ETV Bharat / state

মুখ্যমন্ত্রী পালটিবাজ : রাজু বন্দ্যোপাধ্যায় - NPR নিয়ে মুখ্যমন্ত্রীকে সমালোচনা BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের

NPR নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীকে পালটিবাজ বলে আক্রমণ করেন তিনি ।

barasat
BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 24, 2020, 7:33 PM IST

বারাসত, 24 জানুযারি : আজ পুরানো একটি রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন রাজ্য BJP-এর সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে বেরোনোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক ইশুতে বিরোধীদের আক্রমণ করেন ৷

তিনি বলেন, "NPR নিয়ে মিথ্যা প্রচার করছেন মুখ্যমন্ত্রী । বিভ্রান্তি ছড়াচ্ছেন ৷" এরপরই মুখ্যমন্ত্রীকে পালটিবাজ বলে কটাক্ষ করে বলেন, "2005 সালে লোকসভায় মমতা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন । সেই সময় তিনি বলেছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই রাজ্যে প্রবেশ করে ভোটার লিস্টে নাম তুলছে এবং সেই সময়কার শাসকদল তাঁদের সহযোগিতা করছে । এখন সেই বিরোধী নেত্রী মুখ্যমন্ত্রী হয়ে পালটি খাচ্ছেন রোহিঙ্গা ও লুঙ্গি বাহিনীর জন্য ৷"

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজু বন্দ্যোপাধ্যায়

CAA নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন BJP এই নেতা ৷ তিনি বলেন, "উনি এনিয়ে ঘোলাজলে মাছ ধরতে চাইছেন । রোহিঙ্গারা যাতে এদেশের নাগরিকত্ব পান, মুখ্যমন্ত্রী সেটাই চাইছেন । উদ্বাস্তুরা এদেশ থেকে চলে যাক, মুখ্যমন্ত্রীর ইচ্ছা সেটাই । এখন CAA চলছে । NRC-র বিষয় আসেনি ৷"

NPR নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী দাবি করেন, NPR-এর ফর্মে যতক্ষণ না জন্মস্থানের পরিবর্তন করা হচ্ছে,ততক্ষণ NRC চালু করা যাবে না ৷ এ নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি পালটা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "NPR-র বৈঠকে কেন গেলেন না মুখ্যমন্ত্রী? প্রত্যেক রাজ্যই NPR-র বৈঠকে গেছিল ৷ শুধু যায়নি পশ্চিমবঙ্গ । উনি(মুখ্যমন্ত্রী)তো বৈঠকে যেতে পারতেন ৷ ওখানে গিয়ে বলতে পারতেন ৷ এখন উনি এনিয়ে মিথ্যা কথা বলছেন আর বিভ্রান্তি ছড়াচ্ছেন মানুষের মধ্যে ৷"

NRC নিয়ে মুকুল রায় ও দিলীপ ঘোষের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, "দু'জনেই ঠিক কথা বলছেন । কেন্দ্র চাইলেই NRC চালু করা হবে এ রাজ্যে ৷" কিছুদিন আগে দিলীপ ঘোষ বলেন , "এ রাজ্যে অনুপ্রবেশকারীদের তাড়াতে হলে NRC চালু হওয়া প্রয়োজন ৷" দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "দিলীপ ঘোষ যেটা বলেছেন, সেটাই ন্যাশানাল রিপোর্টে রয়েছে । একসময় পি এম সইদ, জ্যোতি বসুও একই কথা বলেছিলেন । পালটিবাজ মুখ্যমন্ত্রীও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংসদে লড়াই করেছিলেন । এখন তিনি তাদের নিয়ে উলটো গান গাইছেন ৷"

বারাসত, 24 জানুযারি : আজ পুরানো একটি রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন রাজ্য BJP-এর সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে বেরোনোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক ইশুতে বিরোধীদের আক্রমণ করেন ৷

তিনি বলেন, "NPR নিয়ে মিথ্যা প্রচার করছেন মুখ্যমন্ত্রী । বিভ্রান্তি ছড়াচ্ছেন ৷" এরপরই মুখ্যমন্ত্রীকে পালটিবাজ বলে কটাক্ষ করে বলেন, "2005 সালে লোকসভায় মমতা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন । সেই সময় তিনি বলেছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই রাজ্যে প্রবেশ করে ভোটার লিস্টে নাম তুলছে এবং সেই সময়কার শাসকদল তাঁদের সহযোগিতা করছে । এখন সেই বিরোধী নেত্রী মুখ্যমন্ত্রী হয়ে পালটি খাচ্ছেন রোহিঙ্গা ও লুঙ্গি বাহিনীর জন্য ৷"

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজু বন্দ্যোপাধ্যায়

CAA নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন BJP এই নেতা ৷ তিনি বলেন, "উনি এনিয়ে ঘোলাজলে মাছ ধরতে চাইছেন । রোহিঙ্গারা যাতে এদেশের নাগরিকত্ব পান, মুখ্যমন্ত্রী সেটাই চাইছেন । উদ্বাস্তুরা এদেশ থেকে চলে যাক, মুখ্যমন্ত্রীর ইচ্ছা সেটাই । এখন CAA চলছে । NRC-র বিষয় আসেনি ৷"

NPR নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী দাবি করেন, NPR-এর ফর্মে যতক্ষণ না জন্মস্থানের পরিবর্তন করা হচ্ছে,ততক্ষণ NRC চালু করা যাবে না ৷ এ নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি পালটা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "NPR-র বৈঠকে কেন গেলেন না মুখ্যমন্ত্রী? প্রত্যেক রাজ্যই NPR-র বৈঠকে গেছিল ৷ শুধু যায়নি পশ্চিমবঙ্গ । উনি(মুখ্যমন্ত্রী)তো বৈঠকে যেতে পারতেন ৷ ওখানে গিয়ে বলতে পারতেন ৷ এখন উনি এনিয়ে মিথ্যা কথা বলছেন আর বিভ্রান্তি ছড়াচ্ছেন মানুষের মধ্যে ৷"

NRC নিয়ে মুকুল রায় ও দিলীপ ঘোষের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, "দু'জনেই ঠিক কথা বলছেন । কেন্দ্র চাইলেই NRC চালু করা হবে এ রাজ্যে ৷" কিছুদিন আগে দিলীপ ঘোষ বলেন , "এ রাজ্যে অনুপ্রবেশকারীদের তাড়াতে হলে NRC চালু হওয়া প্রয়োজন ৷" দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "দিলীপ ঘোষ যেটা বলেছেন, সেটাই ন্যাশানাল রিপোর্টে রয়েছে । একসময় পি এম সইদ, জ্যোতি বসুও একই কথা বলেছিলেন । পালটিবাজ মুখ্যমন্ত্রীও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংসদে লড়াই করেছিলেন । এখন তিনি তাদের নিয়ে উলটো গান গাইছেন ৷"

Intro:পল্টিবাজ মমতা NPR নিয়ে মিথ্যাচার করছেন। বিভ্রান্তি ছড়াচ্ছেন।NPR-র ফর্মে জন্মস্থান নিয়ে কোনও কথা লেখা নেই।NPR নিয়ে মুখ্যমন্ত্রীর দাবির প্রসঙ্গে এমনই মন্তব্য করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। Body:বারাসতঃপাল্টিবাজ মমতা NPR নিয়ে মিথ্যাচার করছেন।বিভ্রান্তি ছড়াচ্ছেন।NPR-এর ফর্মে জন্মস্থান নিয়ে এরকম কোনও কথা লেখা নেই।NPR নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির প্রসঙ্গে এমনই মন্তব্য করেন রাজ্য বিজেপির সাধারন সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়।আজ পুরনো একটি রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন তিনি।সেখান থেকে বেরনোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন,"NPR নিয়ে মিথ্যা প্রচার করছেন মুখ্যমন্ত্রী।বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি"।এরপরই মুখ্যমন্ত্রীকে পাল্টিবাজ করে কটাক্ষ করেন তিনি।বলেন,"২০০৫ সালে লোকসভায় মমতা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।বলেছিলেন,বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এ রাজ্যে প্রবেশ করে ভোটার লিস্টে নাম তুলছে।সিপিএম তাদের সহযোগিতা করছে।সহজেই তারা ভোটার হয়ে যাচ্ছেন।এখন তিনিই পাল্টি খাচ্ছেন।রোহিঙ্গা ও লুঙ্গি বাহিনীর জন্য"।CAA নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমন করে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন,"উনি এনিয়ে ঘোলাজলে মাছ ধরতে চাইছেন।রোহিঙ্গারা যাতে এদেশের নাগরিকত্ব পান,মুখ্যমন্ত্রী সেটাই চাইছেন।উদ্বাস্তুরা এদেশ থেকে চলে যাক,মুখ্যমন্ত্রীর ইচ্ছা সেটাই।এখন CAA চলছে।NRC-র বিষয় আসেনি"।NPR নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী দাবি করেন,NPR-এর ফর্মে যতক্ষণ না জন্মস্থানের পরিবর্তন করা হচ্ছে,ততক্ষণ NRC চালু করা যাবেনা!এ নিয়ে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন,"NPR-র বৈঠকে কেন গেলেন না মুখ্যমন্ত্রী?প্রত্যেক রাজ্যই NPR-র বৈঠকে গিয়েছিল!শুধু যায়নি পশ্চিমবঙ্গ।উনি(মুখ্যমন্ত্রী)তো বৈঠকে যেতে পারতেন!ওখানে গিয়ে বলতে পারতেন!এখন উনি এনিয়ে মিথ্যা কথা বলছেন!বিভ্রান্তি ছড়াচ্ছেন মানুষের মধ্যে"।NRC নিয়ে মুকুল রায় ও দিলীপ ঘোষের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন,"দুজনেই ঠিক কথা বলছেন।কেন্দ্র চাইলেই NRC চালু করা হবে এ রাজ্যে"।এ রাজ্যে অনুপ্রবেশকারীদের তাড়াতে হলে NRC চালু হওয়া প্রয়োজন,দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন,"দিলীপ ঘোষ যেটা বলেছেন,সেটাই ন্যাশানাল রিপোর্টে রয়েছে।একসময় পি এম সইদ,জ্যোতি বসুও একই কথা বলেছিলেন।পাল্টিবাজ মুখ্যমন্ত্রীও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংসদে লড়াই করেছিলেন।এখন তিনি তাদের নিয়ে উল্টো গান গাইছেন"।Conclusion:অনুপ্রবেশকারী নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন,"উনিও একসময় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংসদে লড়াই করেছিলেন।এখন তাদের নিয়ে পাল্টি খাচ্ছেন মুখ্যমন্ত্রী।উল্টো গান গাইছেন"।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.