ETV Bharat / state

পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে জখম 8, অভিযুক্ত BJP নেতা - হাসনাবাদ

দুই পক্ষের মধ্যে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ হয় । স্থানীয় BJP নেতার বিরুদ্ধে এলাকার এক বাসিন্দার বাড়িতে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ উঠেছে । তাঁর শাস্তির দাবি জানানো হয়েছে আক্রান্তের পরিবারের তরফে ।

aa
বাড়ি ভাঙচুর
author img

By

Published : May 19, 2020, 2:24 PM IST

হাসনাবাদ, 19 মে: পাওনা টাকা নিয়ে সংঘর্ষের জেরে আক্রান্ত একই পরিবারের আটজন । স্থানীয় BJP নেতার বিরুদ্ধে আক্রান্ত ওই পরিবারের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া ও সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে । বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার বরুণহাট সর্দার পাড়ার ঘটনা । পিন্টু মোল্লা নামে ওই BJP নেতা ও আরও কয়েকজনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । একজনকে গ্রেপ্তার করা হয়েছে । পিন্টু পলাতক ।

জানা গেছে, স্থানীয় বাসিন্দা মোজাফ্ফর গাজির কাছে 1000 টাকা পেতেন হবিবুর মিস্ত্রি । সেই টাকা চাইতে গেলে প্রথমে বচসা, গন্ডগোল বাধে । হাতাহাতি বেধে যায় দু'পক্ষের । দু'জন জখম হন । হাসপাতালে চিকিৎসা করে বাড়ি ফিরে হাবিবুর স্থানীয় BJP নেতা পিন্টু মোল্লাকে খবর দেন । তখন BJP-র পক্ষ থেকে দলবল নিয়ে পিন্টু মোজাফ্ফর গাজির পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ । বাঁশ, লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা চালানো হয় । পরিবারের মহিলারাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ । এমনকী রেয়াত পায়নি পরিবারের শিশুরাও । তাদেরকেও মারধর করা হয় । মোজাফ্ফর গাজির স্ত্রী, পরিবারের অন্য সদস্য ও শিশুসহ মোট আটজন টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । পাশাপাশি মোজাফ্ফর গাজির দু'টো বাড়ি পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ।

শুধুই কি পাওনা টাকা চাওয়া নিয়ে গন্ডগোল ? না কি এর পিছনে রয়েছে রাজনৈতিক কারণ? এখনই পরিষ্কার নয় বিষয়টি । বেশ কিছুদিন আগে এলাকায় মারধর ও গন্ডগোল পাকানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন BJP নেতা পিন্টু মোল্লা । কিছু দিন আগে তিনি জেল খেটে বাড়ি ফিরেছেন । সেই ঘটনায় পিন্টু মোল্লার বিরুদ্ধে মোজাফ্ফর গাজিসহ বেশ কয়েকজন অভিযোগ দায়ের করেছিলেন । ছাড়া পেয়ে তাঁদের উপর বেছে বেছে চড়াও হয়ে বাড়িতে আগুন, ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠেছে । এদিকে মোজাফ্ফরের পরিবারের সকলেই তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে এলাকায় পরিচিত । তৃণমূলের অভিযোগ, প্রথমে পাওনা টাকার অজুহাত দেখিয়ে হামলা চালালেও এর পিছনে রয়েছে রাজনৈতিক কারণ । আক্রান্ত মোজাফ্ফর গাজি অপরাধীর শাস্তির দাবি জানিয়েছেন । দু'টো বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানান গাজিসাহেব । হাসপাতালে চিকিৎসারতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

হাসনাবাদ, 19 মে: পাওনা টাকা নিয়ে সংঘর্ষের জেরে আক্রান্ত একই পরিবারের আটজন । স্থানীয় BJP নেতার বিরুদ্ধে আক্রান্ত ওই পরিবারের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া ও সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে । বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার বরুণহাট সর্দার পাড়ার ঘটনা । পিন্টু মোল্লা নামে ওই BJP নেতা ও আরও কয়েকজনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । একজনকে গ্রেপ্তার করা হয়েছে । পিন্টু পলাতক ।

জানা গেছে, স্থানীয় বাসিন্দা মোজাফ্ফর গাজির কাছে 1000 টাকা পেতেন হবিবুর মিস্ত্রি । সেই টাকা চাইতে গেলে প্রথমে বচসা, গন্ডগোল বাধে । হাতাহাতি বেধে যায় দু'পক্ষের । দু'জন জখম হন । হাসপাতালে চিকিৎসা করে বাড়ি ফিরে হাবিবুর স্থানীয় BJP নেতা পিন্টু মোল্লাকে খবর দেন । তখন BJP-র পক্ষ থেকে দলবল নিয়ে পিন্টু মোজাফ্ফর গাজির পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ । বাঁশ, লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা চালানো হয় । পরিবারের মহিলারাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ । এমনকী রেয়াত পায়নি পরিবারের শিশুরাও । তাদেরকেও মারধর করা হয় । মোজাফ্ফর গাজির স্ত্রী, পরিবারের অন্য সদস্য ও শিশুসহ মোট আটজন টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । পাশাপাশি মোজাফ্ফর গাজির দু'টো বাড়ি পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ।

শুধুই কি পাওনা টাকা চাওয়া নিয়ে গন্ডগোল ? না কি এর পিছনে রয়েছে রাজনৈতিক কারণ? এখনই পরিষ্কার নয় বিষয়টি । বেশ কিছুদিন আগে এলাকায় মারধর ও গন্ডগোল পাকানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন BJP নেতা পিন্টু মোল্লা । কিছু দিন আগে তিনি জেল খেটে বাড়ি ফিরেছেন । সেই ঘটনায় পিন্টু মোল্লার বিরুদ্ধে মোজাফ্ফর গাজিসহ বেশ কয়েকজন অভিযোগ দায়ের করেছিলেন । ছাড়া পেয়ে তাঁদের উপর বেছে বেছে চড়াও হয়ে বাড়িতে আগুন, ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠেছে । এদিকে মোজাফ্ফরের পরিবারের সকলেই তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে এলাকায় পরিচিত । তৃণমূলের অভিযোগ, প্রথমে পাওনা টাকার অজুহাত দেখিয়ে হামলা চালালেও এর পিছনে রয়েছে রাজনৈতিক কারণ । আক্রান্ত মোজাফ্ফর গাজি অপরাধীর শাস্তির দাবি জানিয়েছেন । দু'টো বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানান গাজিসাহেব । হাসপাতালে চিকিৎসারতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.