ETV Bharat / state

হাবড়ায় 'দুয়ারে সরকার'-এর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

author img

By

Published : Dec 11, 2020, 7:35 AM IST

তৃণমূলের অভিযোগ, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা রাতে ওই পোস্টার ছিঁড়েছে । ঘটনার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে গতকাল সন্ধেয় রাজবাড়ি মোড়ে প্রতিবাদ সভা হয় ।

bjp is accused of cutting off flex at habra , north 24 paraganas
হাবড়ায় 'দুয়ারে সরকার'-এর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

হাবড়া, 11 ডিসেম্বর : 'দুয়ারে সরকার'-এর ফ্লেক্স ছেঁড়া ঘিরে ছড়াল উত্তেজনা । গতকাল ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের রাজবাড়ি মোড়ে ।

তৃণমূলের অভিযোগ, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা রাতে ওই পোস্টার ছিঁড়েছে । ঘটনার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে গতকাল সন্ধেয় রাজবাড়ি মোড়ে প্রতিবাদ সভা হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দুয়ারে সরকার' প্রকল্প চালু হয়েছে । সেই প্রকল্পের বড় ফ্লেক্স বানানো হয়েছে । হাবড়া শহরের সব ওয়ার্ডে ওই ফ্লেক্স ঝোলানো হয়েছে । 12 নম্বর ওয়ার্ডের রাজবাড়ি মোড় এলাকাতেও ঝোলানো হয়েছিল ওই পোস্টার । গত বুধবার রাতে সেই ফ্লেক্স ছিঁড়ে দেয় ।

গতকাল সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, 'দুয়ারে সরকার'-এর সেই ফ্লেক্স ছেঁড়া রয়েছে । ঘটনা জানাজানি হতেই তৃণমূল কর্মীরা সেখানে জড়ো হয় । ঘটনাস্থলে যান পৌর প্রশাসক নীলিমেশ দাসও । দুপুরে তৃণমূলের পক্ষ থেকে হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয় । এরপর সন্ধেয় রাজবাড়ি মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হয় । ঘটনার প্রতিবাদে আজ হাবড়া শহরে প্রতিবাদ মিছিল করবেন স্থানীয় বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

এবিষয়ে পৌর প্রশাসক নীলিমেশবাবু বলেন, " বিজেপির নেতা-কর্মীরা 2021 সালের বিধানসভা নির্বাচনে সরকার গড়বেন বলে দিবাস্বপ্ন দেখছিলেন । বুধবার বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় জনতার ঢল দেখে সেই বিজেপি নেতারা হতাশায় ভুগছেন । তাই রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পোস্টার ছিঁড়েছে । আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । "

হাবড়া, 11 ডিসেম্বর : 'দুয়ারে সরকার'-এর ফ্লেক্স ছেঁড়া ঘিরে ছড়াল উত্তেজনা । গতকাল ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের রাজবাড়ি মোড়ে ।

তৃণমূলের অভিযোগ, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা রাতে ওই পোস্টার ছিঁড়েছে । ঘটনার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে গতকাল সন্ধেয় রাজবাড়ি মোড়ে প্রতিবাদ সভা হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দুয়ারে সরকার' প্রকল্প চালু হয়েছে । সেই প্রকল্পের বড় ফ্লেক্স বানানো হয়েছে । হাবড়া শহরের সব ওয়ার্ডে ওই ফ্লেক্স ঝোলানো হয়েছে । 12 নম্বর ওয়ার্ডের রাজবাড়ি মোড় এলাকাতেও ঝোলানো হয়েছিল ওই পোস্টার । গত বুধবার রাতে সেই ফ্লেক্স ছিঁড়ে দেয় ।

গতকাল সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, 'দুয়ারে সরকার'-এর সেই ফ্লেক্স ছেঁড়া রয়েছে । ঘটনা জানাজানি হতেই তৃণমূল কর্মীরা সেখানে জড়ো হয় । ঘটনাস্থলে যান পৌর প্রশাসক নীলিমেশ দাসও । দুপুরে তৃণমূলের পক্ষ থেকে হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয় । এরপর সন্ধেয় রাজবাড়ি মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হয় । ঘটনার প্রতিবাদে আজ হাবড়া শহরে প্রতিবাদ মিছিল করবেন স্থানীয় বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

এবিষয়ে পৌর প্রশাসক নীলিমেশবাবু বলেন, " বিজেপির নেতা-কর্মীরা 2021 সালের বিধানসভা নির্বাচনে সরকার গড়বেন বলে দিবাস্বপ্ন দেখছিলেন । বুধবার বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় জনতার ঢল দেখে সেই বিজেপি নেতারা হতাশায় ভুগছেন । তাই রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পোস্টার ছিঁড়েছে । আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.