ETV Bharat / state

BJP-র নির্দেশেই চলছে তৃণমূল : তন্ময় ভট্টাচার্য - মুর্শিদাবাদে জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী মিছিল

বাম-কংগ্রেসের দীর্ঘদিনের দাবি, BJP-র বি টিম হয়ে কাজ করছে তৃণমূল । গতকাল সেই দাবিতেই নতুন মাত্রা যোগ করলেন তন্ময় ভট্টাচার্য । তন্ময়বাবু বলেন, সুচারুভাবে একটি পরিকল্পিত বড় নাটক চলছে । অন্যরা আন্দোলনের রাশ ধরতে না পারে । সেকারণেই দেখানো হচ্ছে BJP-র প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল ।

tanmay
tanmay
author img

By

Published : Feb 1, 2020, 11:23 AM IST

বাদুড়িয়া, 1 ফেব্রুয়ারি : তৃণমূলকে চালনা করে BJP । মুর্শিদাবাদে জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী মিছিলে তাই তৃণমূল গুলি চালিয়েছে । এই কথা বলে তৃণমূলকে আক্রমণ করলেন উত্তর দমদম বিধানসভার বিধায়ক তথা CPI(M) নেতা তন্ময় ভট্টাচার্য । শুক্রবার বসিরহাটের স্বরূপনগরে NRC বিরোধী জনসভা থেকে তিনি এই মন্তব্য করেন ।

বাম-কংগ্রেসের দীর্ঘদিনের দাবি, BJP-র বি টিম হয়ে কাজ করছে তৃণমূল । গতকাল সেই দাবিতেই নতুন মাত্রা যোগ করলেন তন্ময় ভট্টাচার্য । বৃহস্পতিবার ব্যারাকপুরে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রকাশ্যে ব্যারাকপুরের CP মনোজ কুমার ভার্মাকে ভর্ৎসনা প্রসঙ্গে তন্ময়বাবু বলেন, সুচারুভাবে একটি পরিকল্পিত বড় নাটক চলছে । অন্যরা আন্দোলনের রাশ ধরতে না পারে । সেকারণেই দেখানো হচ্ছে BJP-র প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল । এটা একটা বড় রাজনৈতিক অভিসন্ধি । আসলে রাজ্যপালও মোদির কথা শোনেন ৷ আবার রাজ্য সরকারও মোদির কথা শোনে । এতে অন্যান্য রাজনৈতিক দলগুলির গুরুত্ব প্রকাশ পাবে না । আসলে তৃণমূল ও BJP ধর্মীয় রাজনৈতিক বিভাজনের অংশীদার হিসেবে কাজ করছে । যা আগে বাংলার রাজনীতিতে ছিল না ।

BJP ও তৃণমূলের রাজনৈতিক সন্ধির বিষয়ে তন্ময়বাবু আরও বলেন, "হিন্দু মহাসভার চরিত্রই এরকম । কাশ্মীরে এক পুলিশ অফিসার এক ছাত্রীকে ধর্ষণ করেছিল । তাকে তারা সম্মানিত করেছিল । এতে আশ্চর্য হওয়ার কিছু নেই । হিন্দু মহাসভা জামিয়া গুলিকাণ্ডে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছে । আগামী বছর 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে তাকে নরেন্দ্র মোদি পদ্মশ্রী সম্মানে ভূষিত করবেন । জামিয়ায় গুলি চালিয়েছে গোপাল । সে আসলে নাথুরাম গডসের ভাই কি না তা নিয়ে সন্দেহ হচ্ছে । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যৌথ অধিবেশনে দাবি করেছেন, CAA গান্ধিজির স্বপ্ন পূরণ করেছে । গান্ধিজি সম্বন্ধে ওঁরা কী জানেন? ওঁরা কিছু জানেন না । গান্ধিজির স্বপ্ন ছিল, সব ধর্মের মিলন । আর এই দেশে ওঁরা বিভাজনের রাজনীতি করছেন ।"

কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে গতকাল স্বরূপনগর ব্লক বাম-কংগ্রেস সম্মিলিত জোটের উদ্যোগে বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের মালঙ্গপাড়া ফুটবল ময়দানে একটি জনসভা হয় । সেই জনসভায় উপস্থিত ছিলেন উত্তর দমদম বিধানসভার বিধায়ক তন্ময় ভট্টাচার্য, CPI(M) নেতা মহম্মদ সেলিম সহ বসিরহাট মহকুমার একাধিক বাম ও কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকবৃন্দ ।

বাদুড়িয়া, 1 ফেব্রুয়ারি : তৃণমূলকে চালনা করে BJP । মুর্শিদাবাদে জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী মিছিলে তাই তৃণমূল গুলি চালিয়েছে । এই কথা বলে তৃণমূলকে আক্রমণ করলেন উত্তর দমদম বিধানসভার বিধায়ক তথা CPI(M) নেতা তন্ময় ভট্টাচার্য । শুক্রবার বসিরহাটের স্বরূপনগরে NRC বিরোধী জনসভা থেকে তিনি এই মন্তব্য করেন ।

বাম-কংগ্রেসের দীর্ঘদিনের দাবি, BJP-র বি টিম হয়ে কাজ করছে তৃণমূল । গতকাল সেই দাবিতেই নতুন মাত্রা যোগ করলেন তন্ময় ভট্টাচার্য । বৃহস্পতিবার ব্যারাকপুরে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রকাশ্যে ব্যারাকপুরের CP মনোজ কুমার ভার্মাকে ভর্ৎসনা প্রসঙ্গে তন্ময়বাবু বলেন, সুচারুভাবে একটি পরিকল্পিত বড় নাটক চলছে । অন্যরা আন্দোলনের রাশ ধরতে না পারে । সেকারণেই দেখানো হচ্ছে BJP-র প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল । এটা একটা বড় রাজনৈতিক অভিসন্ধি । আসলে রাজ্যপালও মোদির কথা শোনেন ৷ আবার রাজ্য সরকারও মোদির কথা শোনে । এতে অন্যান্য রাজনৈতিক দলগুলির গুরুত্ব প্রকাশ পাবে না । আসলে তৃণমূল ও BJP ধর্মীয় রাজনৈতিক বিভাজনের অংশীদার হিসেবে কাজ করছে । যা আগে বাংলার রাজনীতিতে ছিল না ।

BJP ও তৃণমূলের রাজনৈতিক সন্ধির বিষয়ে তন্ময়বাবু আরও বলেন, "হিন্দু মহাসভার চরিত্রই এরকম । কাশ্মীরে এক পুলিশ অফিসার এক ছাত্রীকে ধর্ষণ করেছিল । তাকে তারা সম্মানিত করেছিল । এতে আশ্চর্য হওয়ার কিছু নেই । হিন্দু মহাসভা জামিয়া গুলিকাণ্ডে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছে । আগামী বছর 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে তাকে নরেন্দ্র মোদি পদ্মশ্রী সম্মানে ভূষিত করবেন । জামিয়ায় গুলি চালিয়েছে গোপাল । সে আসলে নাথুরাম গডসের ভাই কি না তা নিয়ে সন্দেহ হচ্ছে । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যৌথ অধিবেশনে দাবি করেছেন, CAA গান্ধিজির স্বপ্ন পূরণ করেছে । গান্ধিজি সম্বন্ধে ওঁরা কী জানেন? ওঁরা কিছু জানেন না । গান্ধিজির স্বপ্ন ছিল, সব ধর্মের মিলন । আর এই দেশে ওঁরা বিভাজনের রাজনীতি করছেন ।"

কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে গতকাল স্বরূপনগর ব্লক বাম-কংগ্রেস সম্মিলিত জোটের উদ্যোগে বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের মালঙ্গপাড়া ফুটবল ময়দানে একটি জনসভা হয় । সেই জনসভায় উপস্থিত ছিলেন উত্তর দমদম বিধানসভার বিধায়ক তন্ময় ভট্টাচার্য, CPI(M) নেতা মহম্মদ সেলিম সহ বসিরহাট মহকুমার একাধিক বাম ও কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকবৃন্দ ।

Intro:তৃণমূল আসলে বিজেপি হয়ে গেছে, তাই এনআরসি বিরোধী মিছিলেও পুলিশ গুলি চালাচ্ছে, মন্তব্য তন্ময়ের


বাদুড়িয়াঃ তৃণমূল চলছে বিজেপির নির্দেশেই। তাই, মুর্শিদাবাদে এনআরসি বিরোধী মিছিলে তৃণমূল গুলি চালিয়েছে। দিলীপ ঘোষ ডাক দিয়েছে যে সিএএ, এনআরসি এর বিরোধিতা করলে তাদের গুলি করতে। তৃণমূলও সেই নির্দেশে সাড়া দিয়ে গুলি চালিয়েছে। শুক্রবার বসিরহাটের স্বরূপনগরে এনআরসি বিরোধী জনসভায় উপস্থিত হয়ে এমনই দাবি করলেন উত্তর দমদম বিধানসভার বিধায়ক তন্ময় ভট্টাচার্য। বাম কংগ্রেসের দীর্ঘদিনের দাবি, বিজেপির বি টিম হয়ে কাজ করছে তৃণমূল। এদিন সেই দাবিতেই নতুন মাত্রা যোগ করিলেন তন্ময় ভট্টাচার্য। বৃহস্পতিবার ব্যারাকপুরে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রকাশ্যে ব্যারাকপুরের সিপি মনোজ কুমার ভার্মাকে ভৎসনা প্রসঙ্গে সিপিএম নেতা তন্ময় বাবু বলেন, সুচারুভাবে একটি পরিকল্পিত বড় নাটক চলছে। যাতে অন্যরা আন্দোলনের রাশ ধরতে না পারে। সেকারণেই দেখানো হচ্ছে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী তৃনমূল। এটা একটা বড় রাজনৈতিক অভিসন্ধি। আসলে রাজ্যপালও মোদীর কথা শোনে, আবার রাজ্য সরকারও মোদীর কথা শোনে। অথচ এমন ভাব দেখানো হচ্ছে যুদ্ধংদেহি মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। আসলে নাটক করে সাধারণ মানুষদের দেখানো হচ্ছে তৃনমূল ও বিজেপি একে অপরের দুটি বিকল্প শক্তি। যাতে অন্যকোন রাজনৈতিক শক্তি পাত্তা না পায়। আসলে তৃনমূল ও বিজেপি ধর্মীয় রাজনৈতিক বিভাজনের অংশীদার হিসেবে কাজ করছে। যা আগে বাংলার রাজনীতিতে ছিল না। এখানে মানুষ তাদের নিজের নিজের ধর্ম পালন করতো। আবার আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শও ব্যক্তি করত এমনই দাবি করেন তন্ময়। এদিন তিনি আরও বলেন, হিন্দু মহাসভা ওদের চরিত্রটাই এরকম। কাশ্মীরে যে পুলিশ অফিসারটা এক ছাত্রীকে ধর্ষণ করেছিল, তাকে তারা সম্মানীত করেছিল। এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। হিন্দু মহাসভা জামিয়া গুলি কাণ্ডে আজ সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছে। আগামী বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে নরেন্দ্র মোদি পদ্মশ্রী সম্মানে ভূষিত করবেন এটাই এদের চরিত্র। পাশাপাশি বলেন, জামিয়া গুলি চালিয়েছে গোপাল গডসে আসলে নাথুরাম গডসের ভাই কিনা তো সেটা সন্দেহ হচ্ছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যৌথ অধিবেশনে দাবি করেছেন, এনআরসি সিএএ বিল গান্ধিজির স্বপ্ন পূরণ হল। সেই প্রসঙ্গে তিনি বলেন, গান্ধীজি সম্বন্ধে ওরা কী জানেন? ওরা কিছু জানেন না। গান্ধিজির স্বপ্ন ছিল, সব ধর্মের মিলন। আর এই দেশে ওরা বিভাজনের রাজনীতি করছে। গান্ধিজির চোখের যে চশমা আছে এই চশমাটা নিয়েছেন এক দিকের কাচে স্বচ্ছ আরেকদিক এর কাচে ভারত কথা বলে দেশকে লুটেপুটে খাচ্ছে।

কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবীতে এদিন স্বরূপনগর ব্লক বাম-কংগ্রেস সম্মিলিত জোটের উদ্যোগে বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের মালঙ্গপাড়া ফুটবল ময়দানে একটি হয়। সেই জনসভায় উপস্থিত ছিলেন উত্তর দমদম বিধানসভার বিধায়ক তন্ময় ভট্টাচার্য, সিপিএম নেতা মহঃ সেলিম সহ বসিরহাট মহকুমার একাধিক বাম ও কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকবৃন্দ।

Body:তৃণমূল আসলে বিজেপি হয়ে গেছে, তাই এনআরসি বিরোধী মিছিলেও পুলিশ গুলি চালাচ্ছে, মন্তব্য তন্ময়ের


বাদুড়িয়াঃ তৃণমূল চলছে বিজেপির নির্দেশেই। তাই, মুর্শিদাবাদে এনআরসি বিরোধী মিছিলে তৃণমূল গুলি চালিয়েছে। দিলীপ ঘোষ ডাক দিয়েছে যে সিএএ, এনআরসি এর বিরোধিতা করলে তাদের গুলি করতে। তৃণমূলও সেই নির্দেশে সাড়া দিয়ে গুলি চালিয়েছে। শুক্রবার বসিরহাটের স্বরূপনগরে এনআরসি বিরোধী জনসভায় উপস্থিত হয়ে এমনই দাবি করলেন উত্তর দমদম বিধানসভার বিধায়ক তন্ময় ভট্টাচার্য। বাম কংগ্রেসের দীর্ঘদিনের দাবি, বিজেপির বি টিম হয়ে কাজ করছে তৃণমূল। এদিন সেই দাবিতেই নতুন মাত্রা যোগ করিলেন তন্ময় ভট্টাচার্য। বৃহস্পতিবার ব্যারাকপুরে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রকাশ্যে ব্যারাকপুরের সিপি মনোজ কুমার ভার্মাকে ভৎসনা প্রসঙ্গে সিপিএম নেতা তন্ময় বাবু বলেন, সুচারুভাবে একটি পরিকল্পিত বড় নাটক চলছে। যাতে অন্যরা আন্দোলনের রাশ ধরতে না পারে। সেকারণেই দেখানো হচ্ছে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী তৃনমূল। এটা একটা বড় রাজনৈতিক অভিসন্ধি। আসলে রাজ্যপালও মোদীর কথা শোনে, আবার রাজ্য সরকারও মোদীর কথা শোনে। অথচ এমন ভাব দেখানো হচ্ছে যুদ্ধংদেহি মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। আসলে নাটক করে সাধারণ মানুষদের দেখানো হচ্ছে তৃনমূল ও বিজেপি একে অপরের দুটি বিকল্প শক্তি। যাতে অন্যকোন রাজনৈতিক শক্তি পাত্তা না পায়। আসলে তৃনমূল ও বিজেপি ধর্মীয় রাজনৈতিক বিভাজনের অংশীদার হিসেবে কাজ করছে। যা আগে বাংলার রাজনীতিতে ছিল না। এখানে মানুষ তাদের নিজের নিজের ধর্ম পালন করতো। আবার আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শও ব্যক্তি করত এমনই দাবি করেন তন্ময়। এদিন তিনি আরও বলেন, হিন্দু মহাসভা ওদের চরিত্রটাই এরকম। কাশ্মীরে যে পুলিশ অফিসারটা এক ছাত্রীকে ধর্ষণ করেছিল, তাকে তারা সম্মানীত করেছিল। এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। হিন্দু মহাসভা জামিয়া গুলি কাণ্ডে আজ সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছে। আগামী বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে নরেন্দ্র মোদি পদ্মশ্রী সম্মানে ভূষিত করবেন এটাই এদের চরিত্র। পাশাপাশি বলেন, জামিয়া গুলি চালিয়েছে গোপাল গডসে আসলে নাথুরাম গডসের ভাই কিনা তো সেটা সন্দেহ হচ্ছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যৌথ অধিবেশনে দাবি করেছেন, এনআরসি সিএএ বিল গান্ধিজির স্বপ্ন পূরণ হল। সেই প্রসঙ্গে তিনি বলেন, গান্ধীজি সম্বন্ধে ওরা কী জানেন? ওরা কিছু জানেন না। গান্ধিজির স্বপ্ন ছিল, সব ধর্মের মিলন। আর এই দেশে ওরা বিভাজনের রাজনীতি করছে। গান্ধিজির চোখের যে চশমা আছে এই চশমাটা নিয়েছেন এক দিকের কাচে স্বচ্ছ আরেকদিক এর কাচে ভারত কথা বলে দেশকে লুটেপুটে খাচ্ছে।

কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবীতে এদিন স্বরূপনগর ব্লক বাম-কংগ্রেস সম্মিলিত জোটের উদ্যোগে বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের মালঙ্গপাড়া ফুটবল ময়দানে একটি হয়। সেই জনসভায় উপস্থিত ছিলেন উত্তর দমদম বিধানসভার বিধায়ক তন্ময় ভট্টাচার্য, সিপিএম নেতা মহঃ সেলিম সহ বসিরহাট মহকুমার একাধিক বাম ও কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকবৃন্দ।

Conclusion:তৃণমূল আসলে বিজেপি হয়ে গেছে, তাই এনআরসি বিরোধী মিছিলেও পুলিশ গুলি চালাচ্ছে, মন্তব্য তন্ময়ের


বাদুড়িয়াঃ তৃণমূল চলছে বিজেপির নির্দেশেই। তাই, মুর্শিদাবাদে এনআরসি বিরোধী মিছিলে তৃণমূল গুলি চালিয়েছে। দিলীপ ঘোষ ডাক দিয়েছে যে সিএএ, এনআরসি এর বিরোধিতা করলে তাদের গুলি করতে। তৃণমূলও সেই নির্দেশে সাড়া দিয়ে গুলি চালিয়েছে। শুক্রবার বসিরহাটের স্বরূপনগরে এনআরসি বিরোধী জনসভায় উপস্থিত হয়ে এমনই দাবি করলেন উত্তর দমদম বিধানসভার বিধায়ক তন্ময় ভট্টাচার্য। বাম কংগ্রেসের দীর্ঘদিনের দাবি, বিজেপির বি টিম হয়ে কাজ করছে তৃণমূল। এদিন সেই দাবিতেই নতুন মাত্রা যোগ করিলেন তন্ময় ভট্টাচার্য। বৃহস্পতিবার ব্যারাকপুরে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রকাশ্যে ব্যারাকপুরের সিপি মনোজ কুমার ভার্মাকে ভৎসনা প্রসঙ্গে সিপিএম নেতা তন্ময় বাবু বলেন, সুচারুভাবে একটি পরিকল্পিত বড় নাটক চলছে। যাতে অন্যরা আন্দোলনের রাশ ধরতে না পারে। সেকারণেই দেখানো হচ্ছে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী তৃনমূল। এটা একটা বড় রাজনৈতিক অভিসন্ধি। আসলে রাজ্যপালও মোদীর কথা শোনে, আবার রাজ্য সরকারও মোদীর কথা শোনে। অথচ এমন ভাব দেখানো হচ্ছে যুদ্ধংদেহি মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। আসলে নাটক করে সাধারণ মানুষদের দেখানো হচ্ছে তৃনমূল ও বিজেপি একে অপরের দুটি বিকল্প শক্তি। যাতে অন্যকোন রাজনৈতিক শক্তি পাত্তা না পায়। আসলে তৃনমূল ও বিজেপি ধর্মীয় রাজনৈতিক বিভাজনের অংশীদার হিসেবে কাজ করছে। যা আগে বাংলার রাজনীতিতে ছিল না। এখানে মানুষ তাদের নিজের নিজের ধর্ম পালন করতো। আবার আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শও ব্যক্তি করত এমনই দাবি করেন তন্ময়। এদিন তিনি আরও বলেন, হিন্দু মহাসভা ওদের চরিত্রটাই এরকম। কাশ্মীরে যে পুলিশ অফিসারটা এক ছাত্রীকে ধর্ষণ করেছিল, তাকে তারা সম্মানীত করেছিল। এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। হিন্দু মহাসভা জামিয়া গুলি কাণ্ডে আজ সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছে। আগামী বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে নরেন্দ্র মোদি পদ্মশ্রী সম্মানে ভূষিত করবেন এটাই এদের চরিত্র। পাশাপাশি বলেন, জামিয়া গুলি চালিয়েছে গোপাল গডসে আসলে নাথুরাম গডসের ভাই কিনা তো সেটা সন্দেহ হচ্ছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যৌথ অধিবেশনে দাবি করেছেন, এনআরসি সিএএ বিল গান্ধিজির স্বপ্ন পূরণ হল। সেই প্রসঙ্গে তিনি বলেন, গান্ধীজি সম্বন্ধে ওরা কী জানেন? ওরা কিছু জানেন না। গান্ধিজির স্বপ্ন ছিল, সব ধর্মের মিলন। আর এই দেশে ওরা বিভাজনের রাজনীতি করছে। গান্ধিজির চোখের যে চশমা আছে এই চশমাটা নিয়েছেন এক দিকের কাচে স্বচ্ছ আরেকদিক এর কাচে ভারত কথা বলে দেশকে লুটেপুটে খাচ্ছে।

কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবীতে এদিন স্বরূপনগর ব্লক বাম-কংগ্রেস সম্মিলিত জোটের উদ্যোগে বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের মালঙ্গপাড়া ফুটবল ময়দানে একটি হয়। সেই জনসভায় উপস্থিত ছিলেন উত্তর দমদম বিধানসভার বিধায়ক তন্ময় ভট্টাচার্য, সিপিএম নেতা মহঃ সেলিম সহ বসিরহাট মহকুমার একাধিক বাম ও কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকবৃন্দ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.