ETV Bharat / state

"কড়ায় গন্ডায় হিসাব নেব", BJP নেতাকে খুনে হুঁশিয়ারি সায়ন্তনের - টিটাগড়ে BJP নেতা খুন

"আমরা সব খুনের কড়ায় গন্ডায় হিসাব নেব । এখনও আমরা ভদ্র আচরণ করছি । কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে তৃণমূলের বিষয়ে বদলা নিতে মানুষ আর বিধানসভা নির্বাচন অবধি চিন্তা করবে না । তার আগেই যা বদলা নেওয়ার তা নেবে ।" হুঁশিয়ারি রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর ।

সায়ন্তন বসু
সায়ন্তন বসু
author img

By

Published : Oct 5, 2020, 4:36 PM IST

Updated : Oct 5, 2020, 5:08 PM IST

বারাসত, 5 অক্টোবর : "সব খুনের কড়ায় গন্ডায় হিসাব হবে । সরকারে এসে সমস্ত খুনের তদন্ত করব আমরা । বিশেষ করে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে তদন্ত করা হবে ।" আজ সকালে বারাসতের ন'পাড়ায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে এই মন্তব্য করলেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । BJP নেতা মণীশ শুক্লার খুনে সরাসরি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, "পুলিশের মদতেই এই খুনের ঘটনা ঘটেছে । খুনের পরিকল্পনার বিষয়ে সবকিছু জানা ছিল পুলিশের । না হলে এভাবে খুন হতে পারে না । পুলিশ সম্পূর্ণ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । রাজ্যের থানাগুলি দুষ্কৃতীদের কেন্দ্র হয়ে উঠেছে ।"

এরপরই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে সায়ন্তনবাবু বলেন, "আমরা সব খুনের কড়ায় গন্ডায় হিসেব নেব । এখনও আমরা ভদ্র আচারণ করছি । কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে তৃণমূলের বিষয়ে বদলা নিতে মানুষ আর বিধানসভা নির্বাচন অবধি চিন্তা করবে না । তার আগেই যা বদলা নেওয়ার তা নেবে । তখন পুলিশ তৃণমূল নেতাদের বাঁচাতে পারবে না । পুলিশ ও তৃণমূলকে একসঙ্গে জনতা ধরে পেটাবে । পরিস্থিতি সেরকম দিকেই গড়াচ্ছে । তখন কিন্তু BJP নেতাদের দোষ দিয়ে লাভ হবে না ।" রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, "রাজ্যে কোথাও আইনের শাসন নেই । সব জায়গায় খুনের রাজত্ব কায়েম করা হয়েছে । সেই সঙ্গে বাড়ছে BJP নেতা ও কর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা দেওয়ার প্রবণতা ।"

সব খুনের কড়ায় গন্ডায় হিসাব নেওয়ার হুঁশিয়ারি দিলেন সায়ন্তন বসু

আরও পড়ুন : এর আগেও একাধিকবার খুনের চেষ্টা হয়েছে BJP নেতাকে

খুনের পিছনে BJP-র অন্তর্কলহ রয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল । সেই বিষয়ে সায়ন্তনবাবু বলেন, "তৃণমূল কীভাবে জানল যে খুনের পিছনে অন্তর্কলহ রয়েছে । এর মানে তারা খুনের সঙ্গে জড়িত । যে বলেছে অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত পুলিশের । আমরা বলছি, যেহেতু থানার সামনে খুনের ঘটনা ঘটেছে সেই কারণে পুলিশ সবকিছু জানত আগে থেকে ।" মণীশ শুক্লা খুনের ঘটনায় CBI তদন্তের দাবিও করেছেন তিনি ।

হাথরসের ঘটনায় মুখ্যমন্ত্রীর রাস্তায় নামাকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি । বলেন, "কামদুনি, গাইঘাটা, কাকদ্বীপ, রায়চক, রাজগঞ্জ, জলপাইগুড়ি সহ রাজ্যের একাধিক জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটেছে । এই সমস্ত ঘটনা হয়ত ওঁনার স্মৃতিতে নেই । স্মৃতিশক্তি ক্রমশ লোপ পাচ্ছে মুখ্যমন্ত্রীর । উনি কি রাজ্যের নারী নির্যাতনের ঘটনা নিয়ে রাস্তায় নামবেন ? হাথরসের ঘটনায় যোগী সরকার CBI তদন্তের সুপারিশ করেছেন । মুখ্যমন্ত্রী কি রাজ্যের ওই সমস্ত ঘটনা নিয়ে CBI তদন্ত চাইবেন ? হাথরসের ঘটনায় পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এখানে কেন ব্যবস্থা নেওয়া হবে না ?"

সায়ন্তন বসু
বারাসতের ন'পাড়ায় চায়ে পে চর্চায় সায়ন্তন বসু

আরও পড়ুন : টিটাগড়ে BJP নেতা খুনে CBI তদন্ত দাবি বিজয়বর্গীয়র

সম্প্রতি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক BJP-কে কটাক্ষ করে বলেছিলেন, "BJP-র এক-একজন নেতা সার্কাসের জোকার । একুশের বিধানসভা নির্বাচনে জোকারদের কী অবস্থা হয় দেখবেন ।ফলাফল বেরোলেই BJP নেতাদের আশ্রয় নিতে হবে চিলেকোঠার ঘরে ।" এর পালটা হিসেবে আজ সায়ন্তন বসু বলেন, "উঁনি (জ্যোতিপ্রিয় মল্লিক) নিজে হাবরায় দাঁড়াবেন নাকি অন্য কোথাও দাঁড়াবেন তা আগে স্থির করুক । 20 হাজার ভোটে পিছিয়ে রয়েছেন হাবরা থেকে । আগে উঁনি নিজের জায়গা সামলান । যাঁরা চিড়িয়াখানায় থাকার যোগ্য তাঁরা সার্কাসের কথা বলবেই ।"

বারাসত, 5 অক্টোবর : "সব খুনের কড়ায় গন্ডায় হিসাব হবে । সরকারে এসে সমস্ত খুনের তদন্ত করব আমরা । বিশেষ করে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে তদন্ত করা হবে ।" আজ সকালে বারাসতের ন'পাড়ায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে এই মন্তব্য করলেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । BJP নেতা মণীশ শুক্লার খুনে সরাসরি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, "পুলিশের মদতেই এই খুনের ঘটনা ঘটেছে । খুনের পরিকল্পনার বিষয়ে সবকিছু জানা ছিল পুলিশের । না হলে এভাবে খুন হতে পারে না । পুলিশ সম্পূর্ণ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । রাজ্যের থানাগুলি দুষ্কৃতীদের কেন্দ্র হয়ে উঠেছে ।"

এরপরই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে সায়ন্তনবাবু বলেন, "আমরা সব খুনের কড়ায় গন্ডায় হিসেব নেব । এখনও আমরা ভদ্র আচারণ করছি । কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে তৃণমূলের বিষয়ে বদলা নিতে মানুষ আর বিধানসভা নির্বাচন অবধি চিন্তা করবে না । তার আগেই যা বদলা নেওয়ার তা নেবে । তখন পুলিশ তৃণমূল নেতাদের বাঁচাতে পারবে না । পুলিশ ও তৃণমূলকে একসঙ্গে জনতা ধরে পেটাবে । পরিস্থিতি সেরকম দিকেই গড়াচ্ছে । তখন কিন্তু BJP নেতাদের দোষ দিয়ে লাভ হবে না ।" রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, "রাজ্যে কোথাও আইনের শাসন নেই । সব জায়গায় খুনের রাজত্ব কায়েম করা হয়েছে । সেই সঙ্গে বাড়ছে BJP নেতা ও কর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা দেওয়ার প্রবণতা ।"

সব খুনের কড়ায় গন্ডায় হিসাব নেওয়ার হুঁশিয়ারি দিলেন সায়ন্তন বসু

আরও পড়ুন : এর আগেও একাধিকবার খুনের চেষ্টা হয়েছে BJP নেতাকে

খুনের পিছনে BJP-র অন্তর্কলহ রয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল । সেই বিষয়ে সায়ন্তনবাবু বলেন, "তৃণমূল কীভাবে জানল যে খুনের পিছনে অন্তর্কলহ রয়েছে । এর মানে তারা খুনের সঙ্গে জড়িত । যে বলেছে অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত পুলিশের । আমরা বলছি, যেহেতু থানার সামনে খুনের ঘটনা ঘটেছে সেই কারণে পুলিশ সবকিছু জানত আগে থেকে ।" মণীশ শুক্লা খুনের ঘটনায় CBI তদন্তের দাবিও করেছেন তিনি ।

হাথরসের ঘটনায় মুখ্যমন্ত্রীর রাস্তায় নামাকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি । বলেন, "কামদুনি, গাইঘাটা, কাকদ্বীপ, রায়চক, রাজগঞ্জ, জলপাইগুড়ি সহ রাজ্যের একাধিক জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটেছে । এই সমস্ত ঘটনা হয়ত ওঁনার স্মৃতিতে নেই । স্মৃতিশক্তি ক্রমশ লোপ পাচ্ছে মুখ্যমন্ত্রীর । উনি কি রাজ্যের নারী নির্যাতনের ঘটনা নিয়ে রাস্তায় নামবেন ? হাথরসের ঘটনায় যোগী সরকার CBI তদন্তের সুপারিশ করেছেন । মুখ্যমন্ত্রী কি রাজ্যের ওই সমস্ত ঘটনা নিয়ে CBI তদন্ত চাইবেন ? হাথরসের ঘটনায় পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এখানে কেন ব্যবস্থা নেওয়া হবে না ?"

সায়ন্তন বসু
বারাসতের ন'পাড়ায় চায়ে পে চর্চায় সায়ন্তন বসু

আরও পড়ুন : টিটাগড়ে BJP নেতা খুনে CBI তদন্ত দাবি বিজয়বর্গীয়র

সম্প্রতি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক BJP-কে কটাক্ষ করে বলেছিলেন, "BJP-র এক-একজন নেতা সার্কাসের জোকার । একুশের বিধানসভা নির্বাচনে জোকারদের কী অবস্থা হয় দেখবেন ।ফলাফল বেরোলেই BJP নেতাদের আশ্রয় নিতে হবে চিলেকোঠার ঘরে ।" এর পালটা হিসেবে আজ সায়ন্তন বসু বলেন, "উঁনি (জ্যোতিপ্রিয় মল্লিক) নিজে হাবরায় দাঁড়াবেন নাকি অন্য কোথাও দাঁড়াবেন তা আগে স্থির করুক । 20 হাজার ভোটে পিছিয়ে রয়েছেন হাবরা থেকে । আগে উঁনি নিজের জায়গা সামলান । যাঁরা চিড়িয়াখানায় থাকার যোগ্য তাঁরা সার্কাসের কথা বলবেই ।"

Last Updated : Oct 5, 2020, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.