড়াই শেষ পর্যন্ত কোনও দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে সকলে (North 24 pargana news)।

প্রসঙ্গত, তৃণমূল পরিচালিত বারাসত 1 নম্বর পঞ্চায়েতের সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের ঈশা হক সরদারের ছেলে মহম্মদ নাজিবুল্লাহ আপার প্রাইমারির চাকরিতে যোগ দিয়েছেন ৷ সেই চাকরিতেই সুপারিশ করছেন কাকলি ঘোষ দোস্তিদার (Kakoli Ghosh Dastidar) ৷ সংবাদ মাধ্যমের কাছে এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র । সেই মন্তব্যের জেরে তিনদিন আগে বিজেপি নেতা তাপস মিত্রকে আইনজীবী মারফত আইনি নোটিশ পাঠান তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । আইনি নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়, না জেনেই একজন সাংসদের বিরুদ্ধে মিথ্যা এবং মানহানিকর মন্তব্য করেছেন বিজেপির জেলা সভাপতি তাপস মিত্র (legal notice) । তার ফলে সন্মানহানি হয়েছে তৃণমূল সাংসদের । আইনি নোটিশে এ-ও বলা হয়েছে, আগামী 48 ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে তাঁর করা মন্তব্যের ব‍্যাখা দিতে হবে । নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়টিও বলা রয়েছে আইনি নোটিশে ।

আরও পড়ুন: কিংবদন্তি'র প্রয়াণে বিহ্বল ফুটবলের মক্কা ! সম্রাট-স্মরণে ‘পেলে গেট’ মোহনবাগানে

এই নোটিশ হাতে পাওয়ার 48 ঘণ্টার মধ্যেই সাংসদের পাঠানো আইনি নোটিশের যথাযথ জবাব দিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র । শনিবার ডাকযোগে পাল্টা চার পাতার আইনি জবাব পাঠিয়েছেন তৃণমূল সাংসদের আইনজীবীর কাছে । তাতে উল্লেখ করা হয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বিজেপি নেতা তাপস মিত্রের ওপর তৃণমূলের গুণ্ডাবাহিনীর তিন বছর আগেকার হামলার ঘটনার প্রসঙ্গও । পালটা আইনি ব‍্যাখাও চাওয়া হয়েছে জাবাবি নোটিশের মাধ্যমে ।

ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিজেপির জেলা সভাপতি তাপস মিত্র বলেন,"সাংসদের আইনি নোটিশের যোগ্য জবাব আমার আইনজীবী আইনি প্রক্রিয়াতেই দিয়েছেন । তৃণমূল নেতার ছেলের বেআইনি চাকরিতে উনি সুপারিশ করেছিলেন কি না, তা সিবিআই তদন্ত হলেই পরিষ্কার হয়ে যাবে ।সেই কারণে আমি সিবিআইয়ের কাছে আর্জি জানিয়েছি বিষয়টি খতিয়ে দেখতে । তাহলেই সত্যি না মিথ্যা তা সামনে চলে আসবে ।"

দুই নেতা-নেত্রীর আইনি লড়াই শেষ পর্যন্ত কোনও দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে সকলে

বারাসত, 31 ডিসেম্বর: তৃণমূল নেতার ছেলের নিয়োগ 'সুপারিশ'-বিতর্কে এবার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ভূমিকা খতিয়ে দেখতে সিবিআইয়ের কাছে আর্জি জানালেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র (BJP Leader Tapas Mitra Send Legal Notice to Kakoli Ghosh Dastidar) । তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার-কে পালটা আইনি জবাব দিয়ে বুঝিয়ে দিলেন তাঁর বিরুদ্ধে আইনি পথেই লড়াই জারি রাখতে চান তিনি । আইনি এবং রাজনৈতিক লড়াইয়ের মাধ‍্যমেই এই বিষয়ের মোকাবিলা করতে চান বিজেপি নেতা তাপস মিত্র । ফলে, নিয়োগ 'সুপারিশ'-বিতর্কে শাসক-গেরুয়া শিবিরের এই দুই নেতা-নেত্রীর আইনি লড়াই শেষ পর্যন্ত কোনও দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে সকলে (North 24 pargana news)।

প্রসঙ্গত, তৃণমূল পরিচালিত বারাসত 1 নম্বর পঞ্চায়েতের সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের ঈশা হক সরদারের ছেলে মহম্মদ নাজিবুল্লাহ আপার প্রাইমারির চাকরিতে যোগ দিয়েছেন ৷ সেই চাকরিতেই সুপারিশ করছেন কাকলি ঘোষ দোস্তিদার (Kakoli Ghosh Dastidar) ৷ সংবাদ মাধ্যমের কাছে এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র । সেই মন্তব্যের জেরে তিনদিন আগে বিজেপি নেতা তাপস মিত্রকে আইনজীবী মারফত আইনি নোটিশ পাঠান তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । আইনি নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়, না জেনেই একজন সাংসদের বিরুদ্ধে মিথ্যা এবং মানহানিকর মন্তব্য করেছেন বিজেপির জেলা সভাপতি তাপস মিত্র (legal notice) । তার ফলে সন্মানহানি হয়েছে তৃণমূল সাংসদের । আইনি নোটিশে এ-ও বলা হয়েছে, আগামী 48 ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে তাঁর করা মন্তব্যের ব‍্যাখা দিতে হবে । নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়টিও বলা রয়েছে আইনি নোটিশে ।

আরও পড়ুন: কিংবদন্তি'র প্রয়াণে বিহ্বল ফুটবলের মক্কা ! সম্রাট-স্মরণে ‘পেলে গেট’ মোহনবাগানে

এই নোটিশ হাতে পাওয়ার 48 ঘণ্টার মধ্যেই সাংসদের পাঠানো আইনি নোটিশের যথাযথ জবাব দিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র । শনিবার ডাকযোগে পাল্টা চার পাতার আইনি জবাব পাঠিয়েছেন তৃণমূল সাংসদের আইনজীবীর কাছে । তাতে উল্লেখ করা হয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বিজেপি নেতা তাপস মিত্রের ওপর তৃণমূলের গুণ্ডাবাহিনীর তিন বছর আগেকার হামলার ঘটনার প্রসঙ্গও । পালটা আইনি ব‍্যাখাও চাওয়া হয়েছে জাবাবি নোটিশের মাধ্যমে ।

ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিজেপির জেলা সভাপতি তাপস মিত্র বলেন,"সাংসদের আইনি নোটিশের যোগ্য জবাব আমার আইনজীবী আইনি প্রক্রিয়াতেই দিয়েছেন । তৃণমূল নেতার ছেলের বেআইনি চাকরিতে উনি সুপারিশ করেছিলেন কি না, তা সিবিআই তদন্ত হলেই পরিষ্কার হয়ে যাবে ।সেই কারণে আমি সিবিআইয়ের কাছে আর্জি জানিয়েছি বিষয়টি খতিয়ে দেখতে । তাহলেই সত্যি না মিথ্যা তা সামনে চলে আসবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.