ETV Bharat / state

TMC-BJP : ত্রিপুরায় তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি, তোপ কাকলির - ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস

জেলা সাংগঠনিক সভায় যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের জবাব দিলেন ৷ ত্রিপুরায় বিজেপি হামলা থেকে সাংসদ নুসরত জাহানের সন্তানের জন্ম, সিবিআই তদন্ত থেকে পেগাসাস ৷ কী বললেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা নেত্রী কাকলি ঘোষদস্তিদার ?

সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
author img

By

Published : Aug 28, 2021, 3:13 PM IST

মধ্যমগ্রাম, 28 অগস্ট : "ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে ৷ কারণ ত্রিপুরাতে বিজেপি হেরে যাবে, তৃণমূল কংগ্রেস সরকার গড়বে ৷" তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ কাকলি ঘোষদস্তিদার একথা বলেন ৷ ত্রিপুরায় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির উপর হামলা প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি । শুক্রবার বিকেলে বারাসত সাংগঠনিক জেলার প্রথম সভা আয়োজিত হয় মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে । সেই সভায় ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার । তিনি ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলার নবনিযুক্ত সভাপতি অশনি মুখোপাধ্যায়-সহ বিধায়ক, শহর তৃণমূলের সভাপতি ও বিভিন্ন পৌরসভার প্রশাসক ।

সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ত্রিপুরার হামলা নিয়ে আক্রমণ করেন গেরুয়া শিবিরকে । তিনি বলেন, "বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে তৃণমূলকে ভয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি । ঠিক একইভাবে ত্রিপুরাতেও তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি । সেই কারণে তাদের হামলা করে ভয়ের পরিবেশ তৈরি করতে হচ্ছে ।" রাজ্যে ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত বিষয়ে তিনি বলেন, "সিবিআই সিবিআইয়ের মতো তদন্ত করছে । তাদের যদি কেন্দ্রীয় সরকার সেরকম নির্দেশ দিয়ে থাকে ৷ তাতে কারও অসুবিধা নেই । আমরা জানি সিবিআই এখন কেন্দ্রীয় সরকারের ইশারায় কাজ করছে । তারা ঘুরুক ৷ শুধু ঘুরে ঘুরে গাড়ির পেট্রল পুড়ছে, পুড়ুক ৷ তাদের পুড়বে ৷"

আরও পড়ুন : TMC Tripura : ত্রিপুরায় নজর কাড়ছে তৃণমূল, ঘাসফুল নিয়ে আগ্রহী বিজেপি নেতারাও !

দলীয় সাংসদ নুসরত জাহানের মা হওয়া নারী স্বাধীনতার নিদর্শন কি না, সেবিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনও উত্তর দিতে চাননি । শুধু বলেন, "এটা অরাজনৈতিক প্রশ্ন ৷ ব্যক্তিগত স্বার্থে ঘা দেওয়া । আমি এর উত্তর দেব না ৷"

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে ভয়ে পেয়েছে, তাই বিজেপি হামলা চালাচ্ছে, আক্রমণ করে জানালেন কাকলি ঘোষ দস্তিদার

রাজ্যে পেগাসাস নিয়ে কোনও আন্দোলন হচ্ছে না ৷ এ বিষয়ে তৃণমূল সাংসদ বলেন, "এই নিয়ে তৃণমূলের সংসদীয় দলের তরফে কেন্দ্রীয় সরকারকে বারবার অবগত করা হয়েছে । সংসদীয় নীতি মানা উচিত । এটা রাজ্য সরকারের কোনও বিষয় নয় । রাজ্যের সঙ্গে জড়িত কোনও বিষয় হলে সবার প্রথমে তৃণমূল দলই এগিয়ে আসে ।"

তৃণমূল সূত্রে খবর, এদিনের সভায় দলের ত্রুটি, বিচ্যুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । সেই সমস্ত ত্রুটি মেরামত করে 2024-এর লোকসভা এবং পৌরসভা নির্বাচনে দল সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

মধ্যমগ্রাম, 28 অগস্ট : "ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে ৷ কারণ ত্রিপুরাতে বিজেপি হেরে যাবে, তৃণমূল কংগ্রেস সরকার গড়বে ৷" তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ কাকলি ঘোষদস্তিদার একথা বলেন ৷ ত্রিপুরায় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির উপর হামলা প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি । শুক্রবার বিকেলে বারাসত সাংগঠনিক জেলার প্রথম সভা আয়োজিত হয় মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে । সেই সভায় ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার । তিনি ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলার নবনিযুক্ত সভাপতি অশনি মুখোপাধ্যায়-সহ বিধায়ক, শহর তৃণমূলের সভাপতি ও বিভিন্ন পৌরসভার প্রশাসক ।

সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ত্রিপুরার হামলা নিয়ে আক্রমণ করেন গেরুয়া শিবিরকে । তিনি বলেন, "বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে তৃণমূলকে ভয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি । ঠিক একইভাবে ত্রিপুরাতেও তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি । সেই কারণে তাদের হামলা করে ভয়ের পরিবেশ তৈরি করতে হচ্ছে ।" রাজ্যে ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত বিষয়ে তিনি বলেন, "সিবিআই সিবিআইয়ের মতো তদন্ত করছে । তাদের যদি কেন্দ্রীয় সরকার সেরকম নির্দেশ দিয়ে থাকে ৷ তাতে কারও অসুবিধা নেই । আমরা জানি সিবিআই এখন কেন্দ্রীয় সরকারের ইশারায় কাজ করছে । তারা ঘুরুক ৷ শুধু ঘুরে ঘুরে গাড়ির পেট্রল পুড়ছে, পুড়ুক ৷ তাদের পুড়বে ৷"

আরও পড়ুন : TMC Tripura : ত্রিপুরায় নজর কাড়ছে তৃণমূল, ঘাসফুল নিয়ে আগ্রহী বিজেপি নেতারাও !

দলীয় সাংসদ নুসরত জাহানের মা হওয়া নারী স্বাধীনতার নিদর্শন কি না, সেবিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনও উত্তর দিতে চাননি । শুধু বলেন, "এটা অরাজনৈতিক প্রশ্ন ৷ ব্যক্তিগত স্বার্থে ঘা দেওয়া । আমি এর উত্তর দেব না ৷"

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে ভয়ে পেয়েছে, তাই বিজেপি হামলা চালাচ্ছে, আক্রমণ করে জানালেন কাকলি ঘোষ দস্তিদার

রাজ্যে পেগাসাস নিয়ে কোনও আন্দোলন হচ্ছে না ৷ এ বিষয়ে তৃণমূল সাংসদ বলেন, "এই নিয়ে তৃণমূলের সংসদীয় দলের তরফে কেন্দ্রীয় সরকারকে বারবার অবগত করা হয়েছে । সংসদীয় নীতি মানা উচিত । এটা রাজ্য সরকারের কোনও বিষয় নয় । রাজ্যের সঙ্গে জড়িত কোনও বিষয় হলে সবার প্রথমে তৃণমূল দলই এগিয়ে আসে ।"

তৃণমূল সূত্রে খবর, এদিনের সভায় দলের ত্রুটি, বিচ্যুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । সেই সমস্ত ত্রুটি মেরামত করে 2024-এর লোকসভা এবং পৌরসভা নির্বাচনে দল সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.